Select Page

অনুচ্ছেদ-২ঃ খনিজ দ্রব্য উত্তোলন করা

৩৩২৮

ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

একদা এক লোক জনৈক ব্যক্তিকে দশ দীনার ঋণ দেয়। পরে তা আদায় করার জন্য সে ঋণ গ্রহীতার পিছনে লাগে এবং বলে, আল্লাহ্‌র শপথ! তুমি আমার পাওয়া পরিশোধ না করা অথবা জামিনদার না নিয়ে আসা পর্যন্ত আমি তোমার পিছু ছাড়বো না। বর্ণনাকারী বলেন, নাবী [সাঃআঃ] তার যামিন হলেন। অতঃপর সে তার প্রতিশ্রুতি অনুযায়ী সোনা নিয়ে এল। নাবী [সাঃআঃ] তাহাকে জিজ্ঞেস করিলেন ঃ এ সোনা তুমি কোথায় পেলে? সে বললো, খনি থেকে। তিনি বলিলেনঃ এগুলো আমাদের দরকার নেই এবং এর মধ্যে কোন কল্যাণ নেই। অতঃপর রসূলুল্লাহ [সাঃআঃ] তার পক্ষ হইতে উক্ত ঋণ পরিশোধ করিলেন।

সহিহ ঃ ইবনি মাজাহ [২৪০৬]।

আবু দাউদ শরীফ বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস