Select Page

অনুচ্ছেদ-৩ঃ সন্দেহমূলক বস্তু পরিহার করা

৩৩২৯

নুমান ইবনি বাশীর [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনিয়াছি ঃ হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। আর উভয়ের মাঝে অনেক সন্দেহজনক জিনিস আছে। বর্ণনাকারী কখনও […আরবী…] শব্দের পরিবর্তে […আরবী…] শব্দ বলিয়াছেন। আমি তোমাদের সামনে এর উপমা পেশ করছি। নিশ্চয়ই মহান আল্লাহ্‌ চারণভূমি নির্ধারিত করেছেন। আর আল্লাহ্‌র নির্ধারিত চারণভূমি হচ্ছে নিষিদ্ধ বিষয়সমূহ। যে রাখাল তার পশুপালকে নিষিদ্ধ এলাকার নিকটে চড়ায়, তার পশু ঐ নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ার আশংকা থাকে। একইভাবে যে ব্যক্তি সন্দেহজনক জিনিসে জড়ায় সে হারামে লিপ্ত হইতে পারে।

সহিহ ঃ ইবনি মাজাহ [৩৯৮৪]।

আবু দাউদ শরীফ বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৩৩৩০

আমির আশ-শাবী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি নুমান ইবনি বাশীর [রাদি.]-কে বলিতে শুনিয়াছি, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে উক্ত হাদিস বলিতে শুনিয়াছি। তিনি বলেনঃ এ দুইয়ের [হালাল-হারামের] মাঝে অনেক সন্দেহজনক বস্তু রয়েছে। অনেক লোকই এ বিষয়ে জ্ঞান রাখে না। সুতরাং যে ব্যক্তি সন্দেহজনক বস্তু বর্জন করিবে সে তার দ্বীন ও সম্মান সংরক্ষণ করিতে সক্ষম হইবে। পক্ষান্তরে যে ব্যক্তি সন্দেহজনক কাজে জড়াবে, সে শীঘ্রই হারামে লিপ্ত হইবে।

সহিহ ঃ এর পূর্বেরটি দেখুন [৩৩২৯]।

আবু দাউদ শরীফ বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস