অনুচ্ছেদ-১ঃ ব্যবসায় কসম ও অহেতুক কথার সংমিশ্রণ
৩৩২৬
ক্বায়িস ইবনি আবু গারাযাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এর যুগে আমাদেরকে [ব্যবসায়ীদের] সামাসিরাহ [দালাল সম্প্রদায়] বলা হতো। একদা রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের কাছ দিয়ে যাওয়ার সময় আমাদেরকে এই নামের চেয়ে অধিক সুন্দর নাম দিলেন। তিনি বলিলেনঃ হে ব্যবসায়ী সম্প্রদায়! ব্যবসায়িক কাজে বেহুদা কথাবার্তা এবং অপ্রয়োজনীয় শপথ হয়ে থাকে। সুতরাং তোমরা ব্যবসায়ের পাশাপাশি সদাক্বাহ করে তাহাকে ত্রুটিমুক্ত করো।
সহিহ ঃ ইবনি মাজাহ [ ২১৪৫ ]
আবু দাউদ শরীফ বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৩৩২৭
ক্বায়িস ইবনি আবু গারাযাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত। এতে আরো রয়েছে ঃ তিনি [সাঃআঃ] বলিয়াছেনঃ [ব্যবসায়] মিথ্যা বলা ও শপথ করা হয়ে থাকে। আবদুল্লাহ আয-যুহরীর বর্ণনায় রয়েছে ঃ বেহুদা কথাবার্তাও মিথ্যা হয়ে থাকে।
সহিহ ঃ এর পূর্বেরটি দেখুন [৩৩২৬]।
আবু দাউদ শরীফ বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস