Description
মুসনাদে ইমাম আযম আবূ হানীফা (র)
মুসনাদে ইমাম আযম আবূ হানীফা (র) বইটি কিনুন
হাদিস দু টি জাল।
জাল বলেছেনঃ শাইখুল ইসলাম ইবনি তাইমিয়্যাহ ( রাহিমাহুল্লাহ ) এবং ঈমামসুয়ূতী ( রাহিমাহুল্লাহ ) সহ আহলে সুন্নাত ওয়াল জাময়াতের সকল মুহাদ্দিস।
শাইখুল ইসলাম ইবনি তাইমিয়্যাহ ( রাহিমাহুল্লাহ ) “ বাকরীর প্রতিবাদ ” গ্রন্থের মধ্যে ( পৃষ্ঠাঃ ৯ ) বলেছেনঃ কুরআন ও হাদীসের মধ্যে এমনকি সুস্থ বিবেকেও এটির কোন ভিত্তি নেই। কোন মুহাদ্দীসই এটি উল্লেখ করেননি। এটির অর্থও বাতিল। কারণ আদম ( আলাইহিস সালাম ) কখনও পানি এবং মাটির মাঝে ছিলেন না বরং তিনি ছিলেন দেহ এবং রূহ এর মাঝে।
৪) চীন দেশে গিয়ে হলেও তোমরা জ্ঞান অন্বেষণ কর।
হাদিসটি বাতিল।
সূত্রঃ এটি যেসব গ্রন্থে বর্ণিত হয়েছেঃ “ আখবারূ আসহাবান ” ( ২/ ১০৬) ; “ আল- ফাওয়াইদ ” ( ২/২৪১ ) ; “ আল- আরবায়ীন ” ( ২/১৫১ ) ; “ আত্- তারিখ ” ( ৯/৩৬৪ ) ; “ কিতাবুল রেহালা ” ( ১/২ ) ; “ আল- মাদখাল ” ( ২৪১/৩২৪ ) ; “ আল- মুনতাকা ” ( ১/২৮ ) । উপরের প্রত্যেকটি গ্রন্থে জাল হাদিসটি হাসান ইবনি আতিয়া সূত্রে “ আবূ আতিকা ” হতে বর্ণিত হয়েছে।
হাদিসটির বর্ণনাকারী “ আবূ আতিকা ” সম্পর্কে ঈমামবুখারী ( রাহিমাহুল্লাহ ) বলেনঃ তিনি মুনকারূল হাদিস।
ঈমামনাসাঈ ( রাহিমাহুল্লাহ ) বলেনঃ তিনি নির্ভরযোগ্য নন।
ঈমামউকায়লী ( রাহিমাহুল্লাহ ) বলেনঃ তিনি নিতান্তই দুর্বল।
ঈমামআবূ হাতিম ( রাহিমাহুল্লাহ ) বলেনঃ তিনি যাহেবুল হাদিস।
ঈমামইবনিল জাওযী ( রাহিমাহুল্লাহ ) ও ঈমামইবনি হিব্বান ( রাহিমাহুল্লাহ ) বলেনঃ হাদিসটি বাতিল।
ঈমামসুলায়মানী ( রাহিমাহুল্লাহ ) “ আবূ আতিকাকে ” হাদিস জালকারী হিসেবে উল্লেখ করেছেন।
ঈমামসাখাবী ( রাহিমাহুল্লাহ ) তার “ মাকাসীদুল হাসানা ” গ্রন্থে উপরোক্ত মত সমর্থন করেন।
ঈমামআহমাদ ( রাহিমাহুল্লাহ ) এ হাদিসটিকে কঠোর ভাষায় ইনকার করেছেন।
ঈমামসুয়ূতী ( রাহিমাহুল্লাহ ) “ আল- লায়ালী ” ( ১/১৯৩ ) গ্রন্থে বলেনঃ
হাদিসটির আরো দু টি সূত্র রয়েছেঃ—
১) একটির সনদে রয়েছেন ইয়াকূব ইবনি ইসহাক ইবনি ইবরাহীম আসকালনী।
এ ইয়াকূব সম্পর্কে ঈমামযাহাবী ( রাহিমাহুল্লাহ ) বলেনঃ সে মিথ্যুক।
২) দ্বিতীয়টির সনদে রয়েছেন আহমাদ ইবনি আবদুল্লাহ যুওয়াইবারী।
যুওয়াইবারী হাদিস জালকারী।
৫) যে ব্যক্তি মাগরীবের পরে কথা বলার পূর্বেই ছয় রাকায়াত সালাত আদায় করিবে ; তা দ্বারা তার ৫০ বছরের গুণাহগুলো ক্ষমা করে দেয়া হবে।হাদিসটি নিতান্তই দুর্বল।
মুসনাদে ইমাম আযম আবূ হানীফা (র)
Reviews
There are no reviews yet.