Description
ইযহারুল হক (৩য় খণ্ড)
ইযহারুল হক (৩য় খণ্ড) বই
সুনান আবু দাউদ২০৬৪
হাজ্জাজ ইবন হাজ্জাজ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে তার পিতা হইতে বর্ণীত আছেঃতিনি বলেন, আমি বলি, হে আল্লাহর রাসূল! আমার দুধের হক কিভাবে পূর্ণরূপে আদায় হইতে পারে? তিনি বলিলেনঃ একটি দাস বা দাসী প্রদানের দ্বারা। (২০৬৪)দুর্বলঃ মিশকাত {৩১৭৪}, যয়ীফ সুনান আত-তিরমিজি {১৯৬/১১৬৯}, যয়ীফ সুনান নাসায়ী {২১৩/৩৩২৯}।
(২০৬৪) নাসায়ী, তিরমিজি। ঈমাম তিরমিজি বলেনঃ এই হাদিসটি হাসান সহিহ। হাদিসের সানাদে হাজ্জাজ রয়েছে। হাফিয বলেনঃ তিনি মাক্ববূল। অর্থাৎ মুতাবাআতের ক্ষেত্রে। ইবন হিব্বান ছাড়া কেউ তাহাকে সিক্বাহ বলেননি। যয়ীফ আবু দাউদ উম্ম হা/৩৫১।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনান আবু দাউদ ২০৯৮
ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ বিধবা মহিলা {বিয়ের ব্যাপারে} তার অভিভাবকের চেয়ে নিজেই অধিক হকদার এবং কুমারীর বিয়ের ব্যাপারে তার সম্মতি নিতে হইবে, তার নীরব থাকা সম্মতি গণ্য হইবে। হাদিসের মূল পাঠ আল-কানাবীর।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
স্ত্রীর উপর স্বামীর অধিকার
সুনান আবু দাউদ ২১৪০
ক্বায়িস ইবন সাদ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি {কুফার} আল-হীরা শহরে এসে দেখি, সেখানকার লোকেরা তাহাদের নেতাহাকে সিজদা করছে। আমি ভাবলাম, {তাহলে তো} রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-ই সিজদার অধিক হকদার। অতঃপর আমি নাবী {সাল্লাল্লাহু আঃ} এর খেদমতে এসে বলি যে, আমি আল-হীরা শহরে গিয়ে দেখে এসেছি, সেখানকার লোকেরা তাহাদের নেতাহাকে সিজদা করে। সুতরাং হে আল্লাহ্র রাসূল! {সাল্লাল্লাহু আঃ} আপনিই তো এর অধিক হকদার যে, আমরা আপনাকে সিজদা করি? তিনি বলিলেনঃ যদি {মৃত্যুর পর} তুমি আমার ক্ববরের পাশ দিয়ে যাও তখন কি তুমি সেটাকে সিজদা করিবে? আমি বলিলাম, না। তিনি বলিলেনঃ সাবধান! তোমরা এরূপ করিবে না। আমি যদি কোন মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তবে স্ত্রীদেরকে নির্দেশ দিতাম তাহাদের স্বামীদেরকে সিজদা করিতে। কেননা আল্লাহ্ স্ত্রীদের উপর স্বামীদের অধিকার দিয়েছেন। (২১৪০)
সহিহ, তবে ক্ববর সম্পর্কিত বাক্যটি বাদে। যইফ আল-জামিউস সাগীর {৪৮৪২}, ইরওয়া {১৯৯৮}, মিশকাত {৩২৬৬}এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ২১৪২
হাকীম ইবন মুআবিয়াহ আল-কুশাইরী {রহমাতুল্লাহি আলাইহি} হইতে তার পিতা হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা আমি বলি, হে আল্লাহ্র রাসূল! আমাদের কারো উপর তার স্ত্রীর কি হক রয়েছে? তিনি বলিলেনঃ “তুমি যখন আহার করিবে তাহাকেও আহার করাবে। তুমি পোশাক পরিধান করলে তাহাকেও পোশাক দিবে। তার মুখমণ্ডলে মারবে না, তাহাকে গালমন্দ করিবে না এবং পৃথক রাখতে হলে ঘরের মধ্যেই রাখবে।এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
ইযহারুল হক (৩য় খণ্ড)
Reviews
There are no reviews yet.