Select Page

দৈনন্দিন মাসনূন দুআ ও যিকর

৳ 30.00

Description

দৈনন্দিন মাসনূন দুআ ও যিকর

দৈনন্দিন মাসনূন দুআ ও যিকর বই

মুয়াত্তা মালিক ৩৪৮
আনাস ইবন মালিক {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
মুলায়কা {রাজি.} রাসূলুল্লাহ সাঃআঃকে খাওয়ার দাওয়াত করেছিলেন। তিনি তা হইতে খেলেন, তারপর ফরমালেন তোমরা দাঁড়াও, আমি তোমাদের জন্য {কল্যাণ ও বরকতের উদ্দেশ্যে} নামাজ আদায় করব। আনাস {রাজি.} বলিলেন, আমি আমাদের একটি চাটাই-এর দিকে গেলাম, যা দীর্ঘদিন ব্যবহারের কারণে একেবারে কাল হয়ে গিয়েছিল। আমি তাতে পানি ছিটিয়ে তা পরিষ্কার করলাম। অতঃপর রাসূলুল্লাহ সাঃআঃ দাঁড়ালেন। আমি এবং ইয়াতিম তাঁর পিছনের সারিতে দাঁড়ালাম। আর বৃদ্ধা {নানী} দাঁড়ালেন আমাদের পিছনের সারিতে। তিনি আমাদের জন্য {দুআর উদ্দেশ্যে} দুই রাকআত নামাজ আদায় করলেন; অতঃপর আমাদের গৃহ ত্যাগ করলেন। {বোখারি ৮৬০, মুসলিম ৬৫৮}
এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস

মুয়াত্তা মালিক ৪৩৬
আনাস ইবন মালিক {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
তিনি বলেন, এক ব্যক্তি রসূলুল্লাহ্ সাঃআঃ-এর খেদমতে হাযির হয়ে বলল, গৃহপালিত পশু ধ্বংস হয়েছে এবং পথঘাট বিনষ্ট হয়েছে, অতএব আপনি আল্লাহর নিকট দুআ করুন। তখন রসূলুল্লাহ্ সাঃআঃ দুআ করলেন, এতে জুমআর দিন হইতে আমাদের উপর বৃষ্টি হল। আনাস {রাজি.} বলেন, অতঃপর এক ব্যক্তি রসূলুল্লাহ্ সাঃআঃ-এর খেদমতে এসে বলল, ইয়া রসূলাল্লাহ! ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, পথ-ঘাট রুদ্ধ হয়েছে এবং গৃহপালিত পশু মারা যাচ্ছে। তারপর রসূলুল্লাহ্ সাঃআঃ দুআ করলেন আল্লাহ! পাহাড় ও টিলার পৃষ্ঠদেশ, উপত্যকার মধ্যভাগে এবং বৃক্ষের গোড়ায় বৃষ্টি হোক। আব্বাস {রাজি.} বলেন, {দুআর পর} মদীনার আকাশ হইতে মেঘ চতুর্দিকে সরে গেল; যেমন পুরাতন কাপড় ছিড়ে বিভক্ত হয়ে যায়। {বোখারি ৯৩২, মুসলিম ৮৯৭}
ইয়াহইয়া {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, ইসতিসকার নামাজ যে ব্যক্তি পায়নি, অথচ সে খুতবায় শরীক হয়েছে, অতঃপর সে {ঈদগাহ হইতে} প্রত্যাবর্তন করার পর তার গৃহে অথবা মসজিদে নামাজ আদায়ের ইচ্ছা করলে তার সম্পর্কে কি হুকুম? এইমর্মে আমি প্রশ্ন করলে পর মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, তার ইখতিয়ার রয়েছে, ইচ্ছা করলে আদায় করিতে পারে, ইচ্ছা করলে নাও আদায় করিতে পারে।এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
মুয়াত্তা মালিক ৪৮১
ইয়াহইয়া ইবন সাইদ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
তাঁর কাছে খবর পৌঁছেছে যে, রাসূলুল্লাহ সাঃআঃ দুআ করিতে বলিতেন,
اَللّٰهُمَّ فَالِقَ الْإِصْبَاحِ وَجَاعِلَ اللَّيْلِ سَكَنًا وَالشَّمْسِ وَالْقَمَرِ حُسْبَانًا اقْضِ عَنِّي الدَّيْنَ وَأَغْنِنِي مِنْ الْفَقْرِ وَأَمْتِعْنِي بِسَمْعِي وَبَصَرِي وَقُوَّتِي فِي سَبِيلِكَ.
“হে আল্লাহ তুমি ঊষার ঘটাও, রাতকে বিশ্রামের জন্য নির্ধারিত করেছ, গণনার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছ, আমার ঋণ শোধ করে দাও, আমাকে অভাবমুক্ত কর; আমার দৃষ্টিশক্তি শ্রবণশক্তি এবং তোমার পথে জিহাদ করার শক্তি দ্বারা আমাকে উপকৃত কর”। {হাদীসটি ঈমাম মালেক {রহমাতুল্লাহি আলাইহি} একক ভাবে বর্ণনা করিয়াছেন}এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য
মুয়াত্তা মালিক ৪৮২
আবু হুরায়রা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ সাঃআঃ বলেছেন, তোমাদের কেউ দুআ করার সময় এরূপ যেন না বলে اَللّٰهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ اَللّٰهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ হে আল্লাহ্, আপনি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করুন। বরং দৃঢ় প্রত্যয় দুআ করিবে, কারণ আল্লাহকে বাধ্য করবার মত কেউ নেই। {বোখারি ৬৩৩৮, মুসলিম ২৬৭৯}
এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস

দৈনন্দিন মাসনূন দুআ ও যিকর

Reviews

There are no reviews yet.

Be the first to review “দৈনন্দিন মাসনূন দুআ ও যিকর”

Your email address will not be published. Required fields are marked *