Select Page

আল্লাহর পথে দাওয়াত

৳ 25.00

Description

আল্লাহর পথে দাওয়াত

আল্লাহর পথে দাওয়াত বই

মুয়াত্তা ইমাম মালিক ২৪১
আবু হুরাইরা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ সাঃআঃ রমাযানের তারাবীহর জন্য ওয়াজিব নামাযের মত নির্দেশ দান করিতেন না বটে, কিন্তু এটার জন্য অধিক উৎসাহ প্রদান করিতেন এবং ফরমাইতেন যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব-এর {অর্থাৎ আল্লাহর উপর ঈমানসহ ও সওয়াবের আশায়} সাথে রমাযানের তারাবীহ আদায় করিবে তার বিগত সমুদয় {সগীরা} গুনাহ ক্ষমা করা হইবে। {বোখারি ২০০৮, মুসলিম ৭৫৯}
ইবন শিহাব {যুহরী} {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, রাসূলুল্লাহ সাঃআঃ-এর ওফাতের পরও তারাবীহর অবস্থা এইরূপই ছিল। আবু বাকর সিদ্দীক {রাজি.}-এর খিলাফতকালে এবং উমার ইবন খাত্তাব {রহমাতুল্লাহি আলাইহি}-এর খিলাফতের প্রথম দিকে {তারাবীহর} অবস্থা অনুরূপই ছিল।

মুয়াত্তা ইমাম মালিক ৪৩৭
যায়দ ইবন খালিদ জুহানী {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
হুদায়বিয়ায় রাত্রে বৃষ্টি হয়েছিল ও এর চিহ্ন সকালেও বিদ্যমান ছিল, সে অবস্থায় রসূলুল্লাহ্ সাঃআঃ আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন। যখন নামাজ সমাপ্ত করলেন, তখন পবিত্র মুখমণ্ডল লোকের দিকে করলেন এবং বলিলেন, তোমরা অবগত আছ কি তোমাদের প্রভু কি বলেছেন? তাঁরা বলিলেন, আল্লাহ ও তাঁর রসূল অধিক অবগত। রসূলুল্লাহ্ সাঃআঃ বলিলেন, {আল্লাহ} বলেছেন, আমার বান্দাদের মধ্য হইতে কিছুসংখ্যক লোক প্রভাত করেছে আমার প্রতি ঈমান {বিশ্বাস} রেখে, আর {কিছুসংখ্যক} প্রভাত করেছে আমার সাথে কুফরী করে। যে বলেছে, আল্লাহর অনুগ্রহ ও রহমতে আমাদের প্রতি বৃষ্টি বর্ষিত হয়েছে, সে আমার প্রতি মুমিন রয়েছে, আর নক্ষত্রের প্রতি অস্বীকারী হয়েছে। আর যে বলেছে, অমুক নক্ষত্রের দ্বারা বৃষ্টি বর্ষিত হয়েছে, সে আমার প্রতি অস্বীকারকারী হয়েছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী হয়েছে। {বোখারি ৮৪৬, মুসলিম ৭১}

এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস

মুয়াত্তা ইমাম মালিক ৪৮৮
আবদুল্লাহ ইবন আব্বাস {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
রাসূলুল্লাহ সাঃআঃ মধ্য রাত্রে যখন {তাহাজ্জুদ} নামাযের জন্য দাঁড়াতেন, তখন বলিতেন,
اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ، اَللّٰهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَأَخَّرْتُ وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لَا إِلٰهَ إِلَّا أَنْتَ
হে আল্লাহ্! হামদ আপনারই জন্য, আপনি আসমান ও যমীনের জ্যোতি, আপনারই জন্য হামদ, আপনি আসমান ও যমীনের রক্ষক, আপনারই জন্য হামদ, আসমান ও যমীনের এবং এতদুভয়ে যা কিছু সকলেরই প্রভু আপনি। আপনি সত্য, আপনার বাণী সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার সাক্ষাৎ সত্য, জান্নাত ও জাহান্নাম সত্য, কিয়ামত সত্য। হে আল্লাহ্! আপনার প্রতি আমি অনুগত হয়েছি, আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার উপরই তাওয়াক্কুল করেছি, আপনার দিকেই রুজু করেছি, আপনার জন্যই আপনার শত্রুদের সাথে বিবাদ করেছি এবং আপনারই কাছে বিচার প্রার্থনা করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন আমার পূর্বের ও পরের পাপসমূহ, আমার গোপন ও প্রকাশ্যে কৃত অপরাধসমূহ। আপনিই আমার মাবুদ আপনি ব্যতীত অন্য কোন মাবুদ নেই। {বোখারি ১১৬০, মুসলিম ৭৬৯}

এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস

আল্লাহর পথে দাওয়াত

Reviews

There are no reviews yet.

Be the first to review “আল্লাহর পথে দাওয়াত”

Your email address will not be published. Required fields are marked *