Select Page

আদর্শ পরিবার গঠনে ৪০টি নসীহত

৳ 30.00

Description

আদর্শ পরিবার গঠনে ৪০টি নসীহত

আদর্শ পরিবার গঠনে ৪০টি নসীহত বই

সুনান আবুদাউদ ২৩৯৩
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, এক ব্যক্তি রমাযান মাসের সওম ভঙ্গ করে নাবী {সাল্লাল্লাহু আঃ} এর কাছে এলো। অতঃপর পূর্বের হাদিসের অনুরূপ। বর্ণনাকারী বলেন, পরে একটি ঝুড়িভর্তি খেজুর আসলো, যাতে পনের সা খেজুর ছিলো। তিনি আরো বলিয়াছেনঃ তুমি এবং তোমার পরিবার এগুলো খাও এবং একদিন সওম পালন করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও।

এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

সুনান আবুদাউদ২৩৯৪
নাবী {সাল্লাল্লাহু আঃ} এর স্ত্রী আয়িশাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
এক ব্যক্তি রমাযান মাসে নাবী {সাল্লাল্লাহু আঃ} নিকট মাসজিদে এ আগমন করলো। সে বলিলও, হে আল্লাহর রাসূল! আমি জাহান্নামের যোগ্য হয়েছি। নাবী {সাল্লাল্লাহু আঃ} তাহাকে জিজ্ঞেস করলেনঃ তার কি ব্যাপার? লোকটি বললো, আমি স্ত্রীর সাথে সঙ্গম করেছি। তিনি বলিলেনঃ সাদাক্বাহ করো। সে বললো, আল্লাহর শপথ! আমার কাছে কিছুই নেই, আর আমি সাদাক্বাহ করিতে সক্ষম নই। তিনি বলিলেনঃ বসো। লোকটি বসলো। অতঃপর তার বসা অবস্থায়ই এক লোক গাধার পিঠে করে খাদ্যের বোঝা নিয়ে উপস্থিত হলো। তখন রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} জিজ্ঞেস করলেনঃ জাহান্নামের যোগ্য ব্যক্তিটি কোথায়? লোকটি দাঁড়ালে রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ এগুলো সাদাক্বাহ করে দাও। সে বলিল, হে আল্লাহর রাসূল! আমাদের চেয়ে গরীব লোকদেরকে? আল্লাহর শপথ! আমরা সবচেয়ে গরীব। আমাদের কিছুই নেই। তিনি বলিলেনঃ তবে এগুলো তোমারাই খাও।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

সুনান আবুদাউদ ২৩৯৫
আয়িশাহ {রাদি.} সূত্র হইতে বর্ণীত আছেঃ
এই সানাদে ঘটনাটি বর্ণিত। বর্ণনাকারী বলেন, অতঃপর বিশ সা {খেজুর} ভর্তি একটি ঝুড়ি এলো। (২৩৯৫)

(২৩৯৫) ইবন খুযাইমাহ, বায়হাক্বী। সানাদে ইবন হারিস যয়ীফ হওয়ার পাশাপাশি দুইজন সিক্বাহ রাবীর বিরধীতাও করেছেন।
এই হাদিসটির তাহকীকঃ মুনকার

ইচ্ছাকৃতভাবে সওম ভঙ্গের পরিণতি
সুনান আবুদাউদ ২৩৯৬
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ যে ব্যক্তি রমযানে আল্লাহের দেয়া অনুমতি ছাড়া সওম ভঙ্গ করলো সে সারা বছরেও তা পূরণ করিতে সক্ষম নয়। (২৩৯৬)

দুর্বলঃ যয়ীফ আল-জামিউস সাগীর {৫৪৬২}, মিশকাত {২০১৩}, যয়ীফ সুনান আত-তিরমিজি {১১৫/৭২৬}, যয়ীফ সুনান ইবন মাজাহ {৩৬৮}।

সুনান আবুদাউদ ২৩৯৬ তিরমিজি, ইবন মাজাহ, আহমাদ, দারিমী। ঈমাম তিরমিজি বলেনঃ আমি কেবল এ সূত্রই হাদিসটি আবহিত হয়েছি। হাফিয ইবন হাজার ফাথহুল বারী গ্রন্থে এটিকে যয়ীফ বলিয়াছেন। তিনি বলেনঃ এর তিনটি দোষ রয়েছে। ইযতিরাব, আবু ত্বাউসের অবস্থা অজ্ঞাত হওয়া, এবং আবু হুরাইরাহ থেকে তার পিতার হাদিস শ্রবণের বিষয়ে সন্দেহ।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

সুনান আবুদাউদ ২৩৯৭
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, নাবী {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেন, অতঃপর ইবন কাসীর ও সুলাইমান বর্ণিত হাদিসের অনুরূপ। ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, সুফিয়ান ও শুবাহ {রহমাতুল্লাহি আলাইহি} ইবনল মুতাব্বিস ও আবুল মুতাব্বিসের নাম নিয়ে মতভেদ করেছেন। (২৯৩৭)

সুনান আবুদাউদ ২৩৯৭ তিরমিজি, ইবন মাজাহ। ঈমাম তিরমিজি বলেনঃ আমরা কেবল এ সূত্রেই হাদিসটি অবহিত হয়েছি। দারিমী, আহমদ। এর সনদ পূর্বেরটি অনুরূপ।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
যে ব্যাক্তি ভুলবশত আহার করে
সুনান আবুদাউদ ২৩৯৮
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা নাবী {সাল্লাল্লাহু আঃ} এর কাছে একটি লোক এসে বললো, হে আল্লাহর রাসূল {সাল্লাল্লাহু আঃ}! আমি সওম অবস্থায় ভুলবশত পানাহার করেছি। তিনি বলেনঃ আল্লাহই তোমাকে পানাহার করিয়েছেন।

আদর্শ পরিবার গঠনে ৪০টি নসীহত

Reviews

There are no reviews yet.

Be the first to review “আদর্শ পরিবার গঠনে ৪০টি নসীহত”

Your email address will not be published. Required fields are marked *