Select Page

আদর্শ পরিবার

৳ 95.00

Description

আদর্শ পরিবার

আদর্শ পরিবার বই

সুনান আবু দাউদ ৪৩০৬
মুসলিম ইবনূ আবু বাক্‌রাহ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আমার পিতাহাকে বলিতে শুনিয়াছি, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ দাজ্‌লা {তাইগ্রিস} নদীর তীরবর্তী নিচু এলাকায় বাস্‌রাহ নামক স্থানে আমার উম্মাতের কিছু লোক বসতি স্থাপন করিবে। সেই নদীর উপরে সেতু থাকিবে আর নাগরিকের সংখ্যা হইবে প্রচুর। আর এটা হইবে মুহাজিরদের শহরসমূহের একটি। শেষ যামানায় চওড়া চেহারা ও ছোট চোখবিশিষ্ট কানতূরা গোত্র সেই নদীর অববাহিকায় ঘাঁটি স্থাপন করিবে এবং উক্ত শহরের বাসিন্দারা তিন দলে বিভক্ত হয়ে যাবে। এক দল গরুর লেজ ধরে মরুভূমিতে যাবে এবং ধ্বংস হইবে। দ্বিতীয় দল নিজেদের জন্য নিরাপদ স্থান খুজবে এবং কাফির হয়ে যাবে। তৃতীয় দল তাহাদের পিছনে পরিবার-পরিজন ও সন্তানাদি রেখে দুশমনদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইবে এবং শহীদ হইবে।

এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস

সুনান আবু দাউদ  ৪৩০৭
আনাস ইবন মালিক {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} তাহাকে বলেনঃ হে আনাস! নিশ্চয়ই লোকেরা বিভিন্ন শহরের পত্তন করিবে। জেনে রাখো, তার মধ্যে বাসরাহ বা বুসাইরা নামক একটি শহরও হইবে। তুমি যদি এর পাশ দিয়ে যাও বা এতে প্রবেশ করো তাহলে সাবধান থাকিবে এর লবণাক্ত যমীন হইতে, এর কাল্ল নামক স্থান হইতে এবং বাজার ও নেতাহাদের দরজা হইতে এবং আশপাশ থেকে। কেননা এটা ধ্বসে যাবে, নিক্ষিপ্ত হইবে আর ভূমিকম্পে প্রকম্পিত হইবে। আর একদল লোক রাতের বেলা ঘুমিয়ে থাকিবে; কিন্তু প্রত্যুষে তারা বানর ও শূকরে পরিণত হইবে।

এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

সুনান আবু দাউদ ৪৩০৮
ইবরাহীম ইবন দিরহাম {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আমার পিতাহাকে বলিতে শুনিয়াছি, আমরা হাজ্জ করিতে যাচ্ছিলাম। তখন এক লোক আমাদের জিজ্ঞাসা করলো, তোমাদের কাছাকাছি উবুল্লাহ নামে একটি শহর আছে কি? আমরা বলিলাম, হ্যাঁ। সে বলিল, তোমাদের মধ্যে কে এই দায়িত্ব নিবে যে, আমার পক্ষ হইতে আল-আশ্‌শার মসজিদে দুই বা চার রাকআত সালাত পড়বে? আর এ কথাটা তিনি আবু হুরায়রা্‌র জন্য বলিতেন যে, আমি আমার বন্ধু আবুল ক্বাসিম {সাল্লাল্লাহু আঃ}-কে বলিতে শুনেছিঃ নিশ্চয়ই আল্লাহ ক্বিয়ামাতের দিন মাসজিদুল আশ্‌শারে এমন কতক শহীদকে পাঠাবেন যাদের ব্যতীত অন্য কেউ বদরের শহীদদের সঙ্গে দাঁড়াতে পারবে না। ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, এই মাসজিদটি {ফুরাত} নদীর তীরে অবস্থিত। (৪৩০৭)

(৪৩০৭) আবু দাউদ এটি একক ভাবে বর্ণনা করেছেন। সানাদে ইবরাহীম ইবন সালিহ রয়েছে। হাফিয বলেনঃ তার মাঝে দুর্বলতা আছে। আবু জাফার উক্বইলী বলেনঃ ইবরাহীম এবং তার পিতা প্রসিদ্ধ নন। আর হাদিসটি সংরক্ষিত নয়।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

ইথিওপিয়া সম্পর্কে
সুনান আবু দাউদ ৪৩০৯
আব্দুল্লাহ ইবন আমর {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} বলেনঃ যতদিন পর্যন্ত ইথিওপীয়রা তোমাদের ত্যাগ করিবে, তোমরাও তাহাদের ত্যাগ করো। কেননা ইথিওপিয় ছোট গোছাধারী এক ব্যক্তি ব্যতীত কেউ কাবার ভাণ্ডার লুণ্ঠন করিবে না।এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
ক্বিয়ামাতের আলামতসমূহ
সুনান আবু দাউদ  ৪৩১০
আবু যুরআহ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, মাদীনাহ্‌তে মারওয়ানের নিকট একদল লোক এসে শুনতে পেল যে, তিনি ক্বিয়ামাতের আলামত প্রসঙ্গে বর্ণনা করেছেন যে, দাজ্জালের আত্মপ্রকাশ এর প্রথম আলামত। বর্ণনাকারী বলেন, অতঃপর আমি আবদুল্লাহ ইবন আমরের নিকট গিয়ে একথা আলোচনা করলে তিনি বলিলেন, আমি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-কে এ ব্যাপারে যা বলিতে শুনিয়াছি তিনি তার কিছুই বলেননি। নিঃসন্দেহে এর প্রথম আলামত হল পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া অথবা মানব জাতির উপর পূর্বাহ্নে দাব্বাতুল আরদ নামক একটি জন্তুর আত্মপ্রকাশ। এই দুটির যে কোন একটি আগে এবং অপরটি এর পরপরই প্রকাশিত হইবে। আবদুল্লাহ {রাদি.} বলেন, এ সময় তিনি কিতাব পড়ছিলেন। আর আমার মনে হয় তাহাঁর বক্তব্যের মধ্যে পশ্চিম দিক থেকে সূর্য উদয়টাই প্রথম প্রকাশিত হইবে।

আদর্শ পরিবার বইটি আমাদের নিকট থেকে ক্রয় করুন

Reviews

There are no reviews yet.

Be the first to review “আদর্শ পরিবার”

Your email address will not be published. Required fields are marked *