Select Page

কাবীরা গুনাহ ও তাওবাহ

৳ 70.00

Description

কাবীরা গুনাহ ও তাওবাহ

কাবীরা গুনাহ ও তাওবাহ

সুনানে ইবনে মাজাহ ২২৭৪
আবু হুরাইরা [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেন, সুদের গুনাহর সত্তরতি স্তর রয়েছে। তাহার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র স্তর হলো আপন মাকে বিবাহ [যেনা] করা। [২২৭৪] [২২৭৪] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। আত-তালীকুর রাগীব ৩/৫০,৫১। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবি আবু মাশার সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বকর আল-বায়হাকী বলেন, তিনি দুর্বল, তিনি সিকাহ নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। ঈমাম তিরমিজি বলেন, তাহার মুখস্ত করার আগে হাদিস বর্ণনার ব্যাপারে কিছু আহলে ইলম সমালোচনা করিয়াছেন। ঈমাম দারাকুতনী বলেন, তিনি দুর্বল। [তাহজিবুল কামালঃ রাবী নং ৬৩৮৬, ২৯/৩২২ নং পৃষ্ঠা] উক্ত হাদিসটি সহীহ কিন্তু আবু মাশার এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৩৪ টি শাহিদ হাদিস রয়েছে। তন্মধ্যে ১২ টি খুবই দুর্বল, ২২ টি দুর্বল হাদিস পাওয়া যায় কিন্তু সহীহ শাহিদ হাদিস পাওয়া যায় না।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

সুনানে ইবনে মাজাহ ২২৭৫
আবদুল্লাহ বিন মাসউদ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ সুদের পাপের তিয়াত্তরটি স্তর রয়েছে। [২২৭৫] [২২৭৫] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। ইবনস সালাম এর তাখরিজুল ঈমান ৯৯। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

হদ্দ [শাস্তি] হলো [গুনাহের] কাফফারা
সুনানে ইবনে মাজাহ  ২৬০৩
উবাদাহ ইবনস সামিত [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
রাসূলুলাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি শাস্তিযোগ্য অপরাধ করে, অতঃপর সে যত সত্বর শাস্তি ভোগ করে, সেটাই তাহার অপরাধের কাফফারা অন্যথায় তাহার বিষয়টি আল্লাহর নিকট সোপর্দ হয়। [২৬০৩] [২৬০৩] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ১৮, ৩৮৯২, ৩৮৯৩, ৪৮৯৪, ৬৭৮৪, ৬৮০১, ৬৮৭৩, ৭২১৩, ৭৪৬৮, মুসলিম ১৭০৯, তিরমিজি ১৪৩৯, নাসাঈ ৪১৬১, ৪১৬২, ৪১৭৮, ৪২১০, ৫০০২, আহমাদ ২২১৬০, ২২১৭০, ২২২২৫, ২২২৪৮, দারেমী ২৪৫৩, সহীহাহ ২৩১৭, ২৯৯৯।
এই হাদিসটির তাহকীকঃ নির্ণীত নয়

সুনানে ইবনে মাজাহ ২৬০৪
আলী [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
রাসূলুলাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ কোন ব্যক্তি দুনিয়াতে কোন পাপ করার পর সেজন্য শাস্তি ভোগ করিলে আল্লাহ তাআলা তাহার সেই বান্দাকে পুনর্বার [একই অপরাধের] শাস্তি দেয়ার বিষয়ে অধিক ন্যায়পরায়ণ। কোন ব্যক্তি দুনিয়াতে পাপকাজ করার পর আল্লাহ তা গোপন করে রাখলেন। আল্লাহ যা উপেক্ষা করিয়াছেন তাহার জন্য পুনরায় গ্রেফতাহার করার ব্যাপারে অধিক দয়াপরবশ। [২৬০৪] [২৬০৪] তিরমিজি ২৬২৬, রাওদুন নাদীর ৭০৫। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ জইফ। উক্ত হাদিসের রাবি ইউনুস আবু ইসহাক সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি তাহার রেওয়ায়াতে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে তাহার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। আবু হাতিম বিন হিব্বান তাহার সিকাহ গ্রন্থে তাহার নাম উল্লেখ করিয়াছেন। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কিছু সন্দেহ করেন। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তিনি সত্যবাদী। [তাহজিবুল কামালঃ রাবী নং ৭১৭০, ৩২/৪৮৮ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

কাবীরা গুনাহ ও তাওবাহ

Reviews

There are no reviews yet.

Be the first to review “কাবীরা গুনাহ ও তাওবাহ”

Your email address will not be published. Required fields are marked *