Description
কিয়ামতে ছোট-বড় নিদর্শনসমূহ
কিয়ামতে ছোট-বড় নিদর্শনসমূহ
সুনানে ইবনে মাজহা ৪০৪৪
আবু হুরাইরাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] লোকজনের সাথে বসা ছিলেন। তখন তাহাঁর নিকট এক ব্যাক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ! কিয়ামত কখন সংঘটিত হইবে? তিনি বলেনঃ জিজ্ঞাসিত ব্যাক্তি এ বিষয়ে জিজ্ঞাসাকারীর চেয়ে অধিক জ্ঞাত নয়। তবে আমি তোমাকে এর কতক আলামত সম্পর্কে অবহিত করিব। যখন দাসী তাহার মনিবকে প্রসব করিবে, এটি কিয়ামতের একটি আলামত। যখন নগ্নপদ ও নগ্ন দেহবিশিষ্ট লোকেরা জনগনের নেতা হইবে, এটি কিয়ামতের একটি আলামত। যখন মেষপালের রাখালেরা সুরম্য অট্টালিকায় বসবাস করিবে। এগুলো হলো কিয়ামতের আলামত। এমন পাঁচটি বিষয় আছে যে সম্পর্কে আল্লাহ ব্যাতীত আর কেউ জানে না। অতঃপর রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] এই আয়াত তিলাওয়াত করেন [অনুবাদ]ঃ “কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট রয়েছে। তিনি বৃষ্টি বর্ষন করেন এবং তিনি জানেন যা জরায়ুতে রয়েছে। কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করিবে এবং কেউ জানে না সে কোন স্থানে মারা যাবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত”[সূরা লোকমানঃ৩৪]। [৩৩৭৬] [৩৩৭৬] সহীহুল বূখারী ৫০, ৪৭৭৭, মুসলিম ৯, ১০, নাসাঈ ৪৯৯১, আহমাদ ৯২১৭।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনানে ইবনে মাজহা ৪০৪৫
আনাস বিন মালিক [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি কি তোমাদের জন্য এমন একটি হাদিস বর্ণনা করিব না, যা আমি রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] এর নিকট শুনিয়াছি? আমার পরে সেই হাদিস আর কেউ তোমাদের নিকট বর্ণনা করিবে না। আমি তাহাঁর কাছে শুনিয়াছি যে, কিয়ামতের কতক আলামত এই যে, এলেম উঠিয়ে নেয়া হইবে, অজ্ঞতাহার বিস্তার ঘটবে, যেনা-ব্যভিচার ছড়িয়ে পড়বে, মদ পান করা হইবে, পুরুষ লোকের অধিক হারে মৃত্যু হইবে, অধিক হারে নারীরা বেঁচে থাকিবে, এমনকি পঞ্চাশজন নারীর রক্ষণাবেক্ষণকারী হইবে একজনমাত্র পুরুষ। [৩৩৭৭] [৩৩৭৭] সহীহুল বূখারী ৮০, ৬৮০৮, মুসলিম ২৬৭১, তিরমিজি ২২০৫, আহমাদ ১২১১৮, ১২৩৯৫, ১২৬৮২, ১২৮১৮, ১৩৪৭০, ১৩৬৬৪।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনানে ইবনে মাজহা ৪০৪৬
আবু হুরাইরাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ ফোরাত নদীতে সোনার পাহাড় জেগে না উঠা পর্যন্ত কিয়ামত সংঘটিত হইবে না এবং লোকজন সেখানে যুদ্ধ–সংঘাতে লিপ্ত হইবে। তাহাদের প্রতি দশ জনে নয় জন নিহত হইবে। [৩৩৭৮] তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ [আরবী] কথাটি ব্যতীত হাসান সহীহ ; কারণ বাক্যটি শায। আর মাহফূয বাক্য হল [আরবী]। [৩৩৭৮] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৭১১৯, মুসলিম ২৮৯৪, তিরমিজি ২৫৬৯, আবু দাউদ ৪৩১৩,আহমাদ ৭৫০১,৮০০১,৮১৮৮,৮৩৫৪,৯১০৩।
এই হাদিসটির তাহকীকঃ অন্যান্য
কিয়ামতে ছোট-বড় নিদর্শনসমূহ
Reviews
There are no reviews yet.