Description
কুরবানীর বিধান
কুরবানীর বিধান
কুরবানী ওয়াজিব হওয়া সম্পর্কে
সুনানে আবু দাউদ ২৭৮৮
মিখলাফ ইবন সুলাইম {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমরা রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} সাথে আরাফাহয় অবস্থান করছিলাম। বর্ণনাকারী বলেন, তিনি বলিলেনঃলোকসকল! নিশ্চয়ই প্রতিটি পরিবারের লোকদের উপর প্রতি বছর কুরবানী ও আতীরাহ করা কর্তব্য। তিনি বলিলেন, তোমরা কি জানো, আতীরাহ কি? আতীরাহ হলো, যাকে লোকেরা রাজাবিয়াহ বলিতে থাকে।
আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আতীরাহ রহিত এবং এর হাদিসও রহিত। এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
সুনানে আবু দাউদ ২৭৮৯
আবদুল্লাহ ইবন আমর ইবনল আস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} বলেনঃ আমি কুরবানীর দিনকে ঈদ উদযাপন করিতে নির্দেশপ্রাপ্ত হয়েছি। আল্লাহ এ দিনকে এ উম্মাতের জন্য ঈদ হিসাবে নির্দিষ্ট করেছেন। এক ব্যক্তি বললো, আপনার অভিমত ব্যক্ত করুন, আমি {আমার প্রতিপালিত} দুগ্ধবতী বা মালবাহী পশু ছাড়া অন্য পশু না পেলে কি তা দিয়েই কুরবানী করবো? তিনি বলিলেনঃ না, বরং তুমি তোমার চুল ও নখ কাটবে, গোঁফ ছোট করিবে এবং নাভীর নীচের লোম কাটবে। এ কাজগুলোই আল্লাহর নিকট তোমার পূর্ণাঙ্গ কুরবানী।
দুর্বলঃ মিশকাত {১৪৭৯}, আল-জামিউস সাগীর {১২৬৫}, যয়ীফ সুনান নাসায়ী {২৯৪/৪৩৬৫}। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
মৃতের পক্ষ হইতে কুরবানী
সুনানে আবু দাউদ ২৭৯০
তাবিঈ হানাশ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আলী {রাদি.}-কে দুটি দুম্বা কুরবানী করিতে দেখে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি {দুটি কেন}? তিনি বলিলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমাকে ওয়াসিয়্যাত করেছেন, আমি যেন তার পক্ষ হইতে কুরবানী করি। তাই তার পক্ষ হইতেও কুরবানী করছি।
দুর্বলঃ মিশকাত {১৫৪২}।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
যে কুরবানী করিতে চায়, সে যিলহাজ্জের দশ তারিখ পর্যন্ত তার চুল কাটবে না
সুনানে আবু দাউদ ২৭৯১
উম্মু সালামাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ যার কুরবানীর পশু রহিয়াছে, সে যেন যিলহাজ্জ মাসের নতুন চাঁদ উঠার পর থেকে কুরবানী করার পূর্ব পর্যন্ত তার চুল ও নখ না কাটে।
এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
সুনানে আবু দাউদ ২৭৯৩
আনাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} নিজ হাতে সাতটি উটকে দাঁড়িয়ে থাকাবস্থায় কুরবানী করেন এবং মদীনাহইতে শিংযুক্ত দুটি ধূসর বর্ণের দুম্বা কুরবানী করেন। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
কুরবানীর বিধান
Reviews
There are no reviews yet.