Description
গোনাহ মোচনের দু‘আ ও তাসবীহ
গোনাহ মোচনের দু‘আ ও তাসবীহ
সুনানে আবু দাউদ ২৯৮৭
আল-ফাদল ইবনল হাসান আদ-দামরী {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
যুবাইর ইবন আবদুল মুত্তালিবের {রাদি.} দুই কন্যা উম্মুল হাকাম অথবা দবাআহ {রাদি.} হইতে একজন এ বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} কাছে কিছু যুদ্ধবন্দী আসলো। আমি, আমার বোন এবং রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} কন্যা ফাত্বিমাহ {রাদি.} তাহাঁর নিকট গিয়ে আমাদের দরিদ্রতার কথা জানিয়ে কিছু যুদ্ধবন্দী আমাদেরকে দেয়ার জন্য হুকুম করিতে আবেদন করলাম। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ বদর যুদ্ধে {পিতাহারা} ইয়াতীমগণ তোমাদের চেয়ে অগ্রাধিকার প্রাপ্য। বরং আমি তোমাদেরকে এর চেয়ে উত্তম বস্তু বলে দিচ্ছি, যা তোমাদের জন্য কল্যাণকর হইবে। তোমরা প্রত্যেক সলাতের পর ৩৩ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদু লিল্লাহ এবং ১ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন কাদীর এ তাসবীহ পাঠ করিবে। আইয়াশ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, ঐ দুই মহিলা ছিলেন নাবী {সাল্লাল্লাহু আঃ} এর চাচাতো বোন।
সহীহঃ সহিহাহ {১৮৮০}। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানে আবু দাউদ ২৯৮৮
ইবন আবুদা {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আলী {রাদি.} আমাকে বলিলেন, আমি কি তোমাকে আমার ও রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} কন্যা ফাত্বিমাহর পক্ষ হইতে হাদিস বর্ণনা করবো না? আমি বলিলাম, হ্যাঁ, বলুন। তিনি বলিলেন, তাহাঁর পরিবারের সদস্যদের মধ্যে ফাত্বিমাহ {রাদি.}-ই ছিল তাহাঁর নিকট সর্বাপেক্ষা আদরের। {অথচ} যাঁতা ঘুরানোর কারণে ফাত্বিমাহর হাতে ফোসকা পড়ে গেছে এবং কলসে করে পানি টানার কারণে তার কাঁধে দাগ পড়ে এবং ঘরে ঝাড়ু দেয়ার কারণে তার পরনের কাপড় নোংরা হয়ে যেতো। এক সময় নাবী {সাল্লাল্লাহু আঃ} এর কাছে কিছু সংখ্যক খাদেম আসলে আমি ফাত্বিমাহকে বলি, তুমি তোমার পিতার কাছে গিয়ে একটি খাদেম চেয়ে নাও! সেখানে গিয়ে তাহাঁর কাছে লোকেরা বসে কথা বলছে দেখে ফাত্বিমাহ ফিরে আসলো। পরদিন সকালে তিনি ফাত্বিমাহর ঘরে এসে জিজ্ঞেস করলেনঃ তুমি আমার কাছে কি দরকারে গিয়েছিলে? ফাত্বিমাহ চুপ রইলো। আমি {আলী} বলিলাম, হে আল্লাহর রাসূল! আমি বলছি। যাঁতা পিষতে পিষতে তার হাতে ফোসকা পড়ে গেছে, এবং কলসে করে পানি টানার কারণে তার কাঁধে দাগ পড়ে গেছে। আপনার নিকট কিছু সংখ্যক খাদেম আসলে আমি তাহাকে নির্দেশ করি যেন, আপনার কাছে গিয়ে খাদেম চেয়ে নেয়। যাতে তার কষ্ট কিছুটা লাঘব হয়। নাবী {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ হে ফাত্বিমাহ! আল্লাহকে ভয় করো, তোমার রব্বের নির্ধারিত ফরয আদায় করো এবং নিজের ঘরের কাজ নিজেই করো। আর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদু লিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করিবে। এভাবে একশো পূর্ণ হইবে। এটা তোমার জন্য খাদেমের চেয়েও উত্তম। ফাত্বিমাহ {রাদি.} বলিলেন, আমি আল্লাহ ও তাহাঁর রাসূলের প্রতি সন্তুষ্ট।
দুর্বলঃ যঈফাহ {১৭৮৭}। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
গোনাহ মোচনের দু‘আ ও তাসবীহ
Reviews
There are no reviews yet.