Select Page

ছালাতুল ঈদাইন (সহীহ হাদীসের মানদণ্ডে)

৳ 10.00

Description

ছালাতুল ঈদাইন (সহীহ হাদীসের মানদণ্ডে)

ছালাতুল ঈদাইন (সহীহ হাদীসের মানদণ্ডে)
ঈদাইন বা দু ঈদের নামাজ
লু লু ওয়াল মারজান ৫০৫
ইবনি জুরাইজ {রহমাতুল্লাহি আ:} হইতে বর্ণীত আছেঃ
হাসান ইবনি মুসলিম {রহমাতুল্লাহি আ:} তাউস {রহমাতুল্লাহি আ:} এর মাধ্যমে ইবনি আববাস {রাজি.}বর্ণনা করিয়াছেন, আমি নাবী {সাল্লাল্লাহু আঃ}, আবু বাক্র, উমার ও উসমান {রাজি.}-এর সঙ্গে ঈদুল ফিত্রে উপস্থিত ছিলাম। তাঁরা খুত্বাহ্র পূর্বে নামাজ আদায় করিতেন, পরে খুত্বাহ দিতেন। নাবী {সাল্লাল্লাহু আঃ} বের হলেন, আমি যেন দেখিতে পাচ্ছি তিনি হাতের ইঙ্গিতে {লোকদের} বসিয়ে দিচ্ছেন। তখন নাবী {সাল্লাল্লাহু আঃ} কুরআনের এ আয়াত পাঠ করলেনঃ ………….. “হে নাবী! যখন ঈমানদার মহিলাগণ আপনার নিকট এ শর্তে বায়আত করিতে আসেন….. -{মুমতাহিনাঃ ১২}। এ আয়াত শেষ করে নাবী {সাল্লাল্লাহু আঃ} তাহাদের জিজ্ঞেস করিলেন, তোমরা এ বায়আতের উপর আছ? তাঁদের মধ্যে একজন মহিলা বলিল, হাঁ, সে ছাড়া আর কেউ এর জবাব দিল না। হাসান {রহমাতুল্লাহি আ:} জানেন না, সে মহিলা কে? অতঃপর নাবী {সাল্লাল্লাহু আঃ} বললেনঃ তোমরা সাদাকাহ কর। সে সময় বিলাল {রাজি.} তাহাঁর কাপড় প্রসারিত করে বলিলেন, আমার মা-বাপ আপনাদের জন্য কুরবান হোক, আসুন, আপনারা দান করুন। তখন নারীগণ তাঁদের ছোট-বড় আংটিগুলো বিলাল {রাজি.}-এর কাপড়ের মধ্যে ফেলতে লাগলেন। আবদুর রায্যাক {রহমাতুল্লাহি আ:} বলেন, ………….. হলো বড় আংটি যা জাহিলী যুগে ব্যবহৃত হতো। {বোখারী হাদিস পর্ব ১৩ : /১৯ হাঃ ৯৭৯, মুসলিম ৮/১, হাঃ ৮৮৪} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস

লু লু ওয়াল মারজান ৫০৬
জাবির ইবনি আবদুল্লাহ্ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী ঈদুল ফিত্রের দিন দাঁড়িয়ে নামাজ আদায় করিলেন, পরে খুত্বাহ দিলেন। খুত্বাহ শেষে নেমে নারীদের নিকট আসলেন এবং তাঁদের নসীহত করিলেন। তখন তিনি বিলাল {রাজি.}-এর হাতের উপর ভর দিয়ে ছিলেন এবং বিলাল {রাজি.} তাহাঁর কাপড় প্রসারিত করে ধরলেন। এতে নারীগণ দান সামগ্রী ফেলতে লাগলেন। {বোখারী হাদিস পর্ব ১৩ : /১৯ হাঃ ৯৭৮, মুসলিম হাদিস পর্ব ৮ হাঃ ৮৮৫} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস

লু লু ওয়াল মারজান ৫০৭
حديث ابْنِ عَبَّاسٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالاَ: لَمْ يَكُنْ يُؤَذَّنُ يَوْمَ الْفِطْرِ وَلاَ يَوْمَ الأَضْحَى
ইবনি আব্বাস {রাজি.} ও জাবির ইবনি আবদুল্লাহ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
ঈদুল ফিতরের সলাতে কিংবা ঈদুল আযহার সলাতে আযান দেয়া হত না। {বোখারী হাদিস পর্ব ১৩ : /৭ হাঃ ৯৬০, মুসলিম হাঃ ,} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস

লু লু ওয়াল মারজান ৫০৮
রাবী হইতে বর্ণীত আছেঃ
আমাকে আতা {রহমাতুল্লাহি আ:} বলেছেন যে, ইবনি যুবায়র {রাজি.} এর বায়আত গ্রহণের প্রথম দিকে ইবনি আব্বাস {রাজি.} এ বলে লোক পাঠালেন যে, ঈদুল ফিত্রের সলাতে আযান দেয়া হতো না। এবং খুত্বাহ দেয়া হতো নামাজের পরে। {বোখারী হাদিস পর্ব ১৩ : /৭ হাঃ ৯৫৯, মুসলিম হাঃ ,} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস

ছালাতুল ঈদাইন (সহীহ হাদীসের মানদণ্ডে)

Reviews

There are no reviews yet.

Be the first to review “ছালাতুল ঈদাইন (সহীহ হাদীসের মানদণ্ডে)”

Your email address will not be published. Required fields are marked *