Select Page

পথের সন্ধান

৳ 20.00

Description

পথের সন্ধান

পথের সন্ধান বই

সুনান আবু দাউদ ৪৯৮১
আদী ইবন হাতিম {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
এক বক্তা নাবী {সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম} এর উপস্থিতিতে বক্তৃতা করিতে গিয়ে বললোঃ “যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করলো সে সঠিক পথ পেলো আর যে তাহাদের আদেশ অমান্য করলো-এ পর্যন্ত বলার পর তিনি {সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম} বলিলেন, ওঠো। অথবা তিনি বলিলেন, চলে যাও। কারণ তুমি কতই না খারাপ বক্তা।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৫০৩৩
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ যদি কেউ হাঁচি দেয় তাহলে সে বলবেঃ আলহামদু লিল্লাহি আলা কুল্লি হাল {সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য}। আর তার ভাই অথবা সাথী বলবেঃ ইয়ারহামুকাল্লাহ”। আর হাঁচিদাতা বলবেঃ ইয়াহ্দীকুমুল্লাহু ওয়া ইউসলিহু সালাকুম {আল্লাহ তোমাদের সঠিক পথ দেখান এবং তোমাদের সংশোধন করুন}।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

সুনান আবু দাউদ ৫০৪০
ইয়াঈশ ইবন তিখফাহ ইবন ক্বাইস আল-গিফারী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমার পিতা আসহাবে সুফ্ফার সদস্য ছিলেন। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমাদেরকে আয়িশাহ {রাদি.} এর ঘরে যেতে বলিলেন। আমরা সেখানে গেলে তিনি বলিলেন, হে আয়িশাহ! আমাদের আহারের ব্যবস্থা করো। তিনি হাশীশা পরিবেশন করিলেন এবং আমরা খেলাম। তারপর তিনি {সাল্লাল্লাহু আঃ} বলেলেনঃ হে আয়িশাহ! আমাদেরকে আরো খাবার দাও। এবার তিনি কবুতরের মত সামান্য হায়সা নিয়ে আসলেন এবং আমরা খেয়ে নিলাম। তারপর তিনি বলিলেন, হে আয়িশাহ! আমাদেরকে পান করাও। অতঃপর তিনি এক গামলা দুধ আনলেন এবং আমরা পান করলাম। পুনরায় তিনি আয়িশাহ {রাদি.}-এর নিকট পানীয় চাইলে তিনি ছোট এক পেয়ালা পরিবেশন করিলেন এবং আমরা তা পান করলাম। এবার তিনি বলিলেনঃ ইচ্ছা করলে তোমরা এখানে ঘুমাতে পারো নতুবা মসজীদে চলে যাও। আমার পিতা বলেন, আমার বুকের ব্যথার কারণে আমি মসজীদে উপুড় হয়ে শুয়ে থাকলাম। এমতাবস্থায় এক ব্যক্তি আমাকে তাহাঁর পা দিয়ে নাড়া দিয়ে বলিলেন, এভাবে শোয়া আল্লাহ ঘৃণা করেন। বর্ণনাকারী বলেন, আমি চোখ তুলে দেখলাম যে, তিনি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}। (৫০৩৮)

যয়ীফ মুযতারিব।(৫০৩৮) ইবন মাজাহ, নাসায়ীর সুনানুল কুবরা, আহমাদ। সনদের ত্বাখফাকে চেনা যায়নি।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল মুযতারিব

পথের সন্ধান

Reviews

There are no reviews yet.

Be the first to review “পথের সন্ধান”

Your email address will not be published. Required fields are marked *