Description
পবিত্রতা, ওযু এবং সলাত (নামায)
পবিত্রতা, ওযু এবং সলাত (নামায)
সুনান ইবনে মাজাহ ৩৪১২
আয়েশা [রাজি.], হইতে বর্ণীত আছেঃ
আমি রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর জন্য রাতের বেলা তিনটি পাত্র রাখতাম এবং তিনটিই ঢেকে রাখতাম। একটি তাহাঁর পবিত্রতা অর্জনের জন্য, একটি তাহাঁর মিসওয়াকের জন্য, একটি তাহাঁর পান করার জন্য। [৩৪১২]তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ দুর্বল।
[৩৪১২] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। জইফ ইবন মাজাহ ৮০, ৩৬১। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ জইফ। উক্ত হাদিসের রাবি ১. হারামী বিন উমারাহ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ঈমাম দারাকুতনী বলেন, তিনি সিকাহ। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী। [তাহজিবুল কামালঃ রাবী নং ১১৬৯, ৫/৫৫৬ নং পৃষ্ঠা] ২. হারীশ বিন খিররীত সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, আমি তাহাকে চিনি না। আবু হাতিম আর-রাযী বলেন, তাহার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি দুর্বল। [তাহজিবুল কামালঃ রাবী নং ১১৭৮, ৫/৫৮৩ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনান ইবনে মাজাহ ৩৭৩২
আবু হুরাইরাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
যায়নাব [রাজি.] এর নাম ছিলো বাররাহ [পুণ্যবতী]। এতে বলাবলি হলো যে, তিনি নিজেই নিজের পবিত্রতা প্রকাশ করছেন। তখন রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] তাহার নাম রাখলেন যায়নাব। [৩০৬৪][৩০৬৪] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৬১৯২, মুসলিম ২১৪১, আহমাদ ৯২৭৬, ৯৫৯৮, দারেমী ২৬৯৮। সহীহাহ ২১১।এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনান ইবনে মাজাহ ৩৮০৭
আবু হুরাইরাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি একটি চারাগাছ রোপণরত অবস্থায় রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] তাহার নিকট দিয়ে যেতে জিজ্ঞেস করিলেন ঃ আবু হুরাইরাহ! কী রোপণ করছো? আমি বললাম, আমার একটি চারা রোপণ করছি। তিনি বলেনঃ আমি কি তোমাকে এমন কিছু রোপণের কথা বলে দিবো না, যা তোমার জন্য এর চেয়েও উত্তম? তিনি বলেন, অবশ্যই, হে আল্লাহর রাসূল! তিনি বলেনঃ তুমি বলো, “সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার” [সমস্ত পবিত্রতা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর এবং আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই, আল্লাহ মহান]। প্রতিবারে বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি করে গাছ রোপিত হইবে। [৩১৩৯][৩১৩৯] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৬৪০৪, তিরমিজি ৩৪৬৬,৩৪৬৭,৩৯৫৬, আহমাদ ৭১২৭। আত তালীকুর রাগীব ২/২৪৪।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
পবিত্রতা, ওযু এবং সলাত (নামায)
Reviews
There are no reviews yet.