Select Page

পরকালের পাথেয়

৳ 25.00

Description

পরকালের পাথেয়

পরকালের পাথেয়

সুনান ইবনে মাজাহ ১৮৬৯
ফাতিমাহ বিনতু কায়স [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] আমাকে বলেন, “তোমার ইদ্দত পূর্ণ হলে আমাকে জানাবে। ” ইদ্দত শেষ হলে আমি তাহাঁকে অবহিত করলাম। এরপর মুআবিয়া, আবুল জাহম বিন সুখায়র ও উসামাহ বিন যায়দ [রাজি.] তাহাকে বিবাহের প্রস্তাব দেন। রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] [তাহাকে] বলেনঃ ” মুআবিয়া গরীব লোক, তাহার কোন সম্পদ নেই। আর আবুল জাহম স্ত্রীদের অধিক মারধর করে। তবে উসামাহ। ফাতিমাহ [রাজি.] দুবার হাত দিয়ে এভাবে ইশারা করে বলেন, উসামাহ, উসামাহ। রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] তাহাকে বলেনঃ “আল্লাহ্ ও তাহাঁর রাসূলের আনুগত্যই তোমার জন্যে কল্যাণকর। “ফাতিমাহ [রাজি.] বলেন, আমি তাহাকে বিবাহ করলাম এবং তাহার নেক আমল আমার জন্যে ঈর্ষণীয় ছিলে। ” [১৮৬৯] [১৮৬৯] মুসলিম ১৪৮০, তিরমিজি ১১৩৫, নাসাঈ ৩২২২, ৩২৩৭, ৩২৪৪, ৩২৪৫, ৩৫৪৫, ৩৫৫২, আবু দাউদ ২২৮৪, ২২৯০, আহমাদ ২৬৫৬০, ২৬৭৭৫, ২৬৭৮৭, ২৬৭৯১, ২৬৭৯৭, মুয়াত্তা মালিক ১২৩৪, দারেমী ২১৭৭, বায়হাকী ৭/১১১, মুসতাদরাক ৪/১৭৩। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনান ইবনে মাজাহ ২২৩৫
উমার ইবনল খাত্তাব [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ যে ব্যক্তি বাজারে প্রবেশকালে বলেঃ “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়ালাহুল হামদু য়ুহ্য়ী ওয়া য়ুমীতু ওয়া হুয়া হায়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খাইর কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন কাদীর” [আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তিনি এক, তাহাঁর কোন শরীক নাই, রাজত্ব তাহাঁরই এবং সমস্ত প্রশংসা তাহাঁরই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব, কখনো মরবেন না, তাহাঁর হাতেই সমস্ত কল্যাণ নিহিত এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান], আল্লাহ তাহার আমলনামায় এক লক্ষ পুণ্য লিপিবদ্ধ করেন, তাহাঁর এক লক্ষ গুনাহ মাফ করেন এবং তাহার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরী করেন। [২২৩৫] [২২৩৫] তিরমিজি ৩৪২৮, ৩৪২৯, আহমাদ ৩২৯, দারেমী ২৬৯২, তাখরীজুল মুখতাহার ১৭৬-১৭৮, আত-তালীকুর রাগীব ৩/৪, তাখরীজু কালিমুত তায়্যিব ২২৯। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবি আমর বিন দিনার সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি দুর্বল। ঈমাম তিরমিজি বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি দুর্বল ও মুনকার। ঈমাম বুখারী বলেন, তাহার ব্যাপারে সমালোচনা রয়েছে, তাহার হাদিসের অনুসরণ করা যাবে না। মুহাম্মাদ বিন আম্মার বলেন, তিনি দুর্বল। [তাহজিবুল কামালঃ রাবী নং ৪৩৬১, ২২/১৩ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস

পরকালের পাথেয়

Reviews

There are no reviews yet.

Be the first to review “পরকালের পাথেয়”

Your email address will not be published. Required fields are marked *