Description
প্রশ্নোত্তরে আক্বীদার মানদণ্ডে মুসলিম
প্রশ্নোত্তরে আক্বীদার মানদণ্ডে মুসলিম
সুনান আবু দাউদ ৩৬৪৩
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ কোন ব্যক্তি ইল্ম অর্জনের জন্য কোন পথ অবলম্বন করলে তার বিনিময়ে আল্লাহ্ তার জান্নাতের পথ সুগম করে দেন। যার আমল তাহাকে পিছিয়ে রেখেছে, তার বংশগৌরব তাহাকে এগিয়ে দিতে পারে না।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস।আহলে কিতাবের হাদিস বর্ণনা করা
সুনান আবু দাউদ ৩৬৪৪
ইবন আবু নামলাহ আল-আনসারী {রহমাতুল্লাহি আলাইহি} হইতে তার পিতার সূত্র হইতে বর্ণীত আছেঃ
একদা আবু নাম্লাহ {রাদি.} রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট বসা ছিলেন। এ সময় এক ইয়াহুদীও তাহাঁর নিকট বসা ছিল। তাহাঁর সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হলো। ইয়াহুদী বললো, হে মুহাম্মাদ! এই জানাযা {লাশ} কি কথা বলিতে পারে? নাবী {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ আল্লাহই অধিক জ্ঞাত। ইয়াহুদী বললো, সে {কবরে} কথা বলবে। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ কিতাবধারীরা তোমাদের যেসব কথাবার্তা বলে তা তোমরা বিশ্বাসও করো না এবং মিথ্যাও ভেবো না। তোমরা বলো, আমরা আল্লাহ্ ও তাহাঁর রাসূলের প্রতি ঈমান এনেছি। তাহাদের কথা যদি বাতিল হয় তাহলে তা বিশ্বাস করলে না আর যদি সত্য হয়ে থাকে তাহলে তোমরা মিথ্যাও মনে করলে না। (৩৬৪৪)দুর্বলঃ যঈফাহ {১৯৯১}। (৩৬৪৪) আহমাদ । এর সানাদে ইবন আবু নামলাহ মাক্ববূল ।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনান আবু দাউদ ৩৬৪৫
যায়িদ ইবন সাবিত {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমাকে ইয়াহুদীদের লেখা {ভাষা} শিখার আদেশ দিলেন। আমি তদনুযায়ী ইয়াহুদীদের লেখা শিখলাম। তিনি বলিলেনঃ আল্লাহ্র শপথ! ইয়াহুদীরা আমার পক্ষ হইতে সঠিক লিখবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। বর্ণনাকারী বলেন, পনের দিন যেতে না যেতেই আমি তাহাদের লেখা আয়ত্ত করে ফেললাম। তিনি চিঠিপত্র লেখানোর ইচ্ছা করলে আমি লিখে দিতাম এবং তার নিকট চিঠিপত্র এলে আমি তা তাঁকে পড়ে শুনাতাম।এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ ।জ্ঞানের কথা লিখে রাখা
সুনান আবু দাউদ ৩৬৪৬
আবদুল্লাহ ইবন আমর {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট যা কিছু শুনতাম লিখে রাখতাম। মনে রাখার জন্যই আমি এরূপ করতাম। কুরাইশরা আমাকে সবকিছু লিখতে বারণ করিলেন এবং বলিলেন, তুমি কি রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট হইতে শোনা সবকিছুই লিখে রাখো? তিনি তো একজন মানুষ, রাগ ও শান্ত উভয় অবস্থায় কথা বলে থাকেন। সুতরাং আমি লেখা স্থগিত রাখলাম। আমি এটা রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট উল্লেখ করলাম। তিনি আঙ্গুল দিয়ে তাহাঁর মুখের দিকে ইশারা করে বলিলেনঃ তুমি লিখে রাখো, সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! এ মুখ হইতে সর্বাবস্থায় সত্য ব্যতীত অন্য কিছু বের হয় না।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
প্রশ্নোত্তরে আক্বীদার মানদণ্ডে মুসলিম
Reviews
There are no reviews yet.