Select Page

ফিরিশ্তা-জগৎ

৳ 55.00

Description

ফিরিশ্তা-জগৎ

ফিরিশ্তা-জগৎ

সুনান আবু দাউদ ৫০৮৬
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} যখন সফর করিতেন তখন ভোর রাতে উপনীত হয়ে বলিতেনঃ শ্রবণকারী শ্রবণ করুন, আল্লাহ্র প্রশংসা করছি আমাদের প্রতি তাহাঁর নেয়ামতসমূহ ও আশির্বাদসহ। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৫০৮৭
আবু যার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে বলবেঃ “হে আল্লাহ! আমি যে কসমই করি, যে কথাই বলি, আর যে মান্নতই মানি, এসব কার্যকর হওয়ার জন্য রয়েছে তোমার ইচ্ছা। তুমি যা চাও তাই হয়, তুমি যা চাও না তা হয় না। হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও এবং আমার এগুলো আগ্রাহ্য করো। হে আল্লাহ! যার প্রতি তুমি দয়া করো তার প্রতি আমারও দুআ। তুমি যাকে অভিশাপ দাও তার প্রতি আমারও অভিশাপ”-এসব অকল্যাণ হইতে ঐ দিনের জন্য তাহাকে মুক্তি দেয়া হয়।(৫০৮৫)

তাহক্বিক আলবানীঃ সনদ যয়ীফ মাওকুফ।
(৫০৮৫) বায়হাক্বী। এর সনদ মুনকাতি । ক্বাসিম ইবন আবদুর রহমান হাদিসটি আবু যার হইতে শুনেননি । যেমন রয়েছে তাহযীব গ্রন্থে ।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল মাওকুফ
সুনান আবু দাউদ ৫০৮৮
আবান ইবন উসমান {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আমার পিতাহাকে বলিতে শুনিয়াছি এবং তিনি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-কে বলিতে শুনেছেনঃ যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবেঃ “আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও যমীনের কোন বস্তুই ক্ষতি করিতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।” সকাল হওয়া পর্যন্ত তার প্রতি কোন হঠাৎ বিপদ আসবে না। আর যে তা সকালে তিনবার বলবে সন্ধ্যা পর্যন্ত তার উপর কোন হঠাৎ বিপদ আসবে না। আবান {রাদি.} পক্ষাঘাতগ্রস্থ হলে যে লোকটি তার থেকে হাদিস শুনিয়াছিল, তার দিকে তাকাচ্ছিল। তখন আবান তাহাকে বলিলেন, তোমার কি হয়েছে! তুমি আমার দিকে তাকাচ্ছো কেনো? বিশ্বাস করো, আল্লাহর কসম! আমি উসমান {রাদি.}-এর প্রতি মিথ্যা আরোপ করিনি আর উসমান {রাদি.}-ও নাবী {সাল্লাল্লাহু আঃ}-এর প্রতি মিথ্যা আরোপ করেননি। তবে যেদিন আমি পক্ষাঘাতগ্রস্থ হয়েছি সেদিন আমি রাগের বশে তা বলিতে ভুলে গিয়েছি।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

সুনান আবু দাউদ ৫০৮৯
উসমান {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ}-সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরুপ বর্ণিত হয়েছে। বর্ণনাকারী এতে পক্ষাঘাতের ঘটনা উল্লেখ করেননি। (৫০৮৭) (৫০৮৭) আহমাদ ।
এই হাদিসটির তাহকীকঃ নির্ণীত নয়

ফিরিশ্তা-জগৎ

Reviews

There are no reviews yet.

Be the first to review “ফিরিশ্তা-জগৎ”

Your email address will not be published. Required fields are marked *