Description
বিদ‘আদ থেকে সাবধান
বিদ‘আদ থেকে সাবধান
ভাগচাষের ব্যাপারে কঠোরতা
সুনান আবু দাউদ ৩৩৯৪
ইবন শিহাব {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমাকে সালিম ইবন আবদুল্লাহ {রহমাতুল্লাহি আলাইহি} জানিয়েছেন, ইবন উমার {রাদি.} তার জমি ভাগচাষে খাটাতেন। তিনি যখন অবহিত হলেন, রাফি ইবন খাদীজ আল-আনসারী {রাদি.} বলিয়াছেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} ভাগচাষে জমি খাটাতে নিষেধ করেছেন, তখন আবদুল্লাহ {রাদি.} তার সাথে সাক্ষাৎ করিলেন। তিনি বলিলেন, হে ইবন খাদীজ! জমি বর্গা দেয়া সম্পর্কে আপনি রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} কাছ থেকে কি হাদিস বর্ণনা করেন? রাফি {রাদি.} আবদুল্লাহ ইবন উমারকে বলিলেন, আমি আমার দুই চাচার নিকট শুনিয়াছি, তারা উভয়ে বদরের যুদ্ধে যোগদান করেছিলেন, তারা নাবী {সাল্লাল্লাহু আঃ} এর পরিবারের কাছ থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} জমি বর্গা দিতে নিষেধ করেছেন। আবদুল্লাহ {রাদি.} বলেন, আল্লাহ্র শপথ! আমি জানতাম, রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} যুগে ভাগচাষ প্রচলন ছিলো। অতঃপর আবদুল্লাহ {রাদি.} এই আশংকা করেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এ বিষয়ে হয়তো নতুন কোন নির্দেশ দিয়েছেন যা তার জানা নেই। অতঃপর তিনি জমি বর্গা দেয়া বর্জন করেন।
ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আইয়ূব, উবাইদুল্লাহ, কাসীর ইবন ফারক্বাদ এবং মালিক এরা সকলেই রাফি হইতে খাদীজের মাধ্যমে হাদিসটি নাবী {সাল্লাল্লাহু আঃ} থেকে বর্ণনা করেছেন। আওযাই {রহমাতুল্লাহি আলাইহি} হাফ্স ইবন ইনান হইতে রাফি {রাদি.} সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, আমি হাদিসটি রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} কাছে শুনিয়াছি। অনূরূপভাবে যায়িদ ইবন আবু উনাইসাহ {রহমাতুল্লাহি আলাইহি} হাকীম হইতে রাফির মাধ্যমে ইবন উমার {রাদি.} সূত্রে বর্ণনা করেন, তিনি রাফির কাছে এসে জিজ্ঞেস করিলেন, আপনি কি রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} কাছে শুনেছেন? রাফি বলিলেন, হাঁ। এমনিভাবে ইকরিমাহ ইবন আম্মার {রহমাতুল্লাহি আলাইহি} আবুন-নাজ্জাশীর হইতে রাফি সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন আমি নাবী {সাল্লাল্লাহু আঃ} এর কাছে {এ হাদিস} শুনিয়াছি। আওযাঈ {রহমাতুল্লাহি আলাইহি} আবুন-নাজ্জাশী হইতে রাফি ইবন খাদীজের সূত্রে এবং তিনি তার চাচা যুহাইর ইবন রাফি সূত্রে নাবী {সাল্লাল্লাহু আঃ} থেকে হাদিসটি বর্ণনা করেছেন।
সহিহ ঃ নাসায়ী {৩৯০৪}।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৩৩৯৫
সুলায়মান ইবন ইয়াসার {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
রাফি ইবন খাদীজ {রাদি.} বলেন, আমরা রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} যুগে জমি ভাগচাষে খাটাতাম। তিনি উল্লেখ করিলেন, তার এক চাচা তার কাছে এসে বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} একটি কাজ বর্জন করিতে বলিয়াছেন, যা আমাদের জন্য লাভজনক ছিলো। কিন্ত আল্লাহ্ ও তাহাঁর রাসূলের আনুগত্য করা আমাদের জন্য তার চেয়েও অধিক লাভজনক ও কল্যাণকর। বর্ণনাকারী বলেন, আমরা বলিলাম, তা কীভাবে? তিনি বলিলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ যার জমি আছে সে নিজে তা চাষ করিবে অথবা তার ভাইকে যেন চাষ করিতে দেয়। সে যেন তা এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ অথবা নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য প্রদানের বিনিময়ে বর্গা না দেয়।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
বিদ‘আদ থেকে সাবধান
Reviews
There are no reviews yet.