Select Page

বিদ‘আদ থেকে সাবধান

৳ 20.00

Description

বিদ‘আদ থেকে সাবধান

বিদ‘আদ থেকে সাবধান
ভাগচাষের ব্যাপারে কঠোরতা
সুনান আবু দাউদ ৩৩৯৪
ইবন শিহাব {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমাকে সালিম ইবন আবদুল্লাহ {রহমাতুল্লাহি আলাইহি} জানিয়েছেন, ইবন উমার {রাদি.} তার জমি ভাগচাষে খাটাতেন। তিনি যখন অবহিত হলেন, রাফি ইবন খাদীজ আল-আনসারী {রাদি.} বলিয়াছেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} ভাগচাষে জমি খাটাতে নিষেধ করেছেন, তখন আবদুল্লাহ {রাদি.} তার সাথে সাক্ষাৎ করিলেন। তিনি বলিলেন, হে ইবন খাদীজ! জমি বর্গা দেয়া সম্পর্কে আপনি রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} কাছ থেকে কি হাদিস বর্ণনা করেন? রাফি {রাদি.} আবদুল্লাহ ইবন উমারকে বলিলেন, আমি আমার দুই চাচার নিকট শুনিয়াছি, তারা উভয়ে বদরের যুদ্ধে যোগদান করেছিলেন, তারা নাবী {সাল্লাল্লাহু আঃ} এর পরিবারের কাছ থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} জমি বর্গা দিতে নিষেধ করেছেন। আবদুল্লাহ {রাদি.} বলেন, আল্লাহ্র শপথ! আমি জানতাম, রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} যুগে ভাগচাষ প্রচলন ছিলো। অতঃপর আবদুল্লাহ {রাদি.} এই আশংকা করেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এ বিষয়ে হয়তো নতুন কোন নির্দেশ দিয়েছেন যা তার জানা নেই। অতঃপর তিনি জমি বর্গা দেয়া বর্জন করেন।
ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আইয়ূব, উবাইদুল্লাহ, কাসীর ইবন ফারক্বাদ এবং মালিক এরা সকলেই রাফি হইতে খাদীজের মাধ্যমে হাদিসটি নাবী {সাল্লাল্লাহু আঃ} থেকে বর্ণনা করেছেন। আওযাই {রহমাতুল্লাহি আলাইহি} হাফ্স ইবন ইনান হইতে রাফি {রাদি.} সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, আমি হাদিসটি রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} কাছে শুনিয়াছি। অনূরূপভাবে যায়িদ ইবন আবু উনাইসাহ {রহমাতুল্লাহি আলাইহি} হাকীম হইতে রাফির মাধ্যমে ইবন উমার {রাদি.} সূত্রে বর্ণনা করেন, তিনি রাফির কাছে এসে জিজ্ঞেস করিলেন, আপনি কি রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} কাছে শুনেছেন? রাফি বলিলেন, হাঁ। এমনিভাবে ইকরিমাহ ইবন আম্মার {রহমাতুল্লাহি আলাইহি} আবুন-নাজ্জাশীর হইতে রাফি সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন আমি নাবী {সাল্লাল্লাহু আঃ} এর কাছে {এ হাদিস} শুনিয়াছি। আওযাঈ {রহমাতুল্লাহি আলাইহি} আবুন-নাজ্জাশী হইতে রাফি ইবন খাদীজের সূত্রে এবং তিনি তার চাচা যুহাইর ইবন রাফি সূত্রে নাবী {সাল্লাল্লাহু আঃ} থেকে হাদিসটি বর্ণনা করেছেন।

সহিহ ঃ নাসায়ী {৩৯০৪}।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৩৩৯৫
সুলায়মান ইবন ইয়াসার {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
রাফি ইবন খাদীজ {রাদি.} বলেন, আমরা রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} যুগে জমি ভাগচাষে খাটাতাম। তিনি উল্লেখ করিলেন, তার এক চাচা তার কাছে এসে বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} একটি কাজ বর্জন করিতে বলিয়াছেন, যা আমাদের জন্য লাভজনক ছিলো। কিন্ত আল্লাহ্ ও তাহাঁর রাসূলের আনুগত্য করা আমাদের জন্য তার চেয়েও অধিক লাভজনক ও কল্যাণকর। বর্ণনাকারী বলেন, আমরা বলিলাম, তা কীভাবে? তিনি বলিলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ যার জমি আছে সে নিজে তা চাষ করিবে অথবা তার ভাইকে যেন চাষ করিতে দেয়। সে যেন তা এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ অথবা নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য প্রদানের বিনিময়ে বর্গা না দেয়।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

বিদ‘আদ থেকে সাবধান

Reviews

There are no reviews yet.

Be the first to review “বিদ‘আদ থেকে সাবধান”

Your email address will not be published. Required fields are marked *