Description
বিশুদ্ধ সিয়াম নির্দেশিকা
বিশুদ্ধ সিয়াম নির্দেশিকা
সুনান আবু দাউদ ৪৬৭৭
ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা আবদুল ক্বাইস গোত্রের প্রতিনিধি দল রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট এলে তিনি তাহাদেরকে আল্লাহ্র প্রতি ঈমান আনার নির্দেশ দেন। তিনি বলিলেন, তোমরা কি জানো এক আল্লাহ্র উপর ঈমান আনা কী? তারা বলিলেন, আল্লাহ্ ও তাহাঁর রাসূলই বেশী জানেন। তিনি বলিলেন, আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহ্র রাসূল-এর সাক্ষ্য দেয়া, সলাত ক্বায়িম করা, যাকাত দেয়া এবং রমযান মাসের সিয়াম পালন করা। এছাড়া তোমরা গণীমাতের এক-পঞ্চমাংশ জমা দিবে।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৪৬৯৭
ইবন ইয়ামুর {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
ইবন ইয়ামুর {রাদি.} সূত্রে এ হাদিস কম-বেশি বক্তব্যসহ বর্ণিত হয়েছে। তিনি বলিলেন, ইসলাম কি? তিনি {রাদি.} বলিলেন, সলাত কায়িম করা, যাকাত দেয়া, বায়তুল্লাহর হাজ্জ করা, রমযান মাসের সওম রাখা এবং জানাবাতের গোসল করা। ঈমাম আবু দাউদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আলক্বামাহ ইবন মারসাদ হলেন মুরজিয়া সম্প্রদায়ভুক্ত।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ১৯৮৯
উম্মু মাক্বিল {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} যখন বিদায় হাজ্জ গমন করেন তখন আমাদের একটি মাত্র উট ছিলো, সেটাও আবু মাক্বিল {রাদি.} আল্লাহর পথে {জিহাদে} সদাক্বাহ করেছেন। এদিকে আমরা অসুস্থ হলাম এবং আবু মাক্বিলও মৃত্যুবরণ করিলেন। আর নাবী {সাল্লাল্লাহু আঃ} {হাজ্জে} চলে গেলেন। তিনি হাজ্জ সম্পন্ন করার পর আমি তাহাঁর কাছে আসলে তিনি বলিলেনঃ হে উম্মু মাক্বিল! আমাদের সাথে যেতে তোমাকে কিসে বাধা দিয়েছে? তিনি বলিলেন, আমরা তো প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আবু মাক্বিল মারা গেলেন। আমাদের যে উটটি ছিলো, যা দ্বারা আমি হাজ্জ সম্পন্ন করিতে চেয়েছিলাম, সেটাকেও আবু মাক্বিল আল্লাহর পথে দান করার ওয়াসিয়্যাত করেছেন। তিনি বলিলেন, তুমি সেটা নিয়েই বের হলে না কেন? কারণ হাজ্জ করাও আল্লাহর পথের সদৃশ! তুমি যখন আমাদের সাথে এ হাজ্জ করিতে পারলে না সুতরাং রমযান মাসে উমরাহ আদায় করো। কেননা এ সময়ের উমরাহ হাজ্জের সমতুল্য। এরপর থেকে উম্মু মাক্বিল প্রায়ই বলিতেন, হাজ্জ হাজ্জই এবং উমরাহ উমরাহই। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} একথা কেবল আমার জন্যই বলিয়াছেন নাকি সবার জন্য তা আমি অবহিত নই। (১৯৮৯)
সহিহ, তার এ কথাটি বাদে ঃ “তিনি প্রায়ই বলিতেন …।”এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
বিশুদ্ধ সিয়াম নির্দেশিকা
Reviews
There are no reviews yet.