Select Page

মরণকে স্মরণ

৳ 50.00

Description

মরণকে স্মরণ

মরণকে স্মরণ

লু লু ওয়াল মারজান ৫৫৮
জাবির ইবনি আবদুল্লাহ্ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, নাবী {সাল্লাল্লাহু আঃ} বললেনঃ আজ হাবাশা দেশের {আবিসিনিয়ার} একজন পুণ্যবান লোকের মৃত্যু হয়েছে, তোমরা এসো তাহাঁর জন্য {জানাযার} নামাজ আদায় কর। বর্ণনাকারী বলেন, আমরা তখন কাতারবন্দী হয়ে দাঁড়ালে নাবী {সাল্লাল্লাহু আঃ} {জানাযার} নামাজ আদায় করিলেন, আমরা ছিলাম কয়েক কাতার। আবু যুবাইর {রহমাতুল্লাহি আ:} জাবির {রাজি.} হইতে বর্ণনা করেন, জাবির {রাজি.} বলেছেন, আমি দ্বিতীয় কাতারে ছিলাম। {বোখারী হাদিস পর্ব২৩ : /৫৫ হাঃ ১৩২০, মুসলিম ১১/২২ হাঃ ৯৫২} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মারজান ৫৮৮
আয়িশাহ্ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, এক ব্যক্তি নাবী {সাল্লাল্লাহু আঃ}-কে বলিলেন, আমার মায়ের আকস্মিক মৃত্যু ঘটে, কিন্তু আমার বিশ্বাস তিনি {মৃত্যুর পূর্বে} কথা বলিতে সক্ষম হলে কিছু সদাকাহ করে যেতেন। এখন আমি তাহাঁর পক্ষ হইতে সদাকাহ করলে তিনি এর প্রতিফল পাবেন কি? তিনি (নাবী {সাল্লাল্লাহু আঃ}) বলিলেন, হ্যাঁ। {বোখারী হাদিস পর্ব ২৩ : /৯৫ হাঃ ১৩৮৮, মুসলিম ১২/১৫, হাঃ ১০০৪}এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মারজান ৬১৪
হাকিম ইবনি হিযাম {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি আল্লাহর রসূল{সাল্লাল্লাহু আঃ}-এর নিকট কিছু চাইলাম, তিনি আমাকে দিলেন, আবার চাইলাম, তিনি আমাকে দিলেন, আবার চাইলাম, তিনি আমাকে দিলেন। অতঃপর বললেনঃ হে হাকিম! এই সম্পদ শ্যামল সুস্বাদু। যে ব্যক্তি প্রশস্ত অন্তরে {লোভ ব্যতীত} তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় হয়। আর যে ব্যক্তি অন্তরের লোভসহ তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় করা হয় না। যেন সে এমন ব্যক্তির মত, যে খায় কিন্তু তার ক্ষুধা মেটে না। উপরের হাত নিচের হাত হইতে উত্তম। হাকীম {রহমাতুল্লাহি আ:} বলেন, আমি বললাম, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, তাহাঁর কসম! হে আল্লাহর রসূল! আপনার পর মৃত্যু পর্যন্ত {সওয়াল করে} আমি কাউকে সামান্যতমও ক্ষতিগ্রস্ত করবো না। এরপর আবু বকর {রাজি.} হাকীম {রহমাতুল্লাহি আ:}-কে অনুদান গ্রহণের জন্য ডাকতেন, কিন্তু তিনি তাহাঁর কাছ হইতে তা গ্রহণ করিতে অস্বীকার করিতেন। অতঃপর উমার {রাজি.} {তাহাঁর যুগে} তাঁকে কিছু দেয়ার জন্য ডাকলেন। তিনি তাহাঁর কাছ হইতেও কিছু গ্রহণ করিতে অস্বীকার করেন। উমার {রাজি.} বলিলেন, মুসলিমগণ! হাকিম {রহমাতুল্লাহি আ:}-এর ব্যাপারে আমি তোমাদের সাক্ষী রাখছি। আমি তাহাঁর এই গনীমত হইতে তাহাঁর প্রাপ্য পেশ করেছি, কিন্তু সে তা গ্রহণ করিতে অস্বীকার করেছে। {সত্য সত্যই} আল্লাহর রসূল{সাল্লাল্লাহু আঃ}-এর পর হাকীম {রাজি.} মৃত্যু অবধি কারো নিকট কিছু চেয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করেননি। {বোখারী হাদিস পর্ব ২৪ : /৫০ হাঃ ১৪৭২, মুসলিম ১২/৩২, হাঃ ১০৩৫} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস

মরণকে স্মরণ

Reviews

There are no reviews yet.

Be the first to review “মরণকে স্মরণ”

Your email address will not be published. Required fields are marked *