Select Page

মহান আল্লাহর নাম ও গুণাবলী

৳ 100.00

Description

মহান আল্লাহর নাম ও গুণাবলী

মহান আল্লাহর নাম ও গুণাবলী

লু লু ওয়াল মারজান ৫৫২
আবু হুরায়রাহ ও আয়েশা {রাযি} হইতে বর্ণীত আছেঃ
ইবনি উমার {রাজি.} বর্ণনা করিয়াছেন, আবু হুরায়রাহ {রাজি.} বলিতেন, যে ব্যক্তি জানাযার অনুসরণ করলো তার জন্য এক কীরাত। তিনি অতিরিক্ত বলেছেন এ বিষয়ে আবু হুরাইরা {রাজি.}-কে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, আমিও আল্লাহর রসূল {সাল্লাল্লাহু আঃ}-কে এ হাদীস বলিতে শুনিয়াছি। ইবনি উমার {রাজি.} বলিলেন, তা হলে তো আমরা অনেক কীরাত {সাওয়াব} হারিয়ে ফেলেছি। ………….. এর অর্থ আল্লাহর আদেশ খুইয়েছি। {বোখারী হাদিস পর্ব ২৩ : /৫৮ হাঃ ১৩২৪, মুসলিম ১১/১৭ হাঃ ৯৪৫}এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
১১/২০.
যে মৃত সম্পর্কে প্রশংসা করা হয়েছে অথবা মন্দ বলা হয়েছে।
লু লু ওয়াল মারজান ৫৫৩
আনাস ইবনি মালিক {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, কিছু সংখ্যক সাহাবী একটি জানাযার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তাঁরা তার প্রশংসা করিলেন। তখন নাবী {সাল্লাল্লাহু আঃ} বললেনঃ ওয়াজিব হয়ে গেল। একটু পরে অপর একটি জানাযা অতিক্রম করিলেন। তখন তাঁরা তার নিন্দাসূচক মন্তব্য করিলেন। {এবারও} নাবী {সাল্লাল্লাহু আঃ} বললেনঃ ওয়াজিব হয়ে গেল। তখন উমার ইবনিল খাত্তাব {রাজি.} আরয করিলেন, {হে আল্লাহর রসূল!} কী ওয়াজিব হয়ে গেল? তিনি বললেনঃ এ {প্রথম} ব্যক্তি সম্পর্কে তোমরা উত্তম মন্তব্য করলে, তাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর এ {দ্বিতীয়} ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দাসূচক মন্তব্য করায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তোমরা তো পৃথিবীতে আল্লাহর সাক্ষী। {বোখারী হাদিস পর্ব ২৩ : /৮৬ হাঃ ১৩৬৭, মুসলিম ১১/১৯, হাঃ ৯৪৯}

এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
১১/২১.
যারা নিস্কৃতি পেয়েছে অথবা নিস্কৃতি দিয়েছে তাহাদের সম্পর্কে যা কিছু বর্ণীত হয়েছে।
লু লু ওয়াল মারজান ৫৫৪
ক্বাতাদাহ ইবনি রিবঈ আনসারী {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
একবার রাসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আঃ}-এর পাশ দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হলো। তিনি তা দেখে বললেনঃ সে শান্তি প্রাপ্ত অথবা তার থেকে শান্তিপ্রাপ্ত। লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! মুস্তারিহ ও মুস্তারাহ মিনহু-এর অর্থ কী? তিনি বললেনঃ মুমিন বান্দা মরে যাবার পর দুনিয়ার কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আল্লাহর রহমতের দিকে পৌঁছে শান্তি প্রাপ্ত হয়। আর গুনাহগার বান্দা মরে যাবার পর তার আচার-আচরণ থেকে সকল মানুষ, শহর-বন্দর, গাছ-পালা ও প্রাণীকুল শান্তিপ্রাপ্ত হয়। {বোখারী হাদিস পর্ব ৮১ : /৪২ হাঃ ৬৫১২, মুসলিম ১১/২১ হাঃ ৯৫০} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস১১/২২.
জানাযাহ্র তাকবীর সংক্রান্ত।

মহান আল্লাহর নাম ও গুণাবলী

Reviews

There are no reviews yet.

Be the first to review “মহান আল্লাহর নাম ও গুণাবলী”

Your email address will not be published. Required fields are marked *