Description
মহিলাদের ঈদগাহে উপস্থিতি ও দু‘আয় যোগদান ওয়াজিব
মহিলাদের ঈদগাহে উপস্থিতি ও দু‘আয় যোগদান ওয়াজিব
সুনান আবু দাউদ ২৩৩৯
রিবঈ ইবন হিরাশ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে নাবী {সাল্লাল্লাহু আঃ} এর জনৈক সাহাবী হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রমাযানের শেষদিন সম্পর্কে লোকদের মধ্যে মত পার্থক্য দেখা দিলো, এমতাবস্হায় দুজন বেদুঈন এসে নাবী {সাল্লাল্লাহু আঃ} কাছে আল্লাহর নামে শপথ করে সাক্ষ্য দিলেন যে, তারা উভয়ে গতকাল সন্ধ্যার চাঁদ দেখেছেন। সুতরাং নাবী {সাল্লাল্লাহু আঃ} লোকদের সওম ভঙ্গ করার নির্দেশ দিলেন। খালফ {রহমাতুল্লাহি আলাইহি} তার হাদিসে বর্ণনা করেন যে, তিনি {সাল্লাল্লাহু আঃ} তাহাদেরকে সকালে তাহাদের ঈদগাহে গমনের নির্দেশ দিয়েছেন।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৪৪৩০
জাবির ইবন আবদুল্লাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
একদা আসলাম গোত্রের জনৈক ব্যাক্তি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট এসে যেনার কথা স্বীকার করলে তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সে আবারো সাক্ষ্য দিলো। তিনি তার থেকে মুখ ফিরিয়ে নেন। এরূপ সে চারবার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিলো। অতঃপর নাবী {সাল্লাল্লাহু আঃ} তাহাকে প্রশ্ন করেনঃ তোমার পাগলামী রোগ আছে নাকি? সে বললো, না। তিনি পুনরায় প্রশ্ন করলেনঃ তুমি কি বিবাহিত? সে বললো, হাঁ। বর্ণনাকারী বলেন, নাবী {সাল্লাল্লাহু আঃ} তাহাকে পাথর মারার আদেশ দিলেন। ঈদগাহে তাহাকে পাথর মারা হয়। পাথরের আঘাত যখন তাহাকে সন্ত্রস্ত করে তুললো সে পালাতে লাগলো। অতঃপর তাহাকে ধরে এনে পাথর মেরে হত্যা করা হলো। নাবী {সাল্লাল্লাহু আঃ} তার সম্পর্কে উত্তম কথা বলিলেন, তবে তার জানাযা পড়েননি।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ১৬১০
ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} লোকেরা সলাতের উদ্দেশে {ঈদগাহে} যাওয়ার পূর্বেই আমাদেরকে সদাক্বাতুল ফিতর প্রদান করিতে নির্দেশ দিয়েছেন। নাফি {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, ইবন উমার {রাদি.} ঈদের একদিন ও দুইদিন পূর্বেই তা আদায় করিতেন। সহীহঃ সহিহ বুখারী ও সহিহ মুসলিম ইবন উমারের কর্ম বাদে। অনুরূপ বুখারীতে।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ১৬১৯
আবদুল্লাহ ইবন আবু সুআইর {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেন, ছোট, বড়, স্বাধীন, গোলাম, পুরুষ
অথবা নারী প্রত্যেক দুইজনের উপর এক সা গম {ফিতরাহ} নির্ধারিত। আল্লাহ তোমাদের ধনীদেরকে এ দ্বারা পবিত্র করবেন এবং তোমাদের দরিদ্রদেরকে আল্লাহ তাহাদের দানের চাইতে অধিক দিবেন। সুলায়মান তার বর্ণনায় ধনী ও দরিদ্র শব্দ বৃদ্ধি করেছেন।
১৬১৯. আহমাদ, বায়হাক্বী, দারাকুতনী {হাঃ ৪১}। সনদের নুমান ইবন রাশিদ সম্পর্কে হাফিয বলেন, সত্যবাদী, কিন্তু স্মরণশক্তি খারাপ।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
মহিলাদের ঈদগাহে উপস্থিতি ও দু‘আয় যোগদান ওয়াজিব
Reviews
There are no reviews yet.