Description
মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহ্হাব (রহ)
মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহ্হাব (রহ)
গোলাম ক্রয়-বিক্রয়।
সহিহ ইবনে মাজাহ ২২৫১
আদ্দা বিন খালিদ বিন হওযাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আদ্দা বিন খালিদ বিন হাওয়া [রাজি.] আমাকে বলিলেন, আমি কি তোমাকে সেই পত্র পড়ে শুনাবো না, যা রাসূলুল্লাহ[সাল্লাল্লাহু আঃ] আমাকে লিখেছিলেন? রাবী বলেন, আমি বললাম, হাঁ। অতএব তিনি আমার সামনে একখানি পত্র বের করিলেন, যাতে লেখা ছিলঃ “আদ্দা বিন খালিদ বিন হাওয়া আল্লাহর রাসূল মুহাম্মাদের নিকট থেকে যা ক্রয় করিয়াছেন এটা তাহার দলীল। সে তাহাঁর নিকট থেকে একটি গোলাম বা বাঁদী ক্রয় করেছে, যাহার কোন রোগ-ব্যাধি নাই, যা চুরিকৃতও নয় এবং হারাম মালও নয়। এ হলো দু মুসলমানের পারস্পারিক ক্রয়-বিক্রয়”। [২২৫১][২২৫২১] তিরমিজি ১২১৬, তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবি আব্বাদ বিন লায়স সম্পর্কে আবু জাফার আল-উকায়লী বলেন, তাহার হাদিসের অনুসরণ করা যাবে না। আহমাদ বিন শুআয়ব আন-নাসাঈ বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল। [তাহজিবুল কামালঃ রাবী নং ৩০৯২, ১৪/১৫৪ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
মুদ্রার নগদ বিনিময় এবং যে সব বস্তু কম-বেশী করে বিনিময় করা জায়েয নয়।
সহিহ ইবনে মাজাহ ২২৫৩
উমার ইবনল খাত্তাব [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ নগদ আদান প্রদান না হলে সোনার বিনিময়ে স্বর্ণমুদ্রা গ্রহণ সুদের অন্তর্ভুক্ত। গমের বিনিময়ে গম নগদ বিনিময় না হলে সূদ হইবে। বার্লির সাথে বার্লির নগদ বিনিময় না হলে সূদ হইবে। খেজুরের সাথে খেজুরের নগদ বিনিময় না হলে সূদ হইবে। [২২৫৩] [২২৫৩] ইবন মাজাহ ২২৫৯, ২২৬০, সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ২১৩৪, ২১৭০, ২১৭৪, মুসলিম ১৫৮৬, তিরমিজি ১২৪৩, নাসাঈ ৪৫৫৮, আবু দাউদ ৩৩৪৮, আহমাদ ১৬৩, ২৪০, ৩১৬, মুয়াত্তা মালিক ১৩২৮, ১৩৩৩, দারেমী ২৫৭৮, ইরওয়া ১৩৪৭, রাওদুন নাদীর ৭২৯। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সহিহ ইবনে মাজাহ ২২৫৪
উবাদাহ ইবনস সামিত [রাজি. হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, কোন এক গির্জায় অথবা ইহূদীদের ইবাদতখানায় উবাদা ইবনস সামিত [রাজি.] ও মুআবিয়া [রাজি.] এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। উবাদা ইবনস সামিত [রাজি.] তাহাদের নিকট হাদিস বর্ণনা প্রসঙ্গে বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] আমাদেরকে রুপার বিনিময়ে রুপা, সোনার বিনিময়ে সোনা, গমের বিনিময়ে গম, বার্লির বিনিময়ে বার্লি, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবনের বিনিময়ে লবন বিক্রয় করিতে নিষেধ করিয়াছেন। তিনি আমাদেরকে গমের বিনিময়ে বার্লি এবং বার্লির বিনিময়ে গম ওজনে কন-বেশি করে যেভাবে ইচ্ছা নগদ বিক্রয় করার অনুমতি দিয়েছেন। [২২৫৪] [২২৫৪] মাজাহ ১৮, মুসলিম ১৫৮৭, তিরমিজি ১২৪০, নাসাঈ ৪৫৬০, ৪৫৬১, ৪৫৬২, ৪৫৬৩, ৪৫৬৪, ৪৫৬৬, আবু দাউদ ৩৩৪৯, আহমাদ ২২১৭৫, ২২২১৭, ২২২২০, দারেমী ২৫৭৯, রাওদুন নাদীর ৭৪৯। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহ্হাব (রহ)
Reviews
There are no reviews yet.