Description
যাকাত ও খয়রাত
যাকাত ও খয়রাত
সহিহ ইবনে মাজাহ ১৭৮৫
আবু যাহার [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ কোন উট, ছাগল ও গরুর মালিক যদি এর যাকাত আদায় না করে, তবে এগুলো কিয়ামাতের দিন বিরাটকায় ও মোটাতাজা হয়ে উপস্থিত হইবে এবং মালিককে এদের শিং ও ক্ষুর দিয়ে আঘাত করিতে থাকিবে। [১৭৮৫] [১৭৮৫] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ১৪৬০,মুসলিম ৯৯০, তিরমিজি ৬১৭, নাসাঈ ২৪৪০, ২৪৫৬, আহমাদ ২০৮৪৪, ২০৮৯০, ২০৯৮০, তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
যাকাত বাবদ নিকৃষ্ট মাল দেয়া নিষেধ ।
সহিহ ইবনে মাজাহ ১৮২১
আওফ বিন মালিক আল-আশজাঈ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বাইরে এসে দেখেন যে, এক ব্যক্তি মাসজিদে কয়েকটি খেজুরের ছড়া ঝুলিয়ে রেখেছে। তাহাঁর হাতে ছিল একটি ছড়ি। তিনি ছড়ি দিয়ে এগুলোতে টোকা দিলেন এবং বললেনঃ ইচ্ছা করিলে এই দানকারী আরও উৎকৃষ্টগুলো দান করিতে পারতো। এই দানের মালিক কিয়ামাতের দিন তাহার নিকৃষ্ট মালই খেতে পাবে। [১৮২১][১৮২১] নাসাঈ ২৪৯৩, আবু দাউদ ১৬০৮, আহমাদ ২৩৪৫৬, সহীহ আবু দাউদ ১৪২৬। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবি আবদুল হামিদ বিন জাফার সম্পর্কে ইবন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আহমাদ বিন শুআয়ব আন-নাসাঈ বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো সন্দেহ করেন, তাহার শীয়া মতাবলম্বী হওয়ার ব্যাপারে অভিযোগ রয়েছে। সুফইয়ান আস-সাওরী বলেন, তাহার মাঝে দুর্বলতা রয়েছে। [তাহজিবুল কামালঃ রাবী নং ৩৭০৯, ১৬/৪১৬ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
সহিহ ইবনে মাজাহ ১৮১৭
আবদুল্লাহ বিন উমার [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
আমি রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-কে বলিতে শুনেছিঃ বৃষ্টি, নদী ও ঝর্ণার পানিতে সিক্ত জমিনের ফসলের উশর [এক-দশমাংশ] এবং পানিসেচ দ্বারা সিক্ত জমিনের উৎপন্ন ফসলে অর্ধ-উশর [বিশ ভাগের এক ভাগ] যাকাত দিতে হইবে। [১৮১৭] [১৮১৭] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ১৪৮৩, তিরমিজি ৬৪০, নাসাঈ ২৪৮৮, আবু দাউদ ১৫৯৬, ইরওয়াহ ৭৯৯, তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
যাকাত ও খয়রাত
Reviews
There are no reviews yet.