Description
যাকাতুল ফিতর
যাকাতুল ফিতর
সহিহ ইবনে মাজাহ ৩৯৭৩
মুআয বিন জাবাল [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি এক সফরে নবী রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] -এর সাথে ছিলাম। একদিন ভোরবেলা আমি তাহাঁর সাথে পথ অতিক্রমকালে তাহাকে বললাম, হে আল্লাহর রাসূল! আমাকে এমন একটি কাজের কথা বলে দিন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দুরে রাখবে। তিনি বলেনঃ তুমি এক কঠিন প্রশ্ন করিলে। তবে বিষয়টি যাহার জন্য আল্লাহ সহজ করেন তাহার জন্য সহজ। তুমি আল্লাহর ইবাদত করো, তাহার সাথে অন্য কিছু শরীক করিবে না। নামায কায়েম করো, যাকাত দাও, রমাদান মাসের রোযা রাখো এবং আল্লাহর ঘরের হাজ্জ করো। অতঃপর তিনি বলেনঃ আমি কি তোমাকে কল্যাণের পথসমূহ বলে দিবো না? [তাহলো] রোযা ঢালস্বরূপ, যাকাত পাপরাশি মুছে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয় এবং মানুষের গভীর রাতের নামায। অতঃপর তিনি তিলাওয়াত করেনঃ “তাহারা শয্যা ত্যাগ করে তাহাদের প্রতিপালককে ডাকে আশা ও ভয়ে এবং আমি তাহাদেরকে সে জীবনোপকরণ দান করেছি, তা থেকে তাহারা খরচ করে। কেউই জানে না তাহাদের জন্য নয়ন প্রীতিকর কী লুক্কায়িত রাখা হইয়াছে, তাহাদের কৃতকর্মের পুরষ্কার স্বরুপ” [সূরা আস-সাজদাঃ ১৬-১৭]। অতঃপর তিনি বলেনঃ আমি কি তোমাকে কাজের মূল, তাহার স্বম্ভ ও শীর্ষ চূড়া সম্পর্কে অবহিত করিব না? তা হলো জিহাদ। তাহারপর তিনি বলেনঃ আমি কি তোমাকে এই সব কাজের নির্যাস সম্পর্কে অবহিত করিব না? আমি বললাম, হাঁ। তিনি তাহাঁর জিহ্বা ধরে বলেনঃ তুমি এটা সংযত রাখো। আমি বললাম, হে আল্লাহর নবী! আমরা যা কিছু বলি সেজন্য কি পাকড়াও হবো? তিনি বলেনঃ হে মুআয! তোমার মা তোমার জন্য কাঁদুক। মানুষ তো তাহার অসংযত কথাবার্তার কারণেই অধোমুখে জাহান্নামে নিক্ষিপ্ত হইবে।[৩৩০৫] [৩৩০৫] তিরমিজি ২৬১৬। ইরওয়া ৪১৩, আত তালীকুর রাগীব ৪/৫-৬, তাখরীজুল ঈমান লি ইবন আবু শায়বাহ ১-২।এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
যাকাত পরিশোধ না করার পরিণতি।
সহিহ ইবনে মাজাহ ১৭৮৪
আবদুল্লাহ্ বিন মাসঊদ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেন, যে ব্যক্তি তাহার মালের যাকাত আদায় করে না, তাহার মালকে কিয়ামাতের দিন বিষধর সাপে পরিণত করা হইবে, এমনকি তা তাহার গলায় পেঁচিয়ে দেয়া হইবে। এরপর রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর সমর্থনে আল্লাহ্র কিতাবের নিম্নোক্ত আয়াত আমাদের তিলাওয়াত করে শুনান [অনুবাদ]ঃ “আর আল্লাহ্ নিজ অনুগ্রহে যা তোমাদের দিয়েছেন, এতে যারা কৃপণতা করে, তাহাদের জন্য তা মঙ্গলজনক একথা যেন তাহারা মনে না করে…” [৩ঃ ১৮০]। [১৭৮৪] [১৭৮৪] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। বায়হাকী ৭/৫। সহীহ তাহারগীব ১/৭৫৪। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
যাকাতুল ফিতর
Reviews
There are no reviews yet.