Description
যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি
যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি
সহিহ ইবনে মাজাহ ৩৯৩০
ইমরান বিন হুসায়ন [রাজি.], হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, নাফে ইবনল আযরাক [রাজি.] ও তাহার সাথীরা [আমার নিকট] এসে বলল, হে ইমরান! তুমি ধ্বংস হয়ে গেছো। তিনি বলেন, আমি ধ্বংস হইনি। তাহারা বলেন, আল্লাহ বলেছেনঃ “তোমরা তাহাদের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকো যতক্ষণ না ফেতনা দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়” [৮ঃ৩৯]। তিনি বলেন, আমরা তাহাদের বিরুদ্ধে এতটা যুদ্ধ করেছি যে, তাহাদেরকে নির্বাসিত করেছি। ফলে আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা চাইলে আমি তোমাদের নিকট একটি হাদিস বর্ণনা করিতে পারি, যা আমি রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর নিকট শুনিয়াছি। তাহারা বলেন, আপনি কি রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর নিকট তা শুনেছেন? তিনি বলেন, হা, আমি রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি একটি সামরিক বাহিনী মুশরিকদের বিরুদ্ধে পাঠালেন। মুসলমানরা তাহাদের মোকাবিলায় অবতীর্ণ হয়ে ঘোরতর যুদ্ধে লিপ্ত হলো। মুশরিকরা পরাজিত হয়ে আত্মসমর্পণ করিল। আমার এক বন্ধু যুদ্ধে লিপ্ত হলো। মুশরিকের উপর বর্শা দ্বারা হামলা করিল, তিনি তাহাকে পাকড়াও করিলে সে বলিতে লাগলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ। নিশ্চয় আমি একজন মুসলিম। তিনি তাহাকে ভৎসনা করিলেন এবং তাহাকে হত্যা করিলেন। অতঃপর তিনি রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর নিকট এসে একবার বা দুবার বলেন, হে আল্লাহর রাসূল! আমি ধ্বংস হয়ে গেছি। অতঃপর তিনি যা করিয়াছেন তা তাহার নিকট বর্ণনা করিলে রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] তাহাকে বলেনঃ তুমি তাহার পেট চিরে দেখলে না কেন? তাহলে তো তুমি তাহার অন্তরের খবর জানতে পারতে তিনি বলেন, হে আল্লাহর রাসূল! আমি তাহার পেট চিরে ফেললেও তাহার অন্তরের খবর জানতে পারতাম না। তিনি বলেনঃ তাহলে তুমি তাহার উচ্চারিত স্বীকারোক্তি কেন কবুল করিলে না, অথচ তুমি তাহার অন্তরের খবর জানতে না? ইমরান [রাজি.] বলেন, অতঃপর রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] কিছুক্ষণ নীরব থাকলেন। অবশেষে লোকটি মারা গেলে আমরা তাহাকে দাফন করলাম। ভোরে উঠে আমরা দেখলাম যে, তাহার লাশ কবরের বাইরে যমীনের উপরে পড়ে আছে। তাহারা বলিলেন, হয়ত কোন শক্র কবর খুঁড়ে একে বের করে তুলে রেখেছে। আমরা পরদিন ভোরবেলা দেখিতে পেলাম যে, তাহার লাশ কবরের বাইরে যমীনের উপর পড়ে আছে। আমরা বললাম, হয়ত প্রহরীরা তন্দ্রাগ্রস্ত হয়ে পড়েছিল। আমরা পুনরায় তাহাকে দাফন করলাম এবং নিজেরাই প্রহরায় রত হলাম। প্রত্যুষে আমরা দেখলাম, সে কবরের বাইরে যমীনের উপর পড়ে আছে। অবশেষে আমরা তাহাকে এক গিরিসংকটে নিক্ষেপ করলাম।
উপরোক্ত হাদীসে মোট ২টি সানাদের ১টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলোঃ
৫/৩৯৩০[১] ইমরান বিন হুসায়ন [রাজি.] তিনি বলেন, রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] আমাদেরকে এক ক্ষুদ্র সামরিক অভিযানে পাঠান, তাতে এক মুসলমান এক মুশরিকের উপর চড়াও হলো। অতঃপর তিনি পূর্ণ হাদিস বর্ণনা করেন ..। এ বর্ণনায় আরো আছেঃ যমীন তাহাকে উৎক্ষিপ্ত করিলে নবী [সাল্লাল্লাহু আঃ] কে খবর দেয়া হলো। তিনি বলেনঃ যমীন তো অবশ্যি তাহার চেয়ে নিকৃষ্ট ব্যক্তিকেও গ্রহণ করে। কিন্তু আল্লাহ তাআলা তোমাদের দেখাতে চান যে, “লা ইলাহা ইল্লাল্লাহ-এর মর্যাদা ও মাহাত্ন্য কত বেশী।[৩২৬২]
তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ ইমরান এর [আরবী] কথাটি হাসান; যা পরবর্তী হাদিস ৩৯৩১ নং এর মাঝে আসবে। এবং ইমরান এর [আরবী] এ কথাটি ও হাসান যা পূর্ববর্তী হাদিস ৩৯২৯ নং হাদীসে অতিবাহিত হয়েছে।[৩২৬২] হাদিসটি ঈমাম ইবন মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন।
এই হাদিসটির তাহকীকঃ অন্যান্য
যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি
Reviews
There are no reviews yet.