Description
যুককদের জন্য উপদেশ ও নির্দেশনা
যুককদের জন্য উপদেশ ও নির্দেশনা
সহিহ ইবনে মাজাহ ১৮২৩
আবু সায়্যারাহ আল-মুতা-ঈ-য়্যু [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
আমি বললাম, হে আল্লাহ্র রসূল! আমার মধু আছে। তিনি বলেন, এক-দশমাংশ [উশর] আদায় করো। আমি বললাম, হে আল্লাহ্র রসূল! ভূমিটি আমাকে খাস জমি হিসাবে দান করুন। অতএব তিনি আমাকে তা খাস হিসাবে দান করিলেন। [১৮২৩][১৮২৩] আহমাদ ১৬৬০৩, বায়হাকী ৪/১২১ তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবি সুলায়মান বিব মুসা সম্পর্কে আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি একজন ফকিহ ছিলেন। আতা বিন আবু রাবাহ বলেন, তিনি শামের যুককদের নেতা ছিলেন। ঈমাম বুখারী তাহাকে মুনকার বলেছেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ২৫৭১, ২৩/৯২ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
সহিহ ইবনে মাজাহ ১৮২৪
আবদুল্লাহ্ বিন আম্র [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] মধুর এক-দশমাংশ [উশর] আদায় করিয়াছেন। [১৮২৪][১৮২৪] নাসাঈ ২৪৯৯, আবু দাউদ ১৬০০, ইরওয়াহ ৮১০, সহীহ আবু দাউদ ১৪২৪। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ হাসান সহীহ। উক্ত হাদিসের রাবি নুআয়ম বিন হাম্মাদ সম্পর্কে আল আজালী সিকাহ বলেছেন। ইবন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো সন্দেহ ও ভুল করেন। মুসলিম বিন কাসিম বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আবু আহমাদ আল হাকিম বলেন, তিনি কিছু হাদিসের ব্যাপারে বিপরীত হাদিস বর্ণনা করিয়াছেন। আবু বিশর আদ দাওলানী বলেন, তিনি দুর্বল। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি হাদিস গ্রহনের ব্যাপারে শিথিল। আহমাদ বিন সালেহ আল জায়লী বলেন, তিনি সিকাহ। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ৬৪৫১, ২৯/৪৬৬ নং পৃষ্ঠা] ২. উসামাহ বিন যায়দ সম্পর্কে ইবন হিব্বান তাহাকে সিকাহ উল্লেখ করে বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। আল-আজলী তাহাকে সিকাহ বলেছেন। আবু হাতিম আর-রাযী বলেন, তাহার থেকে হাদিস গ্রহন করা যাবে তবে দলীল হিসেবে নয়। ঈমাম নাসাঈ বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। [তাহজিবুল কামালঃ রাবী নং ৩১৭, ২/৩৪৭ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ হাসান সহীহ
সহিহ ইবনে মাজাহ ১৮২৯
আবু সাঈদ আল-খুদরী [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] আমাদের মাঝে বর্তমান থাকা অবস্থায় আমরা সাদকাতুল ফিতর বাবদ এক সাখাদ্য [গম] বা এক সাখেজুর বা এক সাযব বা এক সাপনির অথবা এক সাকিসমিস দান করতাম। আমরা অব্যাহতভাবে এ নিয়মই পালন করে আসছিলাম। অবশেষে মুআবিয়াহ [রাজি.] মদিনায় আমাদের নিকট আসেন এবং লোকেদের সাথে আলোচনা প্রসঙ্গে বলেন, আমি শাম দেশের উত্তম গমের দু মুদ্দ পরিমাণকে এখানকার এক সার সমান মনে করি। তখন থেকে লোকেরা এ কথাটিকেই গ্রহণ করে নিলো। আবু সাঈদ [রাজি.] বলেন, আমি কিন্তু সারা জীবন ঐ হিসাবেই সদকাতুল ফিতর পরিশোধ করে যাবো, যে হিসাবে আমি রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর যুগে তা পরিশোধ করতাম। [১৮২৯][১৮২৯] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ১৫০৫, ১৫০৬, ১৫০৮, ১৫১০, মুসলিম ৯৮৫, তিরমিজি ৬৭৩, নাসাঈ ২৫১১, ২৫১২, ২৫১৩, ২৫১৪, ২৫১৭, ২৫১৮, আবু দাউদ ১৬১৬, ১৬১৮, আহমাদ ১০৭৯৮, ১১৩০১, ১১৫২২, দারেমী ১৬৬৩, ১৬৬৪, সহীহ আবু দাউদ ১৪৩৩, ইরওয়াহ ৩/৩৩৭, তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ্।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
যুককদের জন্য উপদেশ ও নির্দেশনা
Reviews
There are no reviews yet.