Description
শবে বরাত সমাধান
শবে বরাত সমাধান
সোমবার ও বৃহস্পতিবার সওম পালন
সুনান আবু দাউদ ২৪৩৬
উসামাহ ইবন যায়িদ {রাদি.} এর আযাদকৃত গোলাম হইতে বর্ণীত আছেঃ
তিনি উাসমাহ {রাদি.} এর সাথে তার কোন মালের সন্ধানে ওয়াদিয়ুল কুরায় যান। উসামাহ {রাদি.} প্রতি সোমবার ও বৃহস্পতিবার সওম পালন করিতেন। তার মুক্তদাস তাহাকে জিজ্ঞেস করিলেন, আপনি সোমবার ও বৃহস্পতিবার কেন সওম রাখেন অথচ আপনি একজন বৃদ্ধ মানুষ। নাবী {সাল্লাল্লাহু আঃ} সোমবার ও বৃহস্পতিবার সওম রাখতেন। তাঁকে এর কারন জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর নিকট বান্দার আমলসমূহ পেশ করা হয়।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ২৪৩৭
হুনাইদাহ ইবন খালিদ {রহমাতুল্লাহি আলাইহি} তার স্ত্রী হইতে এবং তিনি নাবী {সাল্লাল্লাহু আঃ} এর কোন এক স্ত্রী সূত্র হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} যিলহাজ্জ মাসের নয় তারিখ পর্যন্ত, আশূরার দিন, প্রত্যেক মাসে তিনদিন, মাসের প্রথম সোমবার ও বৃহস্পতিবার সওম রাখতেন।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ২৪৪৪
ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, নাবী {সাল্লাল্লাহু আঃ} মাদীনাহয় এসে ইয়াহুদীদের আশূরার দিন সওম পালনরত পেলেন। তাহাদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা বললো, এটি একটি মহান দিন, যেদিন মহান আল্লাহ মূসা {আঃ}-কে ফেরাউনের উপর বিজয়ী করেছেন। সুতরাং এ মহান দিনের সম্মানার্থে আমরা সওম পালন করি। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ তোমাদের চাইতে আমরা মূসা {আঃ} -এর বেশি হকদার। অতঃপর তিনি ঐদিন সওম পালনের নির্দেশ দেন।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
আশূরার দিন সওম পালন
সুনান আবু দাউদ ২৪৪২
আয়িশাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, জাহিলিয়াতের যুগে কুরাইশরা আশূরার সওম পালন করতো। জাহিলী যুগে রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} -ও এ দিন সওম রাখতেন। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} মাদীনায় এসে এ দিন সওম রেখেছেন এবং লোকদেরকেও সওম পালনের নির্দেশ দিয়েছেন। অতঃপর রমযানের সওম ফরয হলে সেটিই ফরয হিসেবে বহাল হলো এবং আশূরার দিন সওম রাখার আবশ্যকতা পরিত্যক্ত হলো। ফলে যার ইচ্ছা সওম রাখতো এবং যার ইচ্ছা ত্যাগ করতো। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
শবে বরাত সমাধান
Reviews
There are no reviews yet.