Select Page

সঠিক আকীদা ও বিদ‘আতী ‘আমলের পরিচয় (একত্রে ৩ খন্ড)

৳ 100.00

Description

সঠিক আকীদা ও বিদ‘আতী ‘আমলের পরিচয় (একত্রে ৩ খন্ড)

সঠিক আকীদা ও বিদ‘আতী ‘আমলের পরিচয় (একত্রে ৩ খন্ড)

সহিহ হাদিসে কুদসি ৩৯.

সাফওয়ান ইবনি মুহরিয আল-মাযেনি রহ. থেকে বর্ণিত আছে, তিনি বলেন: একদা আমি ইবনি ওমরের সাথে তার হাত ধরে হাঁটছিলাম, হঠাৎ এক ব্যক্তি সামনে এলো। অতঃপর সে বলল: নাজওয়া {গোপন কথা} সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আঃকে কি বলতে শুনেছেন? তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আঃকে বলতে শুনেছি: “আল্লাহ তাআলা মুমিনের নিকটবর্তী হবেন অতঃপর তার ওপর পর্দা ফেলে তাকে ঢেকে নিবেন এবং বলবেন: মনে পড়ে অমুক পাপ, মনে পড়ে অমুক পাপ? সে বলবে: হ্যাঁ, হে আমার রব, অবশেষে সে যখন তার সকল পাপ স্বীকার করবে এবং নিজেকে মনে করবে যে, সে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ বলবেন: তোমার ওপর দুনিয়াতে এসব গোপন রেখেছি আজ আমি তা তোমার জন্য ক্ষমা করে দিচ্ছি। অতঃপর তাকে তার নেক আমলের দফতর দেয়া হবে, পক্ষান্তরে কাফের ও মুনাফিক সম্পর্কে সাক্ষীরা বলবে: এরা তাদের রবের ওপর মিথ্যারোপ করেছিল, জেনে রেখ জালেমদের ওপর আল্লাহর লানত”। {বুখারি ও মুসলিম} হাদীসটি সহীহ।

সহিহ হাদিসে কুদসি ৪০.

আবু হুরাইরা রাদি. আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আঃকে বলতে শুনেছি: “আল্লাহ তাআলা বলেন: আমার মুমিন বান্দা আমার নিকট এমন মর্যাদায় অধিষ্ঠিত, যেখানে সে সকল কল্যাণের হকদার, সে আমার প্রশংসা করে এমতাবস্থায় আমি তার দুপাশ থেকে তার রূহ কব্জা করি”। {আহমদ} হাদীসটি হাসান।

সহিহ হাদিসে কুদসি ৪৮.

আবু হুরাইরা রাদি. আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আঃ: “আল্লাহ যখন জান্নাত সৃষ্টি করেছেন জিবরিলকে বলেছেন: যাও তা দেখ। সে গেল ও তা দেখল অতঃপর এসে বলল: হে আমার রব, আপনার ইজ্জতের কসম তার ব্যাপারে কেউ শুনে তাতে প্রবেশ ব্যতীত থাকবে না। অতঃপর তা কষ্ট দ্বারা ঢেকে দিলেন। অতঃপর বললেন: হে জিবরিল যাও তা দেখ, সে গেল ও তা দেখল অতঃপর এসে বলল: হে আমার রব, আপনার ইজ্জতের কসম আমি আশঙ্কা করছি তাতে কেউ প্রবেশ করবে না। তিনি বলেন: আল্লাহ যখন জাহান্নাম সৃষ্টি করেছেন বলেছেন, হে জিবরিল যাও তা দেখ, সে গেল ও তা দেখল অতঃপর এসে বলল: হে আমার রব, আপনার ইজ্জতের কসম, তার ব্যাপারে কেউ শুনে তাতে কখনো প্রবেশ করবে না। অতঃপর তিনি তা প্রবৃত্তি দ্বারা ঢেকে দিলেন অতঃপর বললেন: হে জিবরিল যাও তা দেখ, সে গেল ও তা দেখল অতঃপর এসে বলল: হে আমার রব, আপনার ইজ্জতের কসম আমি আশঙ্কা করছি তাতে প্রবেশ ব্যতীত কেউ বাকি থাকবে না”। {আবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও আহমদ} হাদীসটি হাসান।

সঠিক আকীদা ও বিদ‘আতী ‘আমলের পরিচয় (একত্রে ৩ খন্ড)

Reviews

There are no reviews yet.

Be the first to review “সঠিক আকীদা ও বিদ‘আতী ‘আমলের পরিচয় (একত্রে ৩ খন্ড)”

Your email address will not be published. Required fields are marked *