Select Page

অলীগণ করবে জীবিত কি?

৳ 40.00

Description

অলীগণ করবে জীবিত কি?

অলীগণ করবে জীবিত কি? বই

ইবনে মাজাহ ১৭৮৬
আবু হুরাইরা [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেন, যে উটের যাকাত দেয়া হয়নি, তা কিয়ামাতের দিন তাহার মালিককে তাহার ক্ষুর দিয়ে মাড়াতে থাকিবে। তদ্রূপ গরু ও ছাগল এসে এদের ক্ষুর ও শিং দিয়ে এদের মালিককে আঘাত করিতে থাকিবে। তাহার সঞ্চিত সম্পদও বিষধর সাপে পরিণত হয়ে তাহার মালিকের সামনে হাজির হইবে। মালিক দুবার তা দেখে পালাবে, কিন্তু সে আবার মালিকের সামনে এসে দাঁড়াবে। তখন মালিক পালাতে চেষ্টা করিবে এবং বলবে, তোমার সাথে আমার কি সম্পর্ক? সে বলবে, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার রক্ষিত ধন। মালিক তাহার হাত দিয়ে সাপ থেকে আত্মরক্ষার চেষ্টা করিলে সে তাহার হাতটি গিলে ফেলবে। [১৭৮৬]

[১৭৮৬] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ১৪০২, ১৪০৩, ৪৫৬৫, ৪৬৫৯, ৬৯৫৮, মুসলিম ৯৮৭, নাসাঈ ২৪৪৮, ২৪৮২, আবু দাউদ ১৬৫৮, আহমাদ ৭৫০৯, ৭৬৬৩, ৭৬৯৮, ২৭৪০১, ৮৪৪৭, ২৭৪৩৩, ৮৭৫৪, ৯৯৭১, ১০৪৭৪, মুয়াত্তা মালিক ৫৯৬, সহীহ আবু দাউদ ১৪৬২, বুখারী, তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ হাসান সহীহ। উক্ত হাদিসের রাবি ১. আবু মারওয়ান মুহাম্মাদ বিন উসমান আল-উসমানী সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন ও সিকাহ রাবীর বিপরীত হাদিস বর্ণনা করেন। ইবন হাজার আল-আসকালনী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ঈমাম বুখারী তাহাকে সত্যবাদী বলেছেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ৫৪৫৪, ২৬/৮১ নং পৃষ্ঠা] ২. আলা বিন আব্দুর রহমান সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সিকাহ তাহার খারাপি সম্পর্কে কারো থেকে কিছু শুনিনি। ঈমাম তিরমিজি বলেন, হাদিস বিশারদদের নিকট তিনি সিকাহ। ঈমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। ইবন আদী বলেন, আমি কোন সমস্যা দেখি না। ইবন হিব্বান তাহাকে সিকাহ বলেছেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ৪৫৭৭, ২২/৫২০ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ হাসান সহীহ

যে মালের যাকাত আদায় করা হয় তা পুঞ্জীভূত সম্পদ নয়।
ইবনে মাজাহ ১৭৮৭
উমার ইবনল খাত্তাব [রাজি.] এর মুক্ত দাস খালিদ বিন আসলাম হইতে বর্ণীত আছেঃ
আমি আবদুল্লাহ্‌ বিন উমার [রাজি.] এর সাথে বের হলাম। এক বেদুঈন এসে তাহাঁকে আল্লাহ্‌র বাণী সম্পর্কে জিজ্ঞেস করলোঃ “যারা সোনা-রূপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহ্‌র পথে ব্যয় করে না…”[সূরা তওবাঃ ৩৪]।ইবন উমার [রাজি.] তাহাকে বলেন, যে ব্যক্তি সোনা-রূপা পুঞ্জীভূত করে রাখে, অথচ এর যাকাত আদায় করে না, তাহার জন্য ধ্বংস অনিবার্য। এ অবস্থা ছিল যাকাতের বিধান নাযিল হওয়ার আগের। পরবর্তীতে যাকাতের বিধান নাযিল হলে যাকাতকেই আল্লাহ্‌ মালের পবিত্রতাকারী সাব্যস্ত করেন। অতঃপর ইবন উমার [রাজি.] লোকটির দিকে তাকিয়ে বলেন, এ ব্যাপারে আমার পরোয়া নেই যে, উহুদ পাহাড় পরিমাণ সোনাও যদি আমার হাতে আসে, তবে আমি তাহার পরিমাণ নিরূপণ করে এর যাকাত পরিশোধ করিব এবং মহান আল্লাহ্‌র হুকুম পালনে তা ব্যয় করিব। [১৭৮৭]

 

[১৭৮৭] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ১৪০৪, সহীহাহ ২/৯৬-৯৭। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবি ইবন লাহীআহ সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তাহার থেকে যে ব্যাক্তি অনেক পূর্বে হাদিস গ্রহন করিয়াছেন তাহার হাদিস সহীহ। আমর বিন আল-ফাল্লাস বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি দুর্বল। আবু হাফস উমার বিন শাহীন বলেন, তিনি সিকাহ। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ঈমাম নাসাঈ বলেন, তিনি দুর্বল, তিনি সিকাহ নন। ইবন হাজার আল-আসকালনী বলেন, তাহার কিতাব সমূহ পুড়ে যাওয়ার পর তিনি হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ৩৫১৩, ১৫/৪৮৭ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

ইবনে মাজাহ ১৭৮৮
আবু হুরাইরা [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
রাসুলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেনঃ যখন তুমি তোমার মালের যাকাত আদায় করিলে, তখন তুমি তোমার দায়িত্ব সম্পন্ন করে ফেললে। [১৭৮৮]

[১৭৮৮] তিরমিজি ৬১৮, যঈফাহ ২২১৮। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ জইফ। উক্ত হাদিসের রাবি দাররাজ আবুস সামহ সম্পর্কে আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সত্যবাদী কিন্তু আবুল হায়সাম থেকে হাদিস বর্ণনায় তাহার দুর্বলতা প্রকাশ পেয়েছে। আহমাদ বিন হাম্বল তাহাকে মুনকার বলেছেন। আবু বিশর আদ-দাওলানী বলেন, তিনি কুফুরী নয় এমন কোন কওলী বা আমলী ফিসক এর সাথে জড়িত। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ঈমাম নাসাঈ বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ঈমাম দারাকুতনী তাহাকে দুর্বল বলেছেন। [তাহজিবুল কামালঃ রাবী নং ১৭৯৭, ৮/৪৭৭ নং পৃষ্ঠা]
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

অলীগণ করবে জীবিত কি?

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “অলীগণ করবে জীবিত কি?”

Your email address will not be published. Required fields are marked *