Description
আক্বীমুস সালাত
আক্বীমুস সালাত
সুনানে নাসায়ী ২১৫৭
আনাস [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রসুলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এবং যায়দ ইবনু ছাবিত [রাদি. আঃ] একত্রে সাহরী খেলেন। অতঃপর উভয়ে ফজরের নামাজ শুরু করে দিলেন। রাবী বলেনঃ আমরা আনাস [রাদি. আঃ]-কে জিজ্ঞাসা করলাম যে, তাঁদের সাহারী শেষ করা এবং নামাজ শুরু করার মধ্যকার ব্যবধান কতক্ষণ ছিল? তিনি বলেনঃ কোন ব্যক্তির পঞ্চাশ আয়াত পড়ার সমপরিমাণ সময়।
হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
সুলায়মান ইবনু মিহরান [র. আলাইহি] কর্তৃক আয়েশা [রাদি. আঃ] থেকে সাহরী বিলম্বে খাওয়ার শব্দ ও সনদের পার্থক্য বর্ণনা
সুনানে নাসায়ী ২১৫৮
আবু আতিয়্যা [র. আলাইহি] হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি আয়িশা [রাদি. আঃ]-কে বললামঃ আমাদের মধ্যে রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম]-এর এমন দু-জন সাহাবী আছেন, যাদের একজন ইফতার তাড়াতাড়ি করেন এবং সাহারী বিলম্বে খান। আর দ্বিতীয়জন ইফতার বিলম্বে করেন এবং সাহারী তাড়াতাড়ি খান। তিনি জিজ্ঞাসা করিলেন যে, তাঁদের মধ্যে কে ইফতার তাড়াতাড়ি করেন এবং সাহারী বিলম্বে খান? আমি বললাম আব্দুল্লাহ ইবনু মাসউদ [রাদি. আঃ]। তিনি {আয়িশা [রাদি. আঃ]} বলিলেন যে, রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] এরকমই করিতেন।
এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
সুনানে নাসায়ী ২১৫৯
আবু আতিয়্যা [র. আলাইহি] হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি আয়িশা [রাদি. আঃ]-কে বললাম যে, আমাদের মধ্যে রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম]-এর এমন দুজন সাহাবী আছেন যাদের একজন ইফতার তাড়াতাড়ি করেন, সাহারী বিলম্বে খান। অন্যজন ইফতার বিলম্বে করেন এবং সাহারী তাড়াতাড়ি খান। তিনি জিজ্ঞাসা করিলেন যে, কে ইফতার তাড়াতাড়ি করেন এবং সাহারী বিলম্বে খান? আমি বললামঃ আব্দুল্লাহ ইবনু মাসউদ [রাদি. আঃ] তখন তিনি বলিলেন যে, রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] এরকমই করিতেন।
এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস
সুনানে নাসায়ী ২১৬০
আবু আতিয়্যা [র. আলাইহি] হতে বর্ণিতঃ
তিনি বলেন যে, একদা আমি এবং মাসরুক [র. আলাইহি] আয়িশা [রাদি. আঃ]-এর কাছে গেলাম। তখন মাসরুক [র. আলাইহি] আয়িশা [রাদি. আঃ]-কে বলিলেন যে, আমাদের মাঝে রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম]-এর এমন দুজন সাহাবী আছে, তাঁরা উভয়েই সওয়াব পাওয়ার আকাঙ্ক্ষী। তন্মধ্যে একজন মাগরিবের নামাজ এবং ইফতার বিলম্বে করেন। আর অপরজন মাগরিবের নামাজ এবং ইফতার তাড়াতাড়ি করেন। তখন আয়িশা [রাদি. আঃ] জিজ্ঞাসা করিলেন যে, কে মাগবিবের নামাজ এবং ইফতার তাড়াতাড়ি করেন, মাসরুক [র. আলাইহি] বললেনঃ আব্দুলাহ ইবনু মাসউদ [রাদি. আঃ]। তখন আয়িশা [রাদি. আঃ] বললেনঃ রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] এ রকমই করিতেন।
এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস।
আক্বীমুস সালাত
Reviews
There are no reviews yet.