Description
আদর্শ ছাত্র-জীবন
আদর্শ ছাত্র-জীবন
সহিহ তিরমীজি ৫৬১
আয়িশাহ্ [রাদি.] থেকে বর্ণিত আছেঃ
তিনি বলেন, রাসূল্লুল্লাহ [সাল্লাল্লাহু আঃ]-এর যুযে সূর্যগ্রহণ হল। রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] লোকদের নিয়ে [জামাআতে] নামায আদায় করলেন। তিনি অধিক সময় ধরে কিরাআত পাঠ করলেন, তারপর রুকূ করলেন এবং দীর্ঘসময় রুকূতে থাকলেন, তারপর মাথা তুললেন [রুকূ হতে উঠলেন]। তিনি আবার দীর্ঘ কিরাআত পাঠ করলেন কিন্তু প্রথমবারের চেয়ে কম লম্বা করলেন, তারপর রুকূতে গেলেন এবং দীর্ঘ সময় রুকূতে থাকলেন, কিন্তু আগের চেয়ে সংক্ষেপে করলেন। তারপর তিনি রুকূ থেকে মাথা তুলে সাজদাহ্তে গেলেন। তিনি দ্বিতীয় রাকআতও উল্লেখিত পদ্ধতিতে আদায় করলেন।
-সহীহ্। সহীহ্ আবু দাঊদ- [১০৭১], বুখারী ও মুসলিম।
আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্। এ হাদীসের পরিপ্রেক্ষিতে ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক বলেছেন, সূর্যগ্রহণের নামায চার রুকূ ও চার সিজদায় আদায় করবে। শাফিঈ আরো বলেছেন, প্রথম রাকআতে সূরা ফাতিহার পর সূরা আল-বাকারার মতো যে কোন লম্বা সূরা পাঠ করবে। দিনে হলে নীরবে কিরাআত পাঠ করবে। তারপর রুকূতে গিয়ে কিরাআত পাঠের পরিমাণ সময় রুকূতে থাকবে। তারপর আল্লাহু আকবার বলে মাথা তুলে দাঁড়াবে এবং সূরা ফাতিহার পর সূরা আলে-ইমরানের মতো লম্বা সূরা পাঠ করবে। তারপর রুকূতে গিয়ে কিরাআত পাঠের পরিমাণ সময় রুকূতে থাকবে। তারপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে মাথা তুলবে। তারপর দুটি পূর্ণাঙ্গ সাজদাহ্ করবে এবং প্রত্যেক সাজদাহ্তে রুকূর পরিমাণ সময় থাকবে। অতঃপর দাঁড়িয়ে সূরা ফাতিহার পর সূরা আন-নিসার মতো লম্বা সূরা পাঠ করবে, তারপর কিরাআতের মতো লম্বা রুকূ করবে। তারপর আল্লাহু আকবার বলে মাথা তুলে দাঁড়াবে। তারপর সূরা মায়িদার মতো লম্বা সূরা পাঠ করবে, রুকূও কিরাআতের মতো লম্বা করবে। অতঃপর মাথা তুলবে এবং সামিআল্লাহু লিমান হামিদা বলবে। অতঃপর দুটি সাজদাহ্ করে, তাশাহ্হুদ পাঠ করে সালাম ফিরিয়ে নামায সমাপ্ত করবে।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সূর্য বা চন্দ্র গ্রহণের নামাযের কিরাআতের ধরণ
সহিহ তিরমীজি ৫৬২
সামুরা ইবনি জুনদুব [রাদি.] থেকে বর্ণিত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] আমাদের সূর্যগ্রহণের নামায আদায় করালেন। কিন্তু আমরা তাঁর [কিরআত পাঠের] কোন আওয়াজ শুনতে পাইনি।
যঈফ,ইবনি মাজাহ [১২৬৪]।
এ অনুচ্ছেদে আইশা [রাদি.] হতেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেনঃ সামুরার হাদীসটি হাসান, সহীহ। একদল আলিম এ হাদীস অনুযায়ী আমল করার কথা বলেছেন। ইমাম শাফিঈর এটাই মত [নিঃশব্দে কিরাআত পাঠ করবে]।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সহিহ তিরমীজি ৫৬৩
আয়িশাহ্ [রাদি.] থেকে বর্ণিত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] সূর্য বা চন্দ্র গ্রহণের নামায আদায় করলেন এবং তাতে সুস্পষ্ট আওয়াজে কিরাআত পাঠ করলেন।
-সহীহ্। সহীহ্ আবু দাঊদ- [১০৭৪], বুখারী ও মুসলিম।
আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্। আবু ইসহাক আল-ফাযারী হতে সুফিয়ান ইবনি হুসাইনের সূত্রেও একইভাবে হাদীস বর্ণিত আছে। ইমাম মালিক, আহমাদ ও ইসহাক সুস্পষ্ট স্বরে কিরাআত পাঠের সমর্থক।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
শংকাকালীন নামায [সালাতুল খাওফ]
সহিহ তিরমীজি ৫৬৪
সালিম [রহমাতূল্লাহ] থেকে তাঁর পিতা থেকে বর্ণিত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] দুই দলের মধ্য থেকে এক দলের সাথে এক রাকআত নামায আদায় করলেন। এ সময় অপর দল শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে থাকলো। তারপর প্রথম দল এক রাকআত আদায় করে দ্বিতীয দলের জায়গায় অপেক্ষায় থাকল। দ্বিতীয় দল আসলে তিনি তাদের সাথে দ্বিতীয় রাকআত নামায আদায় করে সালাম ফিরান। তারা উঠে নিজেদের বাকী রাকআত পূর্ণ করলো। তারপর তারা আবার অপেক্ষায় থাকলো এবং প্রথম দল এসে তাদের বাকি রাকআত পূর্ণ করলো।
-সহীহ্। সহীহ্ আবু দাঊদ- [১১৩২], ইরওয়া- [৩/৫০], বুখারী ও মুসলিম।
আদর্শ ছাত্র-জীবন
Reviews
There are no reviews yet.