Description
আদর্শ মুসলিম নারী
আদর্শ মুসলিম নারী বই
সুনানে আবু দাউদ ১৭২৩
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ কোনো মুসলিম নারীর জন্য সাথে মাহরাম {যার সাথে বিবাহ হারাম এমন আত্মীয়} ছাড়া এক রাতের রাস্তা সফর করা বৈধ নয়।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানে আবু দাউদ ১৭২৪
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} বলেনঃ যে নারী আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান রাখে তার জন্য একদিন ও এক রাতের পথ সফর করা বৈধ নয় … অতঃপর বর্ণনাকারী পূর্বের হাদিসের অর্থানুরূপ বর্ণনা করেন। (১৭২৪)
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানে আবু দাউদ ১৭২৫
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেন… অতঃপর বর্ণনাকারী {পূর্ব বর্ণিত} হাদিসের অনুরূপ বর্ণনা করেন। তবে {বর্ণনাকারী সুহাইল} বলিয়াছেন, এক বারীদ। (১৭২৫)
(১৭২৫) ইবন খুযাইমাহ, হাকিম।
এই হাদিসটির তাহকীকঃ শায
সুনানে আবু দাউদ ১৭২৬
আবু সাঈদ আল-খুদরী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ যে নারী আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, তার জন্য তিন দিন কিংবা এর অধিক সময়ের পথ {একাকী} ভ্রমণ করা বৈধ নয়, যদি না তার সঙ্গে তার পিতা, ভাই, স্বামী, ছেলে অথবা কোন মাহরাম লোক থাকে। (১৭২৬)
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানে আবু দাউদ ১৭২৭
ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
নাবী {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ কোন নারী স্বীয় মাহ্রাম সাথে না নিয়ে তিন দিনের সফর করিবে না। (১৭২৭)
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানে আবু দাউদ ১৭২৮
নাফি {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
ইবন উমার {রাদি.} তার দাসী সাফিয়্যাহ নাম্মীকে তার পেছনে সওয়ারীর উপর বসিয়ে নিয়ে মাক্কাহ পর্যন্ত সফর করেন। (১৭২৮)
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
ইসলামে বৈরাগ্য নেই
সুনানে আবু দাউদ ১৭২৯
ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ ইসলামে সন্নাসবাদীতা নেই। (১৭২৯)
দুর্বল ঃ যয়ীফ আল-জামিউস সাগীর {৬২৬৯}, মিশকাত {২৫২২}।(১৭২৯) আহমাদ, হাকিম,বা য়হাক্বী। ঈমাম হাকিম ও যাহাবী বলেন ঃ সনদ সহিহ। আল্লামা হায়সামী মাজমাউয যাওয়ায়িদ গ্রন্থে বলেন ঃ এর রিজাল সিক্বাত। আহমাদ শাকির বলেন ঃ এর সনদ সহিহ। শায়খ আলবানী সিলসিলাহ যঈফাহ গ্রন্থে {হা/৬৮৫} এর বিরোধীতা করে বলেন ঃ সনদের উমার ইবন আত্বা সকলের ঐকয়মতে যয়ীফ। ঈমাম যাহাবী স্বয়ং আল –মীযান গ্রন্থে তাহাকে উল্লেখ করে বলেন। তাহাকে ইয়াহইয়া ইবন মাঈন ও নাসায়ী যয়ীফ বলিয়াছেন। আর ঈমাম আহমাদ বলিয়াছেন ঃ তিনি শক্তিশালী নন।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
হাজ্জের সফরে পাথেয় সাথে নেয়া
আদর্শ মুসলিম নারী
Reviews
There are no reviews yet.