Select Page

ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দলীল

৳ 55.00

Description

ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দলীল

ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দলীল বইটি কিনুন

নাসাই -২৯৬৩
জাবির ইবনু আব্দুল্লাহ [রাদি. আঃ] হতে বর্ণিতঃ রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] মাকামে ইবরাহীমে পৌঁছে তিলাওয়াত করিলেন ঃ [আরবী] তারপর দুরাকআত নামাজ আদায় করেন। তিনি সূরা ফাতিহা সূরা কাফিরুন ও সূরা ইখলাস পাঠ করেন। পরে আবার হাজরে আসওয়াদের কাছে এসে তাঁকে চুম্বন করেন। তারপর সাফা [পাহাড়ে]-র দিকে যান।এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস

নাসাই -২৯৬৯
জাবির [রাদি. আঃ] হতে বর্ণিতঃ তিনি বলেন ঃ আমি শুনেছি যে, রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] যখন সাফায় গমনের ইচ্ছায় মসজিদ [অর্থাৎ তাওয়াফের স্থান] থেকে বের হলেন, তখন তিনি বলিলেন ঃ আমরা সেখান থেকে আরম্ভ করব যেখান থেকে আল্লাহ তাআলা আরম্ভ করিয়াছেন।এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস

নাসাই -২৯৭০
জাবির [রাদি. আঃ] হতে বর্ণিতঃ রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] সাফার দিকে বের হইয়া বলিলেন ঃ আল্লাহ তাআলা যে স্থান থেকে আরম্ভ করিয়াছেন, আমরাও সে স্থান থেকে আরম্ভ করবো। তারপর তিনি পাঠ করেন ঃ
[আরবী]
[অর্থ ঃ সাফা ও মারওয়া আল্লাহ তাআলার শিআর [বিশেষ] প্রতীক সমুহের অন্তর্ভুক্ত। সুতরাং যারা বায়তুল্লাহ্‌র হজ্জ করিবে তাহাদের জন্য এ দুটিতে সাঈ করলে কোন অপরাধ হইবে না।]

এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস

নাসাই – ২৯৭১
জাবির [রাদি. আঃ] হতে বর্ণিতঃ রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] সাফায় আরোহণ করে যখন তিনি বায়তুল্লাহ্‌ দেখিতে পান তখন তাকবীর বলেন। এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস

নাসাই -২৯৭২
জাবির [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
তিনি বলেন ঃ রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] সাফায় [পাহাড়ে] আরোহণ করে তিনবার তাকবীর [আল্লাহু আকবর] বলেন। এরপর তিনি বলেন ঃ [আরবী]১। তিনি এইরূপ তিনবার বলেন, পরে দুআ করেন। মারওয়া পাহাড়েও তিনি এইরূপ করেন। {১} আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। তিনি একক, তাহাঁর কোন শরীক নেই, রাজত্ব তাহাঁরই, প্রশংসা তাহাঁরই, এবং তিনি সব কিছুতে ক্ষমতাবান। এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস

নাসাই -২৯৭৩
জাফর ইবনু মুহাম্মাদ [র. আলাইহি] হতে বর্ণিতঃ
তিনি জাবির [রাদি. আঃ] কে নাবী [সাঃ আলাইহি ওয়াসাল্লাম]-এর হজ্জ সম্বন্ধে বলিতে শুনেছেন ঃ তারপর নাবী [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] সাফায় আরোহণ করে [লা ইলাহা ইল্লাল্লাহ্‌ পড়েন] এবং এর মাঝে দুআ করেন। এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস

নাসাই -২৯৭৪
জাবির [রাদি. আঃ] হতে বর্ণিতঃ
তিনি বলেন ঃ রসুলুল্লাহ [সাঃ আলাইহি ওয়াসাল্লাম] সাতবার বায়তুল্লাহ্‌র তাওয়াফ করেন, এতে তিনবার রমল করেন এবং চারবার সাধারনভাবেই হাঁটেন। তারপর মাকামে ইবরাহীমের কাছে দাঁড়িয়ে দুরাকআত নামাজ আদায় করেন এবং পড়েন ঃ [আরবি] এ সময় তিনি লোকদেরকে শোনাবার জন্য উচ্চকণ্ঠে পড়েন। এরপর সেখান থেকে এসে তিনি হাজরে আসওয়াদ স্পর্শ ও চুম্বন করেন। তারপর সাফার দিকে গমন করেন এবং বলেন ঃ আমরা তা হতে আরম্ভ করবো, আল্লাহ যা হতে আরম্ভ করিয়াছেন। এরপর তিনি সাফা হতে আরম্ভ করেন এবং উপর আরোহণ করেন। সেখান থেকে বায়তুল্লাহ্‌ দেখিতে পেলেন এবং তিনি তিনবার বলেন ঃ [আরবি] এরপর তিনি আল্লাহু আকবর বলেন এবং আল্লাহর প্রশংসা করেন। এরপর তাহাঁর জন্য যা [তাকদীর] নির্ধারিত ছিল তিনি তা দিয়ে দুআ করেন। পরে তিনি পায়ে হেঁটে নেমে আসেন এবং উপত্যকার নিম্নভূমিতে তাহাঁর দুপা স্থির হতে থাকল। তিনি দ্রুত হেঁটে চলেন, যাতে তাহাঁর দুই পা ঊর্ধ্বগামী হয়। পরে তিনি মারওয়া পাহাড়ে আরোহণ করেন। এখানেও বায়তুল্লাহ্‌ তাহাঁর দৃষ্টিগোচর হয়। এখানেও তিনি তিনবার বলেন ঃ [আরবি] এরপর তিনি আল্লাহকে স্মরণ করেন, [সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ বলেন]। এখানে তিনি আল্লাহর ইচ্ছানুযায়ী দুআ করিলেন। দুআ করেন এবং এভাবে তিনি তাওয়াফ শেষ করেন। এই হাদীসের তাহকীকঃসহীহ হাদীস

ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দলীল

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দলীল”

Your email address will not be published. Required fields are marked *