Description
ইসলামের নামে জঙ্গিবাদ
ইসলামের নামে জঙ্গিবাদ বই
মিশকাত শরিফ ৫০
আবদুল্লাহ ইবন আমর {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূ লুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলেছেন: কাউকে আল্লাহর সঙ্গে শারীক করা, পিতা-মাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা, মিথ্যা শপথ করা বড় গুনাহ। (১)
(১) সহীহ : বোখারী ৬৬৭৫, নাসায়ী ৪০১১, তিরমিজি ৩০২১, আহমাদ ৬৮৮৪, দারিমী ২৪০৫, সহীহ আল জামি ৪৬০১, সহীহ আত তারগীব ১৮৩১।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
মিশকাত শরিফ ৫১
وَفِىْ رِوَايَةِ أَنَسٍ : «وَشَهَادَةُ الزُّوْرِ» بَدْلُ : «الْيَمِيْنِ الْغُمُوْسِ». مُتَّفَقٌ عَلَيْهِ
আর আনাস {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
-এর বর্ণনায় মিথ্যা শপথ-এর পরিবর্তে “মিথ্যা সাক্ষ্য” দেয়ার কথা উল্লেখ রয়েছে। (১)
(১) সহীহ : বোখারী ২৬৫৩, মুসলিম ৮৮, তিরমিজি ১৯০১, শামায়িল ১১৩, মুসনাদুল বায্যার ৩৬৩০, শুআবুল ঈমান ৭৮৬৬।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
মিশকাত শরিফ ৫২
আবু হুরাইরাহ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূ লুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বললেন : {হে লোক সকল!} সাতটি ধ্বংসাত্মক বিষয় হইতে তোমরা দূরে থাকিবে। সহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! এ সাতটি বিষয় কী? জবাবে তিনি {সাল্লাল্লাহু আঃ} বললেন, {১} আল্লাহর সাথে কাউকে শারীক করা। {২} যাদু করা। {৩} শারীআতের অনুমতি ব্যতীত কাউকে {অন্যায়ভাবে} হত্যা করা। {৪} সূদ খাওয়া। {৫} {অন্যায়ভাবে} ইয়াতীমের মাল খাওয়া। {৬} জিহাদের মাঠ থেকে পালিয়ে আসা। {৭} নির্দোষ ও সতী-সাধ্বী মুসলিম মহিলার বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দেয়া। (১)
(১) সহীহ : বোখারী ২৭৬৭, মুসলিম ৮৯, নাসায়ী ৩৬৭১, আবু দাউদ ২৮৭৪, শুআবুল ঈমান ৪০০০, সহীহ ইবন হিব্বান ৫৫৬১, ইরওয়া ১২০২, সহীহ আল জামি ১৪৪, সহীহ আত তারগীব ১৩৩৮।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
মিশকাত শরিফ ৫৩
আবু হুরাইরাহ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূ লুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলেছেন : যিনাকারী যখন যিনা করে তখন আর সে ঈমানদার থাকে না। চোর যখন চুরি করে তখন সে ঈমানদার থাকে না। মদ্যপ যখন মদ পান করে তখন তার আর ঈমান থাক না। যখন ডাকাত এভাবে ডাকাতি করে যে, যখন চোখ তুলে তাকিয়ে থাকে তখন তার ঈমান থাকে না। এভাবে কেউ যখন গনীমাতের মালে খিয়ানাত করে, তখন তার ঈমান থাক না। অতএব সাবধান! {এসব গুনাহ হইতে দূরে থাকিবে}। (১)
(১) সহীহ : বোখারী ২৪৭৫ (শেষ অংশটুকু তথা {وَلَا يَغُلُّ أَحَدُكُمْ حِينَ يَغُلُّ وَهُوَ مُؤْمِنٌ فَإِيَّاكُمْ إِيَّاكُمْ} ব্যতীত}, মুসলিম ৫৭, আবু দাউদ ৪৬৮৯, নাসায়ী ৪৮৭০, তিরমিজি ২৬২৫, ইবন মাজাহ ৩৯৩৬, সহীহাহ্ ৩০০০, সহীহ আত তারগীব ২৩৫৫; শব্দগুলো মুসলিমের।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
ইসলামের নামে জঙ্গিবাদ
Reviews
There are no reviews yet.