Description
কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা
কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা বইটি কিনুন
সুনানে আবু দাউদ ৫১৫৮
আল-মারূর ইবন সুয়াইদ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা আমরা আর-রাবাযাহ নামক স্হানে আবু যার {রাদি.} এর সঙ্গে সাক্ষাৎ করি। এ সময় তিনি ও তার দাস একই ধরনের চাদর পরিহিত ছিলেন। আমরা বলিলাম, আপনি যদি আপনার দাসের চাদরটি নিয়ে নিতেন তাহলে আপনার জোড়া পুরা হতো। আর তাহাকে অন্য পোশাক পরাতেন। তিনি বলিলেন, আমি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} কে বলিতে শুনেছিঃ তোমাদের ভাইয়েরা, আল্লাহ এদেরকে তোমাদের অধীন করেছেন। সুতরাং যার অধীনে তার ভাই রয়েছে তার উচিৎ সে নিজে যা খায় তাহাকেও তাই খেতে দেয়া, নিজে যা পরিধান করে তাহাকেও তাই পরতে দেয়া এবং তার অসাধ্য কোন কাজ তার উপর না চাপানো। আর যদি এমন কোন কষ্টসাধ্য কাজের ভার তাহাকে দেয়া হয় তাহলে সে যেন তাহাকে সাহায্য করে।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানে আবু দাউদ ৫১৫৯
আবু মাসউদ আল-আনসারী {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা আমার এক ক্রীতদাসকে প্রহার করছিলাম। এ সময় আমার পিছন হইতে একটি শব্দ শুনতে পেলাম, হে আবু মাসউদ! জেনে রাখো, আল্লাহ তোমার উপর এর চেয়ে বেশী ক্ষমতাবান যতটুকু তুমি তার উপর ক্ষমতাবান। আমি পিছন হইতে তার এরূপ ডাক দুবার শুনতে পেলাম। আমি পিছনের দিকে তাকিয়ে দেখি, নাবী {সাল্লাল্লাহু আঃ}। আমি বললামঃ হে আল্লাহর রাসুল! সে আল্লাহর সন্তষ্টির জন্য স্বাধীন {আমি তাহাকে মুক্ত করে দিলাম}। তিনি {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ তুমি যদি তাহাকে মুক্ত না করে দিতে তাহলে জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করতো।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানে আবু দাউদ ৫১৬০
আল-আমাশ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
আল-আমাশ {রাদি.} সূত্রে এ সানাদে পূর্বোক্ত হাদিসের অনুরুপ বর্ণিত। তিনি বলেন, আমি আমার এক গোলামকে চাবুক দিয়ে প্রহার করেছিলাম। এতে দাসত্বমুক্ত করার কথা উল্লেখ নেই।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানে আবু দাউদ ৫১৬১
আবু যার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ তোমাদের দাস-দাসীর মধ্যে যারা তোমাদেরকে খুশি করে তাহাদেরকে তোমরা যা খাও তা-ই খেতে দাও এবং তোমরা যা পরিধান করো তাই পরতে দাও। আর যেসব দাস তোমাদের খুশি করে না তাহাদেরকে বিক্রি করো। তোমরা আল্লাহর সৃষ্টিজীবকে শাস্তি দিও না।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানে আবু দাউদ ৫১৬২
রাফি ইবন মাকীস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি হুদায়বিয়ার সন্ধিতে নাবী {সাল্লাল্লাহু আঃ} এর সঙ্গে অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন। নাবী {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ {দাস-দাসী বা চাকর–চাকরানীর সাথে} উত্তম ব্যবহার প্রাচূর্য বয়ে আনে এবং মন্দ আচরণ দুর্ভাগ্য টেনে আনে।(৫১৬০)
দুর্বলঃ যঈফাহ হা/৭৯৬।(৫১৬০) আহমাদ । সানাদে কতিপয় বনী রাফে রয়েছে । যাদের নাম উল্লেখ হয়নি ।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনানে আবু দাউদ ৫১৬৩
আল-হারিস ইবন রাফি ইবন মাকীস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
রাফি {রাদি.} ছিলেন জুহাইনাহ গোত্রভুক্ত, তিনি রাসূলুল্লাহ্র {সাল্লাল্লাহু আঃ} সঙ্গে হুদায়বিয়াতে উপস্থিত ছিলেন। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলেনঃ উত্তম ব্যবহার সৌভাগ্য বয়ে আনে, আর মন্দ ব্যবহার দুর্ভাগ্য বয়ে আনে।(৫১৬১)
(৫১৬১) এর পূর্বেরটি দেখুন। এর দুটি দোষ রয়েছেঃ এক, সনদের উসমান বিন যুফার জাহালাত । দুই, সনদ মুযতারিব।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনানে আবু দাউদ ৫১৬৪
আবদুল্লাহ ইবন উমর {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
এক ব্যক্তি নাবী {সাল্লাল্লাহু আঃ} এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমরা কাজের লোককে প্রতিদিন কতবার মাফ করবো? তিনি চুপ থাকলেন। লোকটি আবার একই প্রশ্ন করলে এবারও তিনি চুপ থাকলেন। তৃতীয় বার প্রশ্ন করলে তিনি বলিলেনঃ প্রতিদিন সত্তর বার। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা
Reviews
There are no reviews yet.