Select Page

কুরআন সুন্নাহর আলোকে শবে বরাত ফযিলত ও আমল

৳ 20.00

Description

কুরআন সুন্নাহর আলোকে শবে বরাত ফযিলত ও আমল

কুরআন সুন্নাহর আলোকে শবে বরাত ফযিলত ও আমল বই

লাইলাতুল কাদর [কাদরের রাত্রি]
৭৯২
আইশা [রাদি.] থেকে বর্ণিত আছেঃ
তিনি বলেন, রমযান মাসের শেষের দশদিন রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] মাসজিদে থাকতেন [ইতিকাফ করতেন]। তিনি বলতেনঃ রমযান মাসের শেষের দশদিন তোমরা কাদরের রাতকে খোঁজ কর।-সহীহ্‌, বুখারী, মুসলিম উমার, উবাই ইবনি কাব, জাবির ইবনি সামুরা, জাবির ইবনি আবদুল্লাহ, ইবনি উমার, ফালাতান ইবনি আসিম, আনাস, আবু সাঈদ, আবদুল্লাহ ইবনি উনাইস, আবু বাক্‌রা, ইবনি আব্বাস, বিলাল ও উবাদা ইবনিস সামিত [রাদি.] হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবু ঈসা আইশা [রাদি.] হতে বর্ণিত হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। ইউজাবিরু শব্দের অর্থ তিনি ইতিকাফ করতেন। এই ক্ষেত্রে বেশিরভাগ হাদীসের শব্দ হচ্ছেঃ শেষ দশদিনের প্রতি বিজোড় রাত্রে তোমরা লাইলাতুল কাদর খোঁজ কর। লাইলাতুল কাদর প্রসঙ্গে রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] হতে বর্ণিত আছে যে, তা হল একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, ঊনত্রিশ বা রমযানের শেষরাত্র।
ইমাম শাফিঈ [রহমাতূল্লাহ] বলেন, আমার মতে এর অর্থ হল, আল্লাহ তাআলাই সবচেয়ে ভাল জানেন। রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] সেভাবেই উত্তর প্রদান করতেন তাঁকে যেভাবে প্রশ্ন করা হত। তাঁর কাছে কোন ব্যক্তি প্রশ্ন করেছে, অমুক রাত্রে কি আমরা তা খোঁজ করব? উত্তরে তিনি বলেছেন, তোমরা অমুক রাত্রে তা খোঁজ কর। ইমাম শাফিঈ [রহমাতূল্লাহ] আরও বলেন, আমার নিকটে একুশ তারিখ সম্পর্কিত রিওয়ায়াতটি হচ্ছে এ বিষয়ে সবচেয়ে শক্তিশালী। আবু ঈসা বলেন, উবাই ইবনি কাব [রাদি.] শপথ করে বলতেনঃ তা হল সাতাশ তারিখের রাত্রি।
তিনি আরও বলতেন, এর আলামত সম্পর্কে রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং তা আমরা হিসাব করে রেখেছি এবং স্মরণ রেখেছি।
আবু কিলাবা [রাদি.] বলেন, লাইলাতুল কাদর শেষ দশকের মাঝে আবর্তিত হতে থাকে। আব্‌দ ইবনি হুমাইদ আবদুর রাযযাক হতে, তিনি মামার হতে, তিনি আইয়ূব হতে, তিনি আবু কিলাবা [রাদি.] হতে এই বক্তব্যটি বর্ণনা করেছেন।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

৭৯৩
যির [রহমাতূল্লাহ] থেকে বর্ণিত আছেঃ
তিনি বলেন, উবাই ইবনি কাব [রাদি.]-কে আমি বললাম, হে আবুল মুনযির! এই যে সাতাশের রাত লাইলাতুল কাদর আপনি সেটা কি করে জানতে পারলেন? তিনি বলেন, হ্যাঁ অবশ্যই, আমাদেরকে রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেন যে, এই রাত্রের পরবর্তী সকালে সূর্য উদিত হয় ক্ষীণ আলো নিয়ে দীপ্তিহীন অবস্থায়। আমরা সেটাকে গুনে এবং স্মরণ করে রেখেছি। আল্লাহ তাআলার শপথ! ইবনি মাসঊদ [রাদি.]-ও জানেন যে, সেটা হচ্ছে রমযানের রাত্র এবং সাতাশেরই রাত্র। কিন্তু তোমাদেরকে তিনি তা জানাতে পছন্দ করেননি, তোমরা যদি পরে এটার উপর নির্ভর করে বসে থাক।

-সহীহ্‌, সহীহ আবু দাঊদ [১২৪৭], মুসলিম অনুরূপ

আবু ঈসা এ হাদীসটিকে হাসান সহীহ্‌ বলেছেন।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস

কুরআন সুন্নাহর আলোকে শবে বরাত ফযিলত ও আমল বই

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “কুরআন সুন্নাহর আলোকে শবে বরাত ফযিলত ও আমল”

Your email address will not be published. Required fields are marked *