Description
কুরআন-হাদীসের নিরিখে মুসলিম নারীর পর্দা
কুরআন-হাদীসের নিরিখে মুসলিম নারীর পর্দা
সুনানে আবু দাউদ ৪০২৮
মিস্ওয়ার ইবন মাখরামাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা রাসূলূল্লাহ {সাল্লাল্লাহু আঃ} কিছু লম্বা ঢিলা জামা বন্টন করেন; কিন্তু মাখরামাহ {রাদি.}-কে কিছু দেননি। মাখরামাহ {রাদি.} বলিলেন, হে বৎস! রসূলুল্লাহর {সাল্লাল্লাহু আঃ} কাছে চলো। অতঃপর তার সঙ্গে আমি সেখানে গেলাম। তিনি বলিলেন, ভিতরে প্রবেশ করে তাহাঁর নিকট আমার আসার সংবাদ দাও। বর্ণনাকারী বলেন, আমি তাঁকে ডাকলে তিনি একটি লম্বা ঢিলা জামা পরিহিত অবস্থায় বেরিয়ে এসে বলিলেনঃ আমি তোমার জন্য এটা লুকিয়ে রেখেছিলাম। মাখরামাহ {রাদি.} তাহাঁর দিকে তাকালেন। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ এবার মাখরামাহ খুশী হয়েছে। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাহাদের দলভুক্ত গণ্য হইবে। এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
পশম ও লোমের তৈরী পোশাক পরা
সুনানে আবু দাউদ ৪০৩২
আয়িশাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
৪০৩২/১. তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বাড়ি হইতে বের হলেন, তখন তাহাঁর গায়ে কারুকার্য খচিত কালো পশমী চাঁদর ছিল। সহিহ
৪০৩২/২. উতবাহ ইবন আব্দ আস-সুলামী {রাদি.} সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট আমাকে চাঁদর পরিয়ে দেয়ার আবেদন করলে তিনি আমাকে কাতান জাতীয় দুটি সুক্ষ্ম কাপড় পরিয়ে দিলেন। আমি আমার গায়ের দিকে তাকিয়ে দেখলাম, আমি সকল বন্ধুদের চাইতে উত্তম পোশাক পরিধানকারী।
সহিহ।
এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনানে আবু দাউদ ৪০৩৪
আনাস ইবন মালিক {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
যূ-ইয়াযান অঞ্চলের অধিপতি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট একটি দামী পোশাক উপঢৌকন পাঠালেন, যা তিনি তেত্রিশটি উট বা তেত্রিশটি উটনীর বিনিময়ে কিনেছিলেন। তিনি {সাল্লাল্লাহু আঃ} তা গ্রহণ করেন। (৪০৩৪) (৪০৩৪) আহমাদ, দারিমী। সনদের উমরাহ ইবন যাজান সম্পর্কে হাফিয ইবন হাজার আত-তাক্বরীব গ্রন্থে বলেনঃ সত্যবাদী, তবে ভুল প্রচুর।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
মোটা পোশাক পরিধান করা
সুনানে আবু দাউদ ৪০৩৬
আবু বুরদাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা আমি আয়িশাহ {রাদি.}-এর নিকট প্রবেশ করলে তিনি ইয়ামানের তৈরী একটি মোটা লুঙ্গি ও মূলাব্বাদা নামক একটি মোটা চাঁদর বের করে এনে আল্লাহর কসম করে বলিলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় এ দুটি কাপড় তাহাঁর পরিধানে ছিল। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
কুরআন-হাদীসের নিরিখে মুসলিম নারীর পর্দা
Reviews
There are no reviews yet.