Select Page

কুরবানী ও জাবীহুল্লাহ

৳ 20.00

Description

কুরবানী ও জাবীহুল্লাহ

কুরবানী ও জাবীহুল্লাহ বই

মিশকাত শরিফ ১৪৭২
জুনদুব ইবন আবদুল্লাহ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, এক কুরবানীর ঈদে আমি রাসূ লুল্লাহ {সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম}-এর সাথে উপস্থিত ছিলাম। {আমি দেখলাম} তিনি নামাজ আদায় করলেন এবং সালাম ফিরায়ে নামাজ হইতে অবসর হওয়া ছাড়া আর কিছু করলেন না। এ সময় তিনি কিছু কুরবানীর গোশত দেখলেন, যা নামাজ আদায়ের পূর্বেই যাবাহ করা হয়েছিল। তিনি তখন বললেন, যে নামাজ আদায়ের আগে অথবা আমার নামাজ আদায়ের আগে বর্ণনাকারীর সন্দেহ কুরবানীর পশু যাবাহ করছে সে যেন অন্য একটি কুরবানী করে নেয়। আর এক বর্ণনায় আছে, জুনদুব বলেন, নবী {সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম} কুরবানীর দিন নামাজ আদায় করলেন। তারপর ভাষণ প্রদান করলেন। এরপর কুরবানীর পশু যাবাহ করলেন এবং বললেন, যে ব্যক্তি নামাজ আদায়ের আগে কুরবানীর পশু যাবাহ করেছে সে যেন আর একটি পশু যাবাহ করে। আর যে যাবাহ করেনি সে যেন আল্লাহর নামে যাবাহ করে। {বোখারী,মুসলিম} (১)

(১) সহীহ : বোখারী ৯৮৫, ৫৫০০, মুসলিম ১৯৬০।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
মিশকাত শরিফ ১৪৭৩
নাফি {রহমাতুল্লাহ আলাইহি } হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আবদুল্লাহ ইবন উমার {রাজি.} বলেন, কুরবানীর দিনের পরেও অর্থাৎ দশই যিলহাজ্জের পরেও দুদিন কুরবানীর দিন অবশিষ্ট থাকে। (১)

(১) সহীহ : মুয়াত্ত্বা মালিক ১৭৭৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯২৫৪।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
মিশকাত শরিফ ১৪৭৪
ঈমাম মালিক {রহমাতুল্লাহ আলাইহি } হইতে বর্ণীত আছেঃ
তিনি {ঈমাম মালিক} আরো, আলী ইবন আবী ত্বালিব {রাজি.} হইতেও এরূপ একটি উক্তি প্রমাণিত। (১)

(১) জইফ : মুয়াত্ত্বা মালিক ১৭৭৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯২৫৪। এর সানাদটি মুনক্বতি।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
মিশকাত শরিফ ১৪৭৫
ইবন উমার {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূ লুল্লাহ {সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম} মাদীনায় দশ বছর বসবাস করিয়াছেন। {আর এ দশ বছরই} তিনি একাধারে প্রতি বছর কুরবানী করিয়াছেন। {তিরমিজি} (১)

(১) জইফ : আত তিরমিজি ১৫০৭, আহমাদ ৪৯৫৫। কারণ এর সানাদে হাজ্জাজ বিন আরত্বত একজন মুদ্দালিস রাবী। তিনি عنعن সূত্রে হাদিস বর্ণনা করিয়াছেন।
এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
মিশকাত শরিফ ১৪৭৬
যায়দ ইবন আরক্বাম {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূ লুল্লাহ {সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম}-এর সহাবীগণ তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! {সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম} এ কুরবানীটা কি? তিনি বললেন, তোমাদের পিতা ইবরাহীম {আঃ}-এর সুন্নাত। তাঁরা আবার জিজ্ঞেস করলেন : এতে কি আমাদের জন্য সাওয়াব আছে, হে আল্লাহর রাসুল! তিনি {সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম} বললেন : কুরবানীর পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে প্রতিদান রয়েছে। সহাবীগণ আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! পশমওয়ালা পশুদের ব্যাপারে কি হবে? {এদের পশম তো অনেক বেশী}? তিনি {সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম} বললেন : পশমওয়ালা পশুদের প্রতিটি পশমের পরিবর্তে একটি করে নেকী রয়েছে। {আহমাদ, ইবন মাজাহ} (১)

কুরবানী ও জাবীহুল্লাহ

Reviews

There are no reviews yet.

Be the first to review “কুরবানী ও জাবীহুল্লাহ”

Your email address will not be published. Required fields are marked *