Description
খিলাফাতে রাশেদা
খিলাফাতে রাশেদা
সুনানে আবু দাউদ ৩০০৮
আব্দুল্লাহ ইবন উমার {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলনে, খায়বার এলাকা বিজিত হলে ইয়াহুদীরা রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এর নিকট আবেদন করে যে, তাহাদেরকে যেন সেখানে বসবাস করিতে দেয়া হয়। তারা জমিতে কাজ করে উৎপন্ন ফসলের অর্ধেক তারা গ্রহণ করিবে। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলেন, এ শর্তে আমি তোমাদেরকে যতদিন ইচ্ছা বসবাসের অনুমতি দিলাম। তারা এ শর্তে সেখানে বসবাস করলো। খায়বারে উৎপন্ন খেজুরের অর্ধেক কয়েক ভাগে ভাগ করতো। রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এক-পঞ্চমাংশ নিতেন এবং স্বীয় স্ত্রীদের প্রত্যেককে এক-পঞ্চমাংশ থেকে একশ ওয়াসাক খেজুর এবং বিশ ওয়াসাক বার্লি দিতেন। অতঃপর উমার {রাদি.} তাহাঁর খিলাফতকালে ইয়াহুদীদের বহিষ্কারের ইচ্ছা করিলেন, তিনি নাবী {সাল্লাল্লাহু আঃ} এর স্ত্রীদের বলে পাঠালেনঃ “আপনাদের মধ্যে যিনি চাইবেন আমি অনুমানের ভিত্তিতে একশো ওয়াসাক খেজুর হওয়ার পরিমাণ গাছ তাহাকে ছেড়ে দিবো। এ অবস্থায় বাগানের ও গাছের তত্ত্বাবধান এবং পানি সেচের ব্যবস্থা তাহাকেই করিতে হইবে। অনুরূপভাবে কৃষি উৎপাদনের জমি ছেড়ে দিতে পারি। এ ক্ষেত্রেও জমির তত্ত্বাবধান ও সেচের ব্যবস্থা তাহাকেই করিতে হইবে। তাহাদের কেউ ইচ্ছা করলে, পূর্ব থেকে যেভাবে এক-পঞ্চমাংশ হইতে আমরা বণ্টন করে আসছি, সেভাবেও নিতে পারেন। এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
সুনানে আবু দাউদ ৪৬৪৬
সাফীনাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ নবুওয়্যাতের ভিত্তিতে পরিচালিত খিলাফত ত্রিশ বছর অব্যাহত থাকিবে। অতঃপর আল্লাহর যাকে ইচ্ছা রাজত্ব বা তাহাঁর রাজত্ব দান করবেন। সাঈদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আমাকে সাফীনাহ {রাদি.} বলিয়াছেন, হিসেব করো, আবু বকর {রাদি.} দুই বছর, উমার {রাদি.} দশ বছর, উসমান {রাদি.} বারো বছর ও আলী {রাদি.} এতো বছর খিলাফতের দায়িত্ব পালন করেছেন। সাঈদ {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, আমি সাফীনাহ {রাদি.} -কে বলিলাম, এরা ধারণা করে যে, আলী{রাদি.} খলীফাহ ছিলেন না। তিনি বলেন, বনী যারকা অর্থাৎ মাওয়ানের বংশধরগণ মিথ্যা বলেছে। এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
সুনানে আবু দাউদ ৪৬৪৭
সাফীনাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিয়াছেনঃ নবুওয়্যাতী পন্থায় খিলাফত ত্রিশ বছর পরিচালিত হইবে। অতঃপর যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব বা তাহাঁর রাজত্ব দান করবেন।এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
খিলাফাতে রাশেদা
Reviews
There are no reviews yet.