Description
জাতির উত্থান-পতন
জাতির উত্থান-পতন
যে লাত, উযযার নামে কসম করে সে যেন লা- ইলা-হা ইল্লাল্লাহ বলে।
লু লু ওয়াল মারজান ১০৬৮
আবু হুরাইরাহ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আঃ} বলেছেন, যে ব্যক্তি কসম করে বলে যে, লাত ও উয্যার কসম, সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর যে ব্যক্তি তার সাথীকে বলে, এসো, আমি তোমার সঙ্গে জুয়া খেলব, তার সদাকাহ দেয়া কর্তব্য। {বোখারী হাদিস পর্ব ৬৫ অধ্যায় ৫৩ হাদীস নং ৪৮৬০; মুসলিম ২৭/২, হাঃ ১৬৪৭} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
এটা {বৈধ} যে কেউ কোন কিছু করার কসম খেলো এবং পরেও অন্যটা করা ভাল দেখল তাহলে সে ভালটা করিবে এবং তার কসমের কাফ্ফারা দিবে।
লু লু ওয়াল মারজান ১০৬৯
আবু মূসা {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
আমার সাথীরা আমাকে রাসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-এর কাছে পাঠালেন তাহাদের জন্য পশুবাহন চাওয়ার জন্য। কারণ তাঁরা রাসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-এর সঙ্গে কষ্টের যুদ্ধ অর্থাৎ তাবূকের যুদ্ধে যাচ্ছিলেন। অনন্তর আমি এসে বললাম, হে আল্লাহর নাবী {সাল্লাল্লাহু আঃ}! আমার সাথীরা আমাকে আপনার কাছে এজন্য পাঠিয়েছেন যে, আপনি যেন তাহাদের জন্য পশুবাহনের ব্যবস্থা করেন। তখন তিনি বলিলেন, আল্লাহর কসম! আমি তোমাদের জন্য কোন সওয়ারীর ব্যবস্থা করিতে পারব না। আমি লক্ষ্য করলাম, তিনি রাগান্বিত। {কিন্তু কী কারণে তিনি রাগান্বিত} তা বুঝলাম না। আর আমি নাবী {সাল্লাল্লাহু আঃ}-এর পশুবাহন না দেয়ার কারণে দুঃখিত মনে ফিরে আসি। আবার এ ভয়ও ছিল যে, নাবী {সাল্লাল্লাহু আঃ} না আমার উপরই অসন্তুষ্ট হন। তাই আমি সাথীদের কাছে ফিরে যাই এবং নাবী {সাল্লাল্লাহু আঃ} যা বলেছেন তা আমি তাহাদের জানাই। অল্পক্ষণ পরেই শুনতে পেলাম যে, বিলাল ডাকছেনঃ আবদুল্লাহ ইবনি কাইস কোথায়? তখন আমি তাহাঁর ডাকে সাড়া দিলাম। তখন তিনি বলিলেন, রাসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আপনাকে ডাকছেন, আপনি হাজির হোন। আমি যখন তাহাঁর কাছে হাজির হলাম তখন তিনি বলিলেন, এই জোড়া এবং ঐ জোড়া এমনি ছয়টি উটনী যা সাদ থেকে ক্রয় করা হয়েছে, তা গ্রহণ কর এবং সেগুলো তোমার সাথীদের কাছে নিয়ে যাও এবং বল যে, আল্লাহ তাআলা {রাবীর সন্দেহ} অথবা বলেন, রাসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} এগুলো তোমাদের যানবাহনের জন্য ব্যবস্থা করিয়াছেন, তোমরা এগুলোর উপর আরোহণ কর। আমি তখন সেগুলো নিয়ে তাহাদের নিকট গেলাম এবং বললাম যে, আল্লাহর নাবী {সাল্লাল্লাহু আঃ} এগুলোর উপর তোমাদের আরোহণের জন্য ব্যবস্থা করিয়াছেন। কিন্তু আমি তোমাদেরকে ছাড়বনা যতক্ষণ না তোমাদের কেউ আমার সঙ্গে তার কাছে যাবে সে রাসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-এর কথোপকথন শুনেছে। তোমরা এমন ধারণা যে, নাবী {সাল্লাল্লাহু আঃ} যা বলেননি আমি তা তোমাদের বর্ণনা করেছি। তখন তারা আমাকে বলিলেন, আল্লাহর কসম! আপনি আমাদের কাছে সত্যবাদী বলে পরিচিত। তবুও আপনি যা চান, আমরা অবশ্য করব। অনন্তর আবু মূসা {রাজি.} তাহাদের মধ্যেকার একদল লোককে সঙ্গে নিয়ে রওয়ানা হন এবং যারা রাসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} কর্তৃক অপারগতা প্রকাশ এবং পরে তাহাদেরকে দেয়ার কথা শুনিয়াছিলেন, তাহাদের কাছে আসেন। তখন তারা সেরূপ কথাই বর্ণনা করিলেন যেমন আবু মূসা {রাজি.} বর্ণনা করেছিলেন। {বোখারী হাদিস পর্ব ৬৪ অধ্যায় ৭৮ হাদীস নং ৪৪১৫; মুসলিম হাঃ ২৭/৩, ১৬৪৯}
এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
জাতির উত্থান-পতন
Reviews
There are no reviews yet.