Description
তাহক্বীক্ব জুয আল-ক্বিরাআত
তাহক্বীক্ব জুয আল-ক্বিরাআত
জানাযার সলাতে ক্বিরাআত পাঠ
সুনান আবু দাউদ ৩১৯৮
ত্বালহা ইবন আবদুল্লাহ ইবন আওফ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি ইবন আব্বাসের {রাদি.} সাথে জানাযার সালাত পড়েছি। তিনি সূরাহ আল-ফাতিহা পাঠ করিলেন। তিনি বলিলেন, ফাতিহা পড়া সুন্নাত।
সহিহঃ আহকাম এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
মৃতের জন্য দুআ করা
সুনান আবু দাউদ ৩১৯৯
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-কে বলিতে শুনিয়াছি ঃ তোমরা কোন মৃতের জানাযা পড়লে তার জন্য নিষ্ঠার সাথে দুআ করিবে।
হাসান ঃ আহকাম {১২৩}।এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
সুনান আবু দাউদ ৩২০০
আলী ইবন শাম্মাখ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, একদা আমি মারওয়ানের নিকট উপস্থিত ছিলাম। তখন তিনি আবু হুরায়রা {রাদি.}-কে জিজ্ঞেস করিলেন, মৃতের জানাযায় আপনি রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ}-কে কোন দুআ পড়তে শুনেছেন? তিনি বলিলেন, আপনি কি এ কথাই আমাকে জিজ্ঞেস করছেন? মারওয়ান বলিলেন, হাঁ। ইবন শাম্মাখ বলেন, ইতিপূর্বে তাহাদের উভয়ের মধ্যে এ বিষয়ে কথোপকথন হয়। আবু হুরায়রা বলিলেন, তিনি এ দুআ পাঠ করিতেন ঃ “হে আল্লাহ! তুমিই তার প্রভু, তুমি তাহাকে সৃষ্টি করেছ, তুমি তাহাকে ইসলামের পথে হিদায়াত দিয়েছ, তুমি তার রূহ ক্ববয করেছ, তুমি তার গোপন-প্রকাশ্য সবকিছুই অবহিত। আমরা তোমার কাছে তার সুপারিশকারী হিসেবে এসেছি, তুমি তাহাকে ক্ষমা করে দাও।”
সনদ দুর্বল ঃ মিশকাত {১৬৮৮}।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
সুনান আবু দাউদ ৩২০১
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} জানাযার সলাতে এ দুআ পড়তেন ঃ “হে আল্লাহ! আমাদের জীবিত-মৃত, ছোট-বড়, পুরুষ-নারী, এবং উপস্থিত-অনুপস্থিত সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ! আমাদের মধ্যে আপনি যাকে জীবিত রাখবেন তাহাকে ইসলামের উপর জীবিত রাখেন এবং আমাদের মধ্যে যাকে মৃত্যু দিবেন তাহাকে ঈমানের সাথে মৃত্যু দিন। হে আল্লাহ! এর সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না এবং এরপর আমাদেরকে পথভ্রষ্ট করবেন না।”
সহিহ ঃ আহকাম {১২৪}।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৩২০২
ওয়াসিলাহ ইবনল আসকা {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} আমাদেরকে সাথে নিয়ে মুসলিমদের এক লোকের জানাযার সালাত আদায় করিলেন। তখন আমি তাঁকে এ দুআ করিতে শুনিয়াছিঃ “ হে আল্লাহ! অমুকের পুত্র অমুক আপনার দায়িত্বে থাকলো, আপনি তাহাকে ক্ববরের ফিতনাহ ও রক্ষা করুন।” আবদুর রহমানের বর্ণনায় রয়েছেঃ “এ ব্যক্তি আপনার যিম্মায় ও প্রতিবেশি থাকলো। সুতরাং আপনি তাহাকে ক্ববরের বিপদ ও দোযখের আযাব থেকে রক্ষা করুন। আপনি তো প্রতিশ্রুতি রক্ষাকারী ও সত্যের অধিকারী। হে আল্লাহ! আপনি তাহাকে ক্ষমা করে দিন এবং তার প্রতি অনুগ্রহ করুন। কেননা আপনিই একমাত্র ক্ষমাশীল ও পরম দয়ালু। ”
সহিহ ঃ আহকাম {১২৫}।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
ক্ববরের উপর জানাযা পড়া
তাহক্বীক্ব জুয আল-ক্বিরাআত
Reviews
There are no reviews yet.