Description
দল-উপদল… বা মাজহাবে বিভক্ত হওয়ায় আল্লাহর অনুমতি আছে কি?
দল-উপদল… বা মাজহাবে বিভক্ত হওয়ায় আল্লাহর অনুমতি আছে কি?
লু লু ওয়াল মার্জান ৪৮১
আবদুল্লাহ ইবনি উমার {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
রাসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আঃ} একদলকে সাথে নিয়ে নামাজ আদায় করিয়াছেন। অন্যদরকে রেখেছেন শত্রুর মুকাবিলায়। তারপর নামাজরত দলটি এক রাকআত আদায় করে শত্রুর মুকাবিলায় নিজ সাথীদের স্থানে চলে গেলেন। অতঃপর অন্য দলটি আসলেন। রাসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আঃ} তাহাদেরকে নিয়ে এক রাকআত নামাজ আদায় করে সালাম ফিরালেন। এরপর তাঁরা তাহাদের বাকী আরেক রাকআত আদায় করিলেন এবং শত্রুর মুকাবিলায় গিয়ে দাঁড়ালেন। এবার আগের দলটি এসে তাহাদের বাকী রাকআতটি পূর্ণ করিলেন। {বোখারী হাদিস পর্ব ৬৪ : /৩১ হাঃ ৪১৩৩, মুসলিম ৬/ ৫৭ হাঃ ৮৩৯} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মার্জান ৪৮২
সাহল ইবনি আবু হাসমাহ্ {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, {সলাতুল খাওফে} ঈমাম কেবলামুখী হয়ে দাঁড়াবেন। একদল থাকিবেন তাহাঁর সাথে এবং অন্যদল শত্রুদের মুখোমুখী হয়ে তাহাদের মুকাবিলায় দাঁড়িয়ে থাকিবেন। তখন ঈমাম তাহাঁর পেছনের একদল নিয়ে এক রাকআত নামাজ আদায় করবেন। এরপর নামাজরত দলটি নিজ স্থানে দাঁড়িয়ে রুকূ ও দু সাজদাসহ আরো এক রাকআত নামাজ আদায় করে ঐ দলের স্থানে গিয়ে দাঁড়াবেন। এরপর তারা এলে ঈমাম তাহাদের নিয়ে এক রাকআত নামাজ আদায় করবেন। এভাবে ইমামের দুরাকআত নামাজ পূর্ণ হয়ে যাবে। আর পিছনের লোকেরা রুকূ সাজদাসহ আরো এক রাকআত নামাজ আদায় করবেন। {বোখারী হাদিস পর্ব ৬৪ : /৩১ হাঃ ৪১৩১, মুসলিম ৬/ ৫৭ হাঃ ৮৪১} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
লু লু ওয়াল মার্জান ৪৮৩
সলিহ ইবনি খাওয়াত {রাজি.} হইতে বর্ণীত আছেঃ
রায়ী এমন একজন সাহাবী থেকে বর্ণনা করেন যিনি যাতুর রিকার যুদ্ধে রাসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আঃ}-এর সাথে সলাতুল খাওফ আদায় করিয়াছেন। তিনি বলেছেন, একদল লোক রাসূলুল্লাহ্ {সাল্লাল্লাহু আঃ}-এর সাথে কাতারে দাঁড়ালেন এবং অপর দলটি থাকলেন শত্রুর সম্মুখীন। এরপর তিনি তার সাথে দাঁড়ানো দলটি নিয়ে এক রাকআত নামাজ আদায় করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। মুক্তাদীগণ তাহাদের নামাজ পূর্ণ করে ফিরে গেলেন এবং শত্রুর সম্মুখে সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন। এরপর দ্বিতীয় দলটি এলে তিনি তাহাদেরকে নিয়ে অবশিষ্ট রাকআত আদায় করে স্থির হয়ে বসে থাকলেন। এরপর মুক্তাদীগণ তাহাদের নিজেদের নামাজ সম্পূর্ণ করলে তিনি তাহাদেরকে নিয়ে সালাম ফিরালেন। {বোখারী হাদিস পর্ব ৬৪ : /৩১ হাঃ ৪১২৯, মুসলিম ৬/৫৭, হাঃ ৮৪২} এই হাদীস খানার তাহকিকঃ সহীহ হাদীস
দল-উপদল… বা মাজহাবে বিভক্ত হওয়ায় আল্লাহর অনুমতি আছে কি?
Reviews
There are no reviews yet.