Description
দ্বীনের দাওয়াত
দ্বীনের দাওয়াত
মুয়াত্তা মালিক ১৪০০
রাবিয়া ইব্নু আবি আবদির রহমান হইতে বর্ণিত আছেঃ
উমার {রাজি.}-এর দরবারে ইরাক হইতে এক ব্যক্তি এসে বলল, আমি এমন এক ব্যাপার নিয়ে এসেছি যার কোন আগ-পাছ কিছুই নেই। উমার {রাজি.} বলিলেন, “তা কি?” সে বলল, আমাদের দেশে মিথ্যা সাক্ষ্য ছড়িয়ে পড়েছে। উমার {রাজি.} বলিলেন, তুমি কি সত্যই বলছ? সে বলল, হ্যাঁ, তখন উমার {রাজি.} বলিলেন, ভবিষ্যতে নির্ভরযোগ্য ও ন্যায়পরায়ণ সাক্ষীর সাক্ষ্য ব্যতীত কোন মুসলমানকে কয়েদ করা যাবে না। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন}
মালিক {রাজি.} বলেন উমার {রাজি.} বলেন যে, শত্র“ এবং দ্বীনের ব্যাপারে দোষারোপ করা হয়েছে এমন লোকদের সাক্ষ্য জায়েয হইবে না। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন}
এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
মুয়াত্তা মালিক ১৪১২
মুহাম্মাদ ইব্নু আবদুল্লাহ {রহমাতুল্লাহি আলাইহি} তার পিতা হইতে বর্ণিত আছেঃ
আবু মূসা আশআরী {রাজি.}-এর নিকট হইতে এক ব্যক্তি উমার {রাজি.}-এর নিকট এল। উমার {রাজি.} তাকে জিজ্ঞেস করলেন, সেখানের লোকের কি অবস্থা? সে সেখানের অবস্থা বর্ণনা করিল। অতঃপর উমার {রাজি.} বলিলেন, সেখানের কোন অভিনব সংবাদ আছে কি? লোকটি বলল, হ্যাঁ, আছে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর আবার কাফের হয়ে গেছে। উমার {রাজি.} বলিলেন, তোমরা তাকে কি করেছ? সে বলল, তাকে বন্দী করে শিরোশ্চেদ করেছি। উমার {রাজি.} বলিলেন, তোমরা যদি তাকে তিন দিন পর্যন্ত বন্দী করে রাখতে আর শুধু ১টি রুটি খেতে দিতে এবং তাওবা করাতে তবে হয়ত সে তাওবা করত এবং আল্লাহর দ্বীনের দিকে এসে যেত। অতঃপর উমার {রাজি.} বলিলেন, হে আল্লাহ্, আমি ঐ কাজে শামিল ছিলাম না, মারার হুকুমও দেইনি, কিংবা তার খবর শুনেও খুশী হইনি। {হাদীসটি ঈমাম মালেক এককভাবে বর্ণনা করিয়াছেন} এই হাদীসখানার তাহকীকঃ নির্ণীত নয়
কেউ যদি নিজ স্ত্রীর সাথে অপর পুরুষকে দেখে তবে তার ফয়সালা
মুয়াত্তা মালিক ১৪১৩
আবু হুরায়রা {রাজি.} হইতে বর্ণিত আছেঃ
সাদ ইব্নু উবাদা {রাজি.} রসূলুল্লাহ্ সাঃআঃকে জিজ্ঞেস করেছিলেন যে, আমি যদি আমার স্ত্রীর সাথে অপর লোককে দেখি তবে কি তাকে সময় দিব যতক্ষণ চারজন সাক্ষী যোগাড় না করিতে পারি? উত্তরে রাসূলুল্লাহ সাঃআঃ বলিলেন, হ্যাঁ। {সহীহ, মুসলিম ১৪৯৮} এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
দ্বীনের দাওয়াত
Reviews
There are no reviews yet.