Select Page

নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

৳ 100.00

Description

নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

নাজাত প্রাপ্ত দলের আকীদাহ
সুনানে ইবনে মাজাহ ৩০১৪
আয়েশা [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ মহামহিমান্বিত আল্লাহ আরাফাতের দিন জাহান্নাম থেকে যতো অধিক সংখ্যক বান্দাকে নাজাত দেন, অন্য কোন দিন এতো অধিক বান্দাকে নাজাত দেন না। মহাপ্রতাপশালী আল্লাহ এ দিন [বান্দার] নিকটবর্তী হন, অতঃপর তাহাদের সম্পর্কে ফেরেশতাহাদের নিকট গৌরব করে বলেনঃ তাহারা কী চায়? [৩০১৪]

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ। [৩০১৪] মুসলিম ১৩৪৮, নাসাঈ ৩০০৩, সহীহাহ ২৫৫১। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনানে ইবনে মাজাহ ৩৭৯৫
তালহা বিন উবায়দুল্লাহ [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
[সুদা] বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] এর ইনতিকালের পর উমার [রাজি.] তালহা [রাজি.]-র নিকট দিয়ে জেতে তাহাকে বলেন, তোমার কী হইয়াছে? তুমি বিষণ্ণ কেন? তোমার চাচাতো ভাই এর খেলাফত কি তোমার অপছন্দ হইয়াছে? তালহা [রাজি.] বলেন, না। বরং আমি রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আঃ] কে বলিতে শুনিয়াছি ঃ আমার এমন একটি বাক্য জানা আছে, যা কোনো ব্যক্তি মৃত্যুর সময় বললে সেটা তাহার আমলনামার জন্য নূর হইবে এবং নিশ্চয়ই তাহার দেহ ও আত্মা মৃত্যুর সময় তাহাকে স্বস্তি দিবে। সেটি আমি তাহাঁকে জিজ্ঞেস করিনি, এরই মধ্যে তিনি ইন্তিকাল করেন। উমার [রাজি.] বলেন, আমি সেটি জানি। তা হল সেই কলেমা যা তিনি তাহাঁর চাচার নিকট পেশ করেছিলেন। যদি তিনি জানতেন যে, সেই কলেমার চেয়েও অধিক নাজাত দানকারী কিছু আছে, তবে অবশ্যই সেটি তিনি সেটি তাহার চাচার নিকট পেশ করিতেন। [৩১২৭] ৩১২৭.আহমাদ ১৩৮৭। তাখরিজুল মুখতাহার ১১৪,১১৯,২৩৮,২৩৯,আল-আহকাম ৩৪।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনানে ইবনে মাজাহ ৩৮৭৬
আল-বারা বিন আযিব [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
নবী [সাল্লাল্লাহু আঃ] এক ব্যক্তিকে বলেনঃ যখন তুমি শয্যা গ্রহণ করিবে বা বিছানাগত হইবে তখন বলবে, হে আল্লাহ্! আমি আমার মুখমন্ডল তোমার দিকে ফিরিয়ে দিলাম, আমার পিঠ তোমার আশ্রয়ে সোপর্দ করলাম, তোমার রহমতের আশা ও তোমার আযাবের ভয় সহকারে আমার যাবতীয় বিষয় তোমার উপর সোপর্দ করলাম। তোমার থেকে পালিয়ে আশ্রয় নেয়ার এবং নাজাত পাওয়ার তুমি ভিন্ন আর কোন ঠিকানা নাই। তুমি যে কিতাব নাযিল করেছো এবং যে নবী পাঠিয়েছ আমি তাহার উপর ঈমান এনেছি। তুমি যদি সে রাতে মারা যাও তাহলে তুমি ফিতরাতের [ইসলামের] উপর মৃত্যুবরণ করিবে। আর তুমি যদি সকালে উপনীত হও তবে পর্যাপ্ত কল্যাণ প্রাপ্ত হয়ে সকালে উপনীত হইবে। [৩২০৮] [৩২০৮] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ২৪৭, মুসলিম ২৭১০, তিরমিজি ৩৩৯৪, আবু দাউদ ৫০৪৬, ১৮০৪৪, ১৮০৮৯, ১৮১১৪, ১৮১৪৩, ১৮১৭৭, ১৮১৮০, ১৮২০৫, দারেমী ২৬৮৩। সহীহ আত তাহারগীব ২-৬।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

Reviews

There are no reviews yet.

Be the first to review “নাজাত প্রাপ্ত দলের আকীদাহ”

Your email address will not be published. Required fields are marked *