Select Page

পাপ ও তার শাসিত্ম

৳ 175.00

Description

পাপ ও তার শাসিত্ম

পাপ ও তার শাসিত্ম

মুয়াত্তা মালিক ৮২৪
হিশাম ইবন উরওয়াহ্ {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
হিশাম ইবন উরওয়াহ্ {রহমাতুল্লাহি আলাইহি} তাঁর পিতা হইতে বর্ণনা করেন তিনি বলেছেন, আমি উম্মুল মুমিনীন আয়েশা {রাজি.}-কে বললাম {তখন আমি অল্প বয়ষ্ক}, দেখুন, আল্লাহ্ তাআলা ইরশাদ করিয়াছেন {১} إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ সুতরাং যে কেউ বায়তুল্লাহ্‌র হজ্জ বা উমরা করিবে তার জন্য এই দুটির মধ্যে সায়ী করায় কোন গুনাহ্ নেই তাই কেউ যদি সায়ী না করে তবে তাতে তার গুনাহ হইবে কি ? তিনি বলিলেন, সাবধান, তুমি যা বুঝেছ তা ঠিক নয়। তাই যদি হত তবে আয়াতে বলার ভঙ্গী হত এই দুইয়ের মধ্যে সায়ী না করায় কোন গুনাহ্ নেই। {অথচ আল্লাহ্ তাআলা বলেছেন, সায়ী করায় কোন গুনাহ্ নেই।} এই আয়াতটি মূলত আনসারদের ব্যাপারে নাযিল হয়েছিল। এরা জাহিলী যুগে মানাতের উদ্দেশ্যে ইহরাম বেঁধে হজ্জের নিয়তে আসত। মক্কার পথে কুদায়দ নামক স্থানের বিপরীতে ছিল ওদের দেবী মানাত। সাফা-মারওয়ায় সায়ী করা তারা মনে করত গুনাহ্র কাজ। ইসলাম আসার পর তারা রসূলুল্লাহ্ {সাঃআঃ}-এর নিকট এই সম্পর্কে জিজ্ঞেস করে, তখন নাযিল হয় এই আয়াত
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا {২}
{বোখারি ১৭৯০, মুসলিম ১২৭৭}

{১} নিশ্চয়ই সাফা মারওয়া আল্ল্হা তাআলার বিশেষ নিদর্শনসমূহের অন্যতম।
{২} সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। সুতরাং যে কেউ কাবাগৃহের হজ্জ কিংবা উমরা করিতে চাইলে এই দুটির মধ্যে তাওয়াফ করলে কোন পাপ নেই। {সূরা: আল-বাকারাহ, ১৫৮}
এই হাদীসখানার তাহকীকঃ সহীহ হাদীস
পাপকার্যে মানত বৈধ নয়
মুয়াত্তা মালিক ১০০৭
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} হইতে বর্ণিত আছেঃ
হুমায়দ ইবন কায়স {রাজি.} এবং সাউর ইবন দীলী {রাজি.} তাঁরা দুজনে রাসূলুল্লাহ সাঃআঃ হইতে তাঁর নিকট রেওয়ায়ত বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাঃআঃ এক ব্যক্তিকে একবার রৌদ্রে দাঁড়িয়ে থাকতে দেখিতে পেলেন। তিনি বলিলেন, এই ব্যক্তির কি হয়েছে? তাঁরা বলিলেন, এই ব্যক্তি মানত করেছে যে, সে কারো সাথে কথা বলবে না, ছায়ায় দাঁড়াবে না, কোথাও বসবে না এবং সর্বদাই সে রোযা রাখবে। রাসূলুল্লাহ সাঃআঃ তখন বলিলেন, তাহাকে বলে দাও, সে যেন কথা বলে, ছায়ায় দাঁড়ায় ও বসে, আর যেন রোযা পুরা করে নেয়। {সহীহ, ঈমাম বোখারি ইবন আব্বাস থেকে মুত্তাসিল সনদে বর্ণনা করেন, বোখারি ৬৭০৪, তবে ঈমাম মালেক কর্তৃক বর্ণিত হাদীসটি মরসাল}
মালিক {রহমাতুল্লাহি আলাইহি} বলেন, রাসূলুল্লাহ সাঃআঃ উক্ত ব্যক্তিকে কোন কাফ্ফারার নির্দেশ দিয়েছেন বলে আমি শুনিনি। তিনি তাহাকে যা ইবাদত তা পূরণ করা এবং যা নাফরমানী তা বর্জন করার নির্দেশ দিয়েছেন। এই হাদীসখানার তাহকীকঃ অন্যান্য

পাপ ও তার শাসিত্ম

Reviews

There are no reviews yet.

Be the first to review “পাপ ও তার শাসিত্ম”

Your email address will not be published. Required fields are marked *