Description
প্রেম রোগ প্রতিপাদন ও প্রতিবিধান
প্রেম রোগ প্রতিপাদন ও প্রতিবিধান
কেউ স্বীয় স্ত্রীর সঙ্গে অন্য লোককে দেখিতে পেলে সে তাহাকে হত্যা করিবে কি?
সুনান আবু দাউদ ৪৫৩২
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
সাদ ইবন উবাদাহ {রাদি.} বলিলেন, হে আল্লাহর রাসূল! যদি কেউ স্বীয় স্ত্রীর সঙ্গে কোন পুরুষকে দেখিতে পায় তাহলে কি সে তাহাকে হত্যা করিবে? রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ না। সাদ {রাদি.} বলিলেন, হ্যাঁ; সেই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য দ্বীন দিয়ে মর্যাদাবান করেছেন। নাবী {সাল্লাল্লাহু আঃ} বলিলেনঃ তোমাদের নেতা সাদ কি বলে তা শোনো। এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৪৫৩৩
আবু হুরাইরাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
সাদ ইবন উবাদাহ {রাদি.} রসূলুল্লাহ {সাল্লাল্লাহু আঃ} -কে বলিলেন, যদি আমি আমার স্ত্রীর সঙ্গে কোন পুরুষকে দেখিতে পাই তবে চারজন সাক্ষী উপস্থিত করা পর্যন্ত কি তাহাকে অবকাশ দিবো? তিনি বলিলেনঃ হ্যাঁ।এই হাদিসটির তাহকীকঃ সহিহ হাদিস
সুনান আবু দাউদ ৪৪৬৭
ইবন আব্বাস {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
বাক্র ইবন লাইস গোত্রের জনৈক ব্যাক্তি নাবী {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট এসে চারবার স্বীকারোক্তি করলো যে, সে জনৈকা স্ত্রীলোকের সঙ্গে যেনা করেছে। সে অবিবাহিত ছিল বিধায় তিনি তাহাকে একশো বেত্রাঘাত করেন। এরপর তিনি স্ত্রীলোকটির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষী আনার জন্য তাহাকে আদেশ দেন। স্ত্রীলোকটি বললো, হে আল্লাহর রাসূল! আল্লাহর কসম! সে মিথ্যা বলেছে। সুতরাং তিনি পুরুষটিকে যেনার মিথ্যা অপবাদ আরোপের অপরাধে আরো আশিটি বেত্রাঘাত করেন। (৪৪৬৬)
মুনকারঃ মিসকাত হা/৩৫৭৮।(৪৪৬৬) নাসায়ীর সুনানুল কুবরা। সানাদে ক্বাসিম ইবন ফাইয়াদ অজ্ঞাত। যেমন আত-তাক্বরীব গ্রন্থে রয়েছে।
এই হাদিসটির তাহকীকঃ মুনকার
যে ব্যাক্তি কোন মহিলার সাথে সঙ্গম ছাড়া অন্য সবকিছু করে এবং কর্তৃপক্ষের নিকট ধরা পড়ার পূর্বেই তাওবাহ করে নেয়
সুনান আবু দাউদ ৪৪৬৮
আবদুল্লাহ {রাদি.} হইতে বর্ণীত আছেঃ
জনৈক ব্যাক্তি নাবী {সাল্লাল্লাহু আঃ}-এর নিকট এসে বললো, আমি মাদীনাহ্র উপকন্ঠে জনৈকা নারীর সঙ্গে সঙ্গম ছাড়া সবকিছুই করেছি। এখন আমি এখানে উপস্থিত। আপনি যা ইচ্ছা আমাকে শাস্তি দিন। উমার {রাদি.} বলেন, আল্লাহ তোমার এ অপরাধ গোপন রেখেছিলেন, তুমিও যদি তা তোমার নিকট গোপন রাখতে! নাবী {সাল্লাল্লাহু আঃ} তার কথার কোন উত্তর দেননি। কাজেই লোকটি ফিরে গেলো। নাবী {সাল্লাল্লাহু আঃ} তার পিছনে একজন লোক পাঠিয়ে তাহাকে ডেকে আনলেন এবং এ আয়াত তিলাওয়াত করলেনঃ “দিনের দুপ্রান্তে ও রাতের প্রথমাংশে তুমি সালাত ক্বায়িম করো, নিশ্চয় সৎকাজসমূহ গুনাহসমূহকে মুছে দেয়। উপদেশ গ্রহণকারীদের জন্য এটা এক নসীহত” {সূরাহ হূদঃ ১১৪}। উপস্থিত লোকদের মধ্য হইতে এক লোক বললো, হে আল্লাহর রাসূল! এ আয়াত কি শুধু তার জন্য নির্দিষ্ট, নাকি সবার জন্য? তিনি বলিলেনঃ বরং তা সকল মানুষের জন্য। (৪৪৬৭) (৪৪৬৭) মুসলিম, তিরমিজি, নাসায়ী সুনানুল কুবরা, আহমাদ।
এই হাদিসটির তাহকীকঃ হাসান সহিহ
প্রেম রোগ প্রতিপাদন ও প্রতিবিধান
Reviews
There are no reviews yet.