Select Page

বেহেশতের সরল পথ

৳ 110.00

Description

বেহেশতের সরল পথ

বেহেশতের সরল পথ

সুনান ইবনে মাজাহ ২৬১০
আবু উসমান আন-নাহ্দী হইতে বর্ণীত আছেঃ
আমি সাদ [রাজি.] ও আবু বাকরাহ [রাজি.], কে বলিতে শুনিয়াছি এবং তাহাদের প্রত্যেকেই বলেছেন, আমার উভয় কান শুনেছে এবং আমার অন্তর মুখস্থ রেখেছে যে, মুহাম্মাদ [সাল্লাল্লাহু আঃ] বলেছেনঃ যে ব্যক্তি সজ্ঞানে নিজের পিতাহাকে বাদ দিয়ে অন্য লোককে বাপ বলে পরিচয় দেয়, জান্নাত তাহার জন্য হারাম। [২৬১০] [২৬১০] সহিহ বুখারি (তাওহীদ প্রঃ) হাদিস নং ৪৩২৭, ৬৭৬৭, মুসলিম ৬৩, আবু দাউদ ১৪৫৭, ১৫০০, ১৫৫৬, ১৯৮৮৩, ১৯৯৫৩, দারেমী ২৫৩০, ২৮৬০, গায়াতুল মারাম ২৬৭। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
সুনান ইবনে মাজাহ ২৭৮১
মুআবিয়াহ বিন জাহিমাহ আস-সুলামী [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ[সাল্লাল্লাহু আঃ] এর নিকট উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর সন্তোষ লাভের এবং আখেরাতে জান্নাত প্রাপ্তির আশায় আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। তিনি বলেনঃ তোমার জন্য দুঃখ হয়, তোমার মা কি জীবিত আছে? আমি বললাম, হাঁ। তিনি বলেনঃ ফিরে গিয়ে তাহার সেবাযত্ন করো। এরপর আমি অপর পাশ থেকে তাহাঁর নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল! আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতে জান্নাত লাভের আশায় আপনার সাথে জিহাদে যেতে চাই। তিনি বলেনঃ তোমার জন্য দুঃখ হয়, তোমার মা কি জীবিত আছে? আমি বললাম,ইয়া রাসূলাল্লাহ! হাঁ। তিনি বলেন, তুমি ফিরে যাও এবং তাহার সেবাযত্ন করো। এরপর আমি সম্মুখভাগে এসে বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতে জান্নাত লাভের আশায় আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। তিনি বলেনঃ তোমার জন্য দুঃখ হয়, তোমার মা কি জীবিত আছে? আমি বললাম, হাঁ, ইয়া রাসূলাল্লাহ! তিনি বলেনঃ তোমার জন্য আফসোস! তাহার পায়ের কাছে পড়ে থাকো, সেখানেই জান্নাত। [২৭৮১] [উপরোক্ত হাদীসে মোট ২টি সানাদের ১টি বর্ণিত হইয়াছে, অপর সানাদটি হলোঃ]

———

২/২৭৮১[১] . মুআবিয়া বিন জাহিমাহ আস-সুলামী[রাজি.] , জাহিমাহ[রাজি.] নবী[সাল্লাল্লাহু আঃ] এর নিকট এলেন… পূর্বোক্ত হাদিসের অনুরূপ। আবু আবদুল্লাহ ইবন মাজাহ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, ইনি হলেন জাহিমাহ বিন আব্বাস বিন মিরদাস আস-সুলামী যিনি হুনায়ন যুদ্ধের দিন রাসূলুল্লাহ[সাল্লাল্লাহু আঃ] কে ভর্ৎসনা করেছিলেন [পরে ইসলাম গ্রহণ করেন]। [২৭৮১]

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।[২৭৮১] নাসাঈ ৩১০৪, ইরওয়া ৫/২০-২১। তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহীহ।
এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

বেহেশতের সরল পথ

Reviews

There are no reviews yet.

Be the first to review “বেহেশতের সরল পথ”

Your email address will not be published. Required fields are marked *